নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন থেকে নানা রকম সমস্যা হচ্ছে। বর্তমানে নিচের সমস্যাগুলোর জন্য কঠিন হয়ে গেছে ব্লগ ব্যবহার।সামুর মেরামতের কাজ কি এখনও চলছে? মেরামত করতে গিয়ে মনে হয় সব লেজে গোবরে হয়ে গেছে। মনে হচ্ছে বালক বয়সেই সামু বৃদ্ধ হয়ে গেছে।
১/ মোবাইলে ফুল ভার্সন দেখা যাচ্ছে না।তিন দিন যাবত দেখাচ্ছে রিপিয়ার চলছে।
২/ মন্তব্য বাংলায় লেখা যাচ্ছে না।
৩/ বিজয় কাজ করছে না।
৪/ কোন পোষ্টের মন্তব্য দেখা যাচ্ছে না, অন্যের বা নিজের। তাই কোন মন্তব্যের উত্তর দেয়া সম্ভব হচ্ছে না।
৫/ছবি আপলোড হয়না সহজে।
৬/ অনেক সময় ছবি আপলোডের মাঝখানে পুরোটাই হাওয়া হয়ে যায়।
ছবি রি সাইজ করার জন্য সামুর নিজস্ব সিস্টেম থাকলে ভালো হয়।
যখন সামু জনারণ্য ছিল তখন সব কিছুই কি সহজ ছিল। আর এখন কঠিন হচ্ছে দিনে দিনে পদ্ধতি। এত আপগ্রেড না করে আগের সিস্টেম রাখলে কি অসুবিধা? আশা করি অচিরেই সামুর সব আসুখ ভালো হয়ে যাবে। প্রাণ ফিরে পাবে।
সমস্যা জানিয়ে আগেও লিখেছিলাম। কোন রিপ্লাই পাইনি। কোন পরিবর্তনও হয়নি সমস্যার বরঞ্চ প্রতিদিন নতুন সমস্যা যোগ হচ্ছে। এখানে কয়েকটি মন্তব্য এসেছে। কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না।
আপডেট ৯/১০/১৪
সমস্যা কিছুটা দূর হয়েছে তবে সবটা নয়। দশদিন পর মন্তব্য দেখতে পাচ্ছি কিন্তু সব না।
মন্তব্যের জবাব দিলে, মন্তব্যের ঘরে না গিয়ে এই পেজটা আসছে 502 Bad Gateway । তবে সংখ্যায় দেখাচ্ছে যে মন্তব্য যোগ হয়েছে কিন্তু দেখা যায় না।
সুখবর হলো বাংলায় লেখা যাচ্ছে।
গতকাল একটা পোষ্ট দিয়ে গিয়েও এই সমস্য গুলো হচ্ছিল 502 Bad Gateway বারবার এটা দেখায়। পরে দেখলাম পোষ্ট টা ঠিকই পোষ্ট হয়ে গেছে প্রথম পাতায়। কয়েকবার। মানে যতবার চেষ্টা করেছি ততবার পোষ্ট হয়েছে। কিন্তু আগের মতন সরাসরি দেখাচ্ছেনা পোষ্ট হওয়া।
আশা করি এই সমস্যাগুলোও কাটিয়ে উঠবে সামু দ্রুত।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৬
রোকসানা লেইস বলেছেন: ঠিক আমারও এমনই মনে হচ্ছে। কতদিন পর আপনার মন্তব্য দেখতে পেলাম।
২| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:১৯
এম এম করিম বলেছেন: আমি গুগল ক্রোম ইউজ করি। এক সপ্তাহ ধরে সবার ব্লগ পেজে যেতে পারি কেবল নিজেরটা ছাড়া!
মেসেজ দেখায় 'সার্ভার মেইনটেন্যান্স এর জন্য অল্প সময় সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে।এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বিনীত,
সামহোয়্যার ইন ব্লগ টিম।'
এক্সপ্লোরারে আবার এই সমস্যা হয়না।
কি আজব সমস্যা!
