নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চোখের সামনে উজ্জ্বল রোদ রঙিন ফুলের বাগান
আষাঢ়ি পূর্ণিমার দুধেল রঙ, সুখ আর শান্তির ছড়াছড়ি
অথচ আমি অস্থির হয়ে যাচ্ছি-
রক্তাক্ত শিশুর দেহ, হয়ে যাচ্ছে ফুল পাতা সবজী,
পাখির কাকলি হয়ে উঠছে আঘাত প্রাপ্তের আর্তনাদ
মৃতের শেষ নিঃশ্বাস-
সারা পৃথিবী জুড়ে এক নীল আকাশ সবুজ বনানী,
নদীর স্রোত মাটির ঘ্রাণ, উজ্জ্বলতা আর তারার গাঁথুনি,
অথচ এতো ভাগাভাগি; এত বখরা-
যারা এ ভোগদখলের কিছুই জানে না, নিস্পাপ শিশু
জন্মভূমির দায় মিটিয়ে গোলা আর বোমার আঘাতে
রক্তাক্ত দেহ নিয়ে কাঁদছে-
নির্বিকার অফিস করছে ইউ এন এবং সমস্ত দেশের
প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রতিদিনের কাজে
নেই কোন ব্যতিক্রম-
শুধু আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, সকাল সন্ধ্যা একাকার
চোখের সামনে কালো ধোঁয়া ভাঙ্গা ইট-সুরকি
আর রক্তের লাল-
রক্ত প্রবাহ, নিথর দেহ ঘিরে ফেলছে সমস্ত উজ্জ্বলতা পৃথিবীর,
জন্মভূমির দায় মিটানো মানুষ, বিভিষিকাময় কলঙ্ক লেপন করছে
নির্বিকার মানুষ জাতির অহংকারে-
আনন্দে উল্লাসরত বিশ্বকাপের খেলা বা পবিত্র ধর্মের উপবাসরত মানুষ
কতটুকু বিচলিত; মসজিদ, মন্দির, প্যাগডা গীর্জায় প্রার্থণারত হয়ে
মানবতা নাকি ধর্মের গান গাইবে--
আমি এবং কিছু আমার মতন অসহায় মানুষের কান্না আকুতি
তোমাদের জন্য; তোমাদের রক্ত প্রবাহের সাথেই বয়ে যাবে
নির্বিকার এই পৃথিবীর বুকে-
শুধু ইচ্ছে হয় যদি আমি হতাম সেই শক্তিমান মানুষ
মুছে দিতাম পৃথিবীর সমস্ত মানুষের কান্না,
গোলা বারুদে নয় হৃদয়ের উত্তাপে-
১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৯
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ অবিনাশী অন্ধকার কিন্তু বিষয়টা অসাধরণ নয় ভিতরটা কুড়ে খাচ্ছে । কেন এত হানাহানি পৃথিবীতে
২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ২:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন:
১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৩
রোকসানা লেইস বলেছেন: দুঃখ পাওয়া ছাড়া কিছু করার নেই। আমরা সেই শক্তিমান নই পৃথিবীতে
৩| ১২ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৪০
আব্বাস দারোয়ান বলেছেন: চমৎকার লিখেছেন
১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:১৯
রোকসানা লেইস বলেছেন: হৃদয় ভরাক্রান্ত .......ধন্যবাদ পড়ার জন্য
৪| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪২
হাসান মাহবুব বলেছেন: যদি সত্যিই পারা যেতো!
১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪২
রোকসানা লেইস বলেছেন: আশা করে থাকি যদি কোন মিরাকল ঘটে যায়।
৫| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৩
সায়েম মুন বলেছেন: এরকম এক অলৌকিক শক্তি দরকার। এসব দেখে কোন হৃদয়বান মানুষ স্বস্তিতে দিন কাটাতে পারে না।
১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০০
রোকসানা লেইস বলেছেন: কষ্ট পেতে পেতে ক্ষমতাবান হয়ে উঠতে ইচ্ছা করছে, সব কষ্ট ধূয়ে দেয়ার জন্য।
৬| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:০০
সেলিম আনোয়ার বলেছেন:
১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৮
রোকসানা লেইস বলেছেন: মন খারাপ করতে আর ভালোলাগে না। এই যুদ্ধংদেহী মানুষের মনভাব পরিবর্তনের উপায় কি? কে দিয়েছে অধিকার মানুষ মারার !!
৭| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৫
সৃষ্টিশীল আলিম বলেছেন: কী অপূর্ব কথামালা! সব ভাললাগা দিয়ে গেলাম।
৮| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৭
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ..........শুভেচ্ছা আপনার জন্য সৃষ্টিশীল আলিম
৯| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ২:২৫
রাজিব বলেছেন: আপনার এ কবিতার মাধ্যমে অনেক মানুষেরই হৃদয়ের কথা তুলে ধরেছেন। সাইলেন্ট ম্যাজরিটি বলে একটা কথা আছে। কিন্তু সাইলেন্ট বলে কেউ তাদের গুণতে যায় না বা গোনায় ধরে না।
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১০
রোকসানা লেইস বলেছেন: কিন্তু ম্যজরিটির তো প্রাধান্য পাওয়ার কথা। সেই সময় আসুক পৃথিবীতে। মানুষ বাঁচুক স্বস্থিতে।
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১:০৭
অবিনাশী অন্ধকার বলেছেন: অসাধারণ