নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্ন্তজলি স্বপ্নগুলো প্রতিদিন খুলে বসি।
কপাট বন্ধ, জালনা দরজায় আগল তুলে
বুকের ধুকপুক বন্ধ করে।
কেবল পা ছড়িয়ে মনের সুখে, হাওয়ার ঘরে
সাত মহলা দেরাজ খুলে নীল ভ্রমরার কৌটো খুলে
চোখ মেলে তাকিয়েছি।
ওমনি পায়ের শব্দ সিঁড়ির ধাপে, উঠছে বেয়ে
আসছে কাছে দূরন্ত বেগে, শুরু হবে কড়া নাড়া
দরজা খুলো, কাছে আসো।
কিসের এতো আড়াল তোমার, চুপি চুপি কাকে ভাবো
বন্ধ ঘরে কি মধু, শত শত প্রশ্নবানে জর্জরিত
গভীর ভয়ে ঘামতে থাকা।
স্বপ্নগুলো ভয়ের তরে পালায় ছুটে, নীল ভ্রমরা কৌটা ছেড়ে
নীল আকাশের খোলা মাঠে ...যায় কত দূর
আর কি কভু আসবে ফিরে?
নিথর কোন দুপুর বেলা দূরন্ত বিকেল মাড়িয়ে
ফিরবে কি আর জোছনা রাতে।
আমার আর নেই যে কিছু
শুধু ঐ স্বপ্ন ছাড়া।
২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২০
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ জেরিফ। মন্ত্রীর বিয়ের অস্থির দেশে অসহায় মেয়েদের কথা ভেমে লিখলাম।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৬
রাশেদ আহমেদ শাওন বলেছেন: ভালো লিখেছেন
০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৭
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ রাশেদ আহমেদ শাওন
৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৬
তুষার কাব্য বলেছেন: চমৎকার !!
০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৮
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা তুষার কাব্য
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৩
জেরিফ বলেছেন: বন্ধ ঘরে কি মধু, শত শত প্রশ্নবানে জর্জরিত
গভীর ভয়ে ঘামতে থাকা।
চমৎকার ।।