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩
রোকসানা লেইস বলেছেন: আগে সব কিছুতেই সমান ভাবে ব্যবহার করা যাচ্ছিল। অনেক দিন পর এই মন্তব্য দেথতে পাচ্ছি। কিন্তু আমার উত্তর দেখতে পারছি না।
তাই লেখায় সমস্যা গুলো আপডেট করে দিলাম। আশা করি ঠিক করে ফেলবে দ্রুত।
১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৮
রোকসানা লেইস বলেছেন: কতজনে যে কত রকম অসুবিধার সম্মুখিন হচ্ছে!! পুরো সিস্টেমই হয়ে গেছে এলোমেলো।
৩| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ওদের মনে হয় ব্রাউজার সেটিংস এ প্রব্লেম আছে।।।
১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭
রোকসানা লেইস বলেছেন: ওদের যা কিছুর প্রবলেম হোক না সেটা ওদের সব সদস্যদের এ্যফেক্ট করছে। সদস্য বাড়িয়ে সুবিধা দিতে না পারলে নতুন সদস্য নেয়া ঠিক হবে না।
৪| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮
রোকসানা লেইস বলেছেন: ke je ki bollo kicchu dekh te pacchi na
monthobboo banglay lekha jacche na
৫| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৪
মনিরুল হাসান বলেছেন: আমার কাছে সবচাইতে বেশি খারাপ ও বিরক্তিকর লাগে যেটা সেটা হচ্ছে হোমপেইজে একজনের পোস্টের প্রথম ৭-৮ লাইন, আবার আরেকজনের পোস্টের ২-৩ লাইন দেখায়। হোমপেইজে ২ লাইন দেখে কি ব্লগে ঢুকে পোস্ট পড়তে ইচ্ছে করে? একজন কবি যদি কোনো ছড়া/কবিতা পোস্ট করার পরে দেখে হোমপেইজে তার ছড়া/কবিতার নাম ও শুধু প্রথম লাইনটা দেখা যাচ্ছে; তখন তার মেজাজ কেমন হওয়ার কথা?
সামুর সমস্যা নিয়ে আমি নিজেও পোস্ট দিয়েছিলাম।
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩
রোকসানা লেইস বলেছেন: ঠিক বলেছেন কাল দেখলাম একটা পোষ্ট পুরো পাতা জুড়ে........ তবে পোষ্ট করার নতুন সিস্টেমটাও ভয়াবহ। দেখায় না পোষ্ট টা প্রকাশ হয়েছে। বারেবারে পোষ্টটা পাবলিশ করার চেষ্টায় চলে। অথচ প্রথম পাতায় পোষ্টটা কয়েকবার এসে যায়
৬| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৭
আলাপচারী বলেছেন: cant write bangla
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৪
রোকসানা লেইস বলেছেন: এই সমস্যাটা আমারও হয়েছিল এখন ঠিক হয়েছে।
৭| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহ্ এত শোরগোল করছেন কেন?
মডুরা শীত নিদ্রায় মগ্ন ।
১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭
রোকসানা লেইস বলেছেন: শোরগোলে যদি ওদের ঘুম ভাঙ্গে । আমরা যে নানা অসুবিধায় আছি।
৮| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৬
লিংকন১১৫ বলেছেন: জী সামু হ্যাক হওয়ার পর এমন হচ্ছে
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৬
রোকসানা লেইস বলেছেন: আহা হ্যাকারা আর কাজ পাইল না
৯| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০১
আরজু পনি বলেছেন:
আমিতো ২/৩ দিন আগে লগইনই করতে পারছিলাম না
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২০
রোকসানা লেইস বলেছেন: মনে হয় একটু একটু করে অসুখটা সারছে। তবে এখনও পুরো সারে নাই।
মোবাইলে গতকালও লগইন করতে পারছিলাম না। এখন পুরো ভার্সন দেখা যাচ্ছেনা। শুধু কিছু নির্বাচিত পোষ্ট দেখতে পাই
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৯:০৮
নুর ইসলাম রফিক বলেছেন:
কাইন্দা দিতে ইচ্ছা করে
http://www.somewhereinblog.net/blog/rariq08/29983828