নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোধূলির স্বপ্ন গুলো ডাকছিল গভীর আলিঙ্গনের অাশায়।
সবুজ পাতার দীর্ঘ শ্বাস বুকে জমা অনেক দিন।
চারপাশে ফেনিল আনন্দ তার মাঝে এক ঝাঁক সাদা রাজ হংসের চলাচল।
করমচা আলোর মতন ছড়ানো শিথিল শরীর।
ধানী জমি, বসত বাড়ি, সব এক দিকে আর একদিকে একটুকরো আকাশ।
শুধু ঐটুকু মায়ায় জড়িয়ে কেটে যায় সময়।
তারপর কত কাল কত কথার জালবাঁধা,
সব পরে থাকল অদেখায় অনাবিল জীবনের ভাঁজে -
নিটোল বিপন্নতার প্রান্তরে অহোরাত্রি; ছেঁড়া ছেঁড়া কাব্য দগ্ধ হলো ধূয়ায় জড়িয়ে।
তবুও সূর্য উঠে তবুও গোলাপ ফোটে.........মৃদু হাসি জেগে থাকে শহরে অভ্যাসে।
ইচ্ছেরা পাতাকুড়ানি হয়ে ভিজে, তুমুল বৃষ্টিমুখর রাজপথে।
২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৭
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ .....কলমের কালী শেষ
২| ২৬ শে জুন, ২০১৫ রাত ৮:৩২
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১ম +।
২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৯
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা রইল সুমন কর
৩| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৯
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
২৯ শে জুন, ২০১৫ রাত ১১:০৩
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা হাসান মাহবুব
৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:৪০
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল।
০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৭
রোকসানা লেইস বলেছেন: আপনাকে দেখে আমারও অনেক ভালোলাগল
শুভেচ্ছা প্রফেসর
৫| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৩
উধাও ভাবুক বলেছেন: গোধূলির স্বপ্ন গুলো ডাকছিল গভীর আলিঙ্গনের অাশা...
শুরটাই চমৎকার।
শুভকামনা রইল।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:২৩
রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা উধাও ভাবুক
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৩৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর অনুভূতির কবিতা । ভাল লেগেছে ।