নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর বেলা দরজা খুলতেই একরাশ আবীর রঙ জড়িয়ে ধরল।করিডোরে সাদা রঙ হয়ে আছে আবীর রাঙা। এত রঙ এলো কেমন করে! অবাক হয়ে জানালার বাইরে দৃষ্টি মেলে দিতেই দেখলাম ম্যাপেলের রঙিন পাতায় সূর্য়ের হাসি, আশ্চর্য সুন্দর রঙিন এক গাছ আর তার প্রতিফলনে আমার ঘর রাঙা, মুখ রাঙা, মন রাঙা......সকালটা মন ভরানো রূপের রঙিন মুগ্ধতায় শুরু হলো।
অদ্ভুত সুন্দর একটা দিন, আজ সারাদিন প্রকৃতি কন্যা হয়ে, তার সাথেই কাটাব ঠিক করলাম। রঙিন গাছের ছায়ায় শুয়ে বসে এক প্রহর কাটালাম, পাতার মর্মে। হ্যামাকে শুয়ে বাতাসের আদরে দোল খেয়ে খানিক বেলা। এক বেলা ঘুরতে গেলাম বনের ভিতর। মাঠ পেরুতে গিয়ে এক ঝাঁক তিতিরের সাথে দেখা হয়ে গেলো। আমার দিকেই আসছিল তারা অথচ সারা পেয়েই, দূর থেকে আরো দূরে সরে গেলো কাছে যাবার আগেই। নিবিড় ঘন গাছের সারীর ভিতরে হাঁটলাম অনেক দূর। কিছু ফার্ন কিছু বুনো ব্যারী পা জড়িয়ে ধরল। ভূমি জুড়ে ছড়ানো অসংখ ডাল পালা, পাতা, ভেঙ্গে পরা গাছ, আর তার মাঝে মাসরুমের চারণ ভূমি। কত আকৃতি প্রকৃতির বেঙের ছাতা স্যাত স্যাতে ডালে গজিয়েছে আপন মনে। পাতার মসমস শব্দ হাঁটার তালে। আর মাঝে মাঝে কোন পাখির টুই টুই গান। পাখি উড়ে গেছে কিন্তু রেখে গেছে পালক। অচেনা পাখির বিশাল পালক কুড়িয়ে নিয়ে এলাম।
বর্ণিল ঝরা পাতার মাঝে হাঁটতে হাঁটতে অদ্ভুত এক গাছের সাথে দেখা। মনে হলো কোন নারীর টানটান কোমর, নিতম্ব। প্রকৃতির বৈচিত্র দেখে অবাক আর মুগ্ধ।
কাল অনেক রাতে যখন বাড়ি ফিরছিলাম, ঘন কুয়াশার মাঝে ডুবে যাচ্ছিলাম মাঝে মাঝেই। ঠিক মাথার উপর যেন, রূপালি. চাঁদোয়া টানিয়ে দিয়েছে কুয়াশা। খোলা মাঠ ছেড়ে রাস্তা জুড়ে ছুটে চলেছে আপন মনে। আর আমাকে পারি দিতে হচ্ছে তার পেটের ভিতর দিয়ে, যেন গাড়িতে নয় আমি চলেছি বাতাসে বিমানে ভেসে।চারপাশ সাদা সাদা পেজা তুলার মতন, ধূয়ার আস্তরন। অথচ আকাশ ঝকঝকে পরিস্কার মেঘ শূন্য,তারার মায়ায় জড়িয়েছিল। মাঠ থেকে উড়ে যাচ্ছে, ধূয়ার মতন কুয়াশা।
আজ সারাদিন উজ্জ্বল রোদ ও নীলের প্রাচুর্য ভরা আকাশ থাকলেও তারারা দরজা খুলে বেড়িয়ে এলো না তেমন ভাবে এই গহীন রাতে।প্রকৃতি প্রতি মুহুর্তে আমার মন ভালো করে দেয় নিঃশ্বার্থ ভালোবাসায়। আর আমি ভালোবাসি তার সাথে সময় কাটাতে দেখতে তার বৈচিত্র প্রাণ ভরে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:২৮
রোকসানা লেইস বলেছেন: ইচ্ছে ছিল ছোট লেখার সাথে কিছু প্রকৃতির ছবি দিয়ে দিব। কিন্তু সামু দিতে দিল না।
সময় আর ধৈর্যও হলোনা।
ভালোলাগল জেনে
শুভকামনা।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৮
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগা রইল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:২৯
রোকসানা লেইস বলেছেন: অনেক শুভকামনা
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১
মামুন রশিদ বলেছেন: লেখাটা পড়ার পর সকালটা সত্যি অপরুপ লাগছে!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩১
রোকসানা লেইস বলেছেন: আমার আরো বেশী ভালোলাগছে প্রকৃতি হৃদয়ে জড়িয়ে গেছে জেনে
অনেক শুভকামনা
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ ......কাজী ফাতেমা
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৪
ইমিনা বলেছেন: প্রকৃতি নিয়ে আপনার অনুভূতির বর্ণনায় যেন আমিই হারিয়ে যাচ্ছিলাম।
অসম্ভব সুন্দর ও সার্থক ভাবে প্রকৃতিকে তুলে ধরেছেন যা আমি কল্পনাও করতে পারতাম না। অনেক ভালোলাগা রইলো আপু
ভালো থাকবেন সব সময়। শুভকামনা
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬
রোকসানা লেইস বলেছেন: অনেক ভালোলাগল জেনে।
প্রকৃতি আমার হৃদয়। হৃদয়কে ধারন করে আছি সারা সময়।
অনেক ভালো থেকো তুমিও ইমিনা
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৭
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার অনুভূতি লেখনী । পড়ে ভাল লাগল ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৩
রোকসানা লেইস বলেছেন: কলমের কালি শেষ তবু মন্তব্য দেয়ার কালি ছিল খুব ভালো লাগল অনুভবকে অনুভব করার জন্য শুভকামনা
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: প্রকৃতির বর্ণনা অসাধারণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ।
ভালো থাকবেন সবসময়
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮
রোকসানা লেইস বলেছেন: জেনে ভালোলাগল অনেক। তুমিও অনেক ভালো থেকো
অপ: অনেকদিন পর মন্তব্য বাংলায় লিখতে পারছি এবং মন্তব্য দেখতে পাচ্ছি । আরেকটা ভালোলাগা যোগ হলো সাথে
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩
অতিন্দ্রিলা বলেছেন: স্নিগ্ধ প্রকৃতির সাথে শুভ্র মনের সম্মিলনের এক সুন্দরতম প্রকাশ । অনেকদিন এমনটা পড়িনি ।
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২
রোকসানা লেইস বলেছেন: খুব সুন্দর নামটা অতিন্দ্রিলা এবং সুন্দর মন্তব্য ভালোলাগা দিল অনেক।
ভালোলাগা রইল ভালো থেকো প্রতিক্ষণ
৯| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: অতিন্দ্রিলা বলেছেন: স্নিগ্ধ প্রকৃতির সাথে শুভ্র মনের সম্মিলনের এক সুন্দরতম প্রকাশ । অনেকদিন এমনটা পড়িনি ।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯
রোকসানা লেইস বলেছেন: অতিন্দ্রিলার কথা কোড করলেন ইমতিয়াজ নিজে কি বলেন?
শুভকামনা ইমতিয়াজ
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৮
*কুনোব্যাঙ* বলেছেন: প্রকৃতির অনেক কিছুর সম্মেলন মাত্র তিন প্যারায়। ভালো লাগলো