নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

টানাপোড়েন মনপবন

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৯



গোছগাছ, পিছন ফিরে তাকানো-

একটু তোলা, একটু থেমে থাকা আনমনা।

শার্শীতে চোখ; দূরে বৃষ্টিতে ঝাপসা দিগন্ত।

কাছে চোখের মনিতে কী যে হলো টলমলো।

কত কিছু নেয়ার সুটকেসে তোলার, শাড়ি চিরুনি, টুকটাক

ছায়া ফেলে ঘরের ভিতর মন, মনের ভিতর স্মৃতি।

এত কিছু কি ভাবে নেবো ওজনের হেরফেরে।

সব রেখে যেতে হবে মন খারাপের বাস্কেটে,ঝুড়ি ভরে।

পাখিটার আসা যাওয়া, শীষ তুলে ডাকা ক্ষনে ক্ষনে।

বিছানায় এলোমেলো ভালবাসা, আদুরে বিড়াল হয়ে বসে আছে।

হাড়ি পাতিল, রান্নার ঘ্রাণ, পেয়ালার টুংটাং কচি সবুজ পাতাদের মায়া।

তবে থাক সব ঠিক যে ভাবে আছে --অপেক্ষায় শুয়ে থাক কিছু দিন।

পাখিগুলো ফিরে যাক দানা খেতে এসে---মন খারাপের চোখে খুঁজুক কিছুকাল।



সব পরে থাক নিপাট।

আমি শুধু চলে যাই মন নিয়ে দূরে।

মাঝে মাঝে বাজবে ঘণ্টাধ্বনী সারা দিয়ে ডাকবে ফিরে আসো।

ওখানে অপেক্ষা কেমন এত দিন পরে?

জলের ঘ্রাণের মতন অনাবিল নাকি পাথুরে কঠিন।

মশৃণ গড়িয়ে যাওয়া নাকি থেমে থেমে থাকা।

কী হবে ভেবে এত, আগে ভাগে।

ফিরে যাক চরণ আনমনে আলত ছন্দে নূপুর নিক্কনে।

আকাশের হাতছানী আর সবুজে জড়ান আঙ্গরাখা গায়ে তুলে

পাহাড়ি সৌন্দর্যের দৃঢ়তায় তবু নদীর কাছে মৌন সর্মপনে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: বিছানায় এলোমেলো ভালবাসা, আদুরে বিড়াল
হয়ে বসে আছে।
হাড়ি পাতিল, রান্নার ঘ্রাণ, পেয়ালার
টুংটাং কচি সবুজ পাতাদের মায়া।
তবে থাক সব ঠিক যে ভাবে আছে --অপেক্ষায়
শুয়ে থাক কিছু দিন।

খুব সুন্দর!

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৮

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা ............স্বপ্নবাজ অভি

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


খুব চমৎকার লাগলো +++

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:০৮

রোকসানা লেইস বলেছেন: অনেকদিন পরে দেখলাম কাণ্ডারি অথর্ব :)
যাক কবিতা টেনে এনেছে।
শুভেচ্ছা জেনো

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর রোকসানা লেইস ।

হাড়ি পাতিল, রান্নার ঘ্রাণ, পেয়ালার টুংটাং কচি সবুজ পাতাদের মায়া। :)

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১০

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০১

নুর ইসলাম রফিক বলেছেন: মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা আমার নয়, আমি পৃথিবীতে দাস রুপে পেরিত

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

রোকসানা লেইস বলেছেন: নিয়ম দিয়ে সব বাঁধা আছে তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.