নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধানী রঙ মাঠের বিশালতার মতন স্মৃতি ঢেউ দুলে
বলতে চাই যে বালক ভালোবেসে ছিল বা যে মৃত প্রজাপতির কথা হৃদয় আকুল করে।
নক্ষত্রের গুঞ্জন ভরা রাত অথবা ঘন নীল জলের কথন।
আলো সে কাছেই থাকে অথচ তাকে খুঁজে বহু পথ হাঁটা হয়ে যায়।
অবশেষে নীলাভ যন্ত্রনায় মুখ ঢাকা হাতের পাতায়, আবীর রাঙ্গা হয়ে।
খিলখিল কাঁচ ভাঙ্গা কিন্নর সুর বেজে যায়।
চারপাশ শূন্য, জল বাতাসের গভীর চলা। ছন্দবিহীন ছন্দ হুটপুটি করে
শিউলি ঝরানো পথ, কাশ ফুল উদাসী অভিমানী
মেঘের ডানা ভাঙ্গা উড়াউড়ি।
উজান চলা,যাবতিয় ভালোবাসায়, খুব গোপনে হিজল বনের ঘ্রাণ ম্লান হয়ে যায়।
বৃন্দবনের মায়াবী ঢেউ মৃত নক্ষত্রদের জেগে উঠা
অবারিত গল্পের মতন হাত ধরে বসে থাকে।
আলোর ঝলক জ্বলে অথবা চিলেকোঠায় গোপন চিঠির বাক্স চন্দন সুবাস হয়ে
নিরবে যামিনী যাবার সময় জানান দেয়।
সময়ের পথ ধরে, দূর থেকে দূরে যাবার গল্পটাই শুধু থেকে যায়
১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা
২| ১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা ।
আর এখানে তো অপরিসীম মুগ্ধতা
আলোর ঝলক জ্বলে অথবা চিলেকোঠায় গোপন চিঠির বাক্স চন্দন সুবাস হয়ে
নিরবে যামিনী যাবার সময় জানান দেয়।
সময়ের পথ ধরে, দূর থেকে দূরে যাবার গল্পটাই শুধু থেকে যায়
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ মাহবুবুল আজাদ
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।