নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

সূর্যরঙের ফুলের জন্য অপেক্ষা

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৮

মধুমতির সাথে অনেকদিন দেখা হয় না। জানা হয়নি কতটা গড়িয়েছে জল এতদিনে।
সন্ধ্যার কাব্যকলার পথ পেরিয়ে সূর্যাস্তের রঙিন স্বপ্ন মেখে
এখনও সে কি আগের মতন খলবলে,
অপেক্ষায় থাকে ভোরের সূর্য জাগার, অনাদী বয়ে যাওয়ার।
হিজলের ছায়া ডানা মেলে থাকে, রূপসি বউদের মায়াবী মুখে,
জল আনতে ঘাটে গেলে, তারা কি আগের মতনই কলতানে মাতে,
খুব জানতে ইচ্ছে করে।
জানা হয়না অনেক কিছু।
শুধু ভাবনার খইরঙা হাঁস, পাখা ঝাপটায় সুখের অনুভবে।
জানা হয়না কালো থাবা ষড়যন্ত্রের হাত মেলে গুড়িয়ে দিতে চায় সূর্যরঙের ফুল।
জানা হয়না তুমুল বাতাসে উড়িয়ে নেয় সুখের বসত।
জানা হয়না আদিগন্ত অবিশ্বাসের সুনিপুন বুনন তাঁত বুনে সুচারু মাঠে।
বসত ভীটা ঘুন পোকায় কাটে নিরবধী ধিকি ধিকি অঙ্গার।
এত অজানার মাঝে একটা শুধু আলোরধারা- বয়ে যাওয়ার খবর জানি,
যে ছুটে চলেছে মোহনায়। যেখানে পদ্মা মেঘনা যমুনা মিলেছে একসাথে
আদি এবং অবিচল সে থাকবে সব ষড়যন্ত্রে তুচ্ছো করে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: যেখানে পদ্মা মেঘনা যমুনা মিলেছে একসাথে
আদি এবং অবিচল সে থাকবে সব ষড়যন্ত্রে তুচ্ছো করে। সুন্দর +

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পরে লিখলেন মনে হয় - ভালো লেগেছে !

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি।
স্বপ্ন দেখা কেমন চলছে?
লেখার চেয়ে পোষ্ট কম করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.