নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনা রঙ গতর নাই বা হলো আমার- তোমার মতন ক্লিওপেট্রা;
চাইনা তোমার মতন দুধে-বাদামে নেয়ে, সুবর্ণ মশৃণ, অমৃত করতে নিজেকে।
চাইনা হলাহল বিষে কমড়াকমড়ি হোক এ জগতে আমাকে ঘিরে
ধব্ংস হোক আর কোন ট্রয় নগরী, নারীর শরীর ঘিরে।
তোমাকে নিয়ে যুদ্ধটাই বড় বেশী ইতিহাস হলো,
তোমার মনের খবর কেউ রাখল না।
তুমি মানুষ ছিলে না শুধুছিলে সৌন্দর্যের রাণী।
তোমার সোনাগাত্র ঝরে পরার আয়োজন শেষ পর্যন্ত অপঘাত মৃত্য সর্প বিষে!
সে কি ইচ্ছে মৃত্যু আত্মহনন নাকি কলঙ্কময় দূর্বিসহ হত্যা;
তোমার সৌন্দর্য ম্লান ঝরে পরার।
তোমাকে ভোগ্য পাওয়ার জন্য যত আয়োজন,
পাওয়ার পর ছূঁড়ে ফেলা খোসার মতন।
তোমার মন কেঁদেছে কারো জন্য ভালোবাসায় অথবা তুমি চাওনি এমন যুদ্ধ তোমার জন্য।
সে খবর কেউ করেনি। অথচ তুমি বিখ্যাত নারী তোমার সৌন্দর্যে ।
সোনালী গমের আলো গায়ে মেখে আমি পেরিয়ে যাব মাঠ।
সূর্যের প্রখর বেলার গানের মতন ঢেউ তুলব দেহ ঘিরে।
অনাদী ভূমির নূপুর বাজবে চরণে আর
ভীমপলশ্রী রাগে মোহনীয় বাতাসের তান থাকবে সাথে।
এর চেয়ে বেশী আর কি চাই মায়াময় পৃথিবীতে।
বীর ভোগ্যা নাই হলাম, রক্তপাত, ক্রন্দনের উপর হেঁটে।
স্থির এবং অনাবিল সুখ কাম্য মাটির কোলে, বনান্তের ছায়ায়।
০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৮
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব।
বেশ কয়েক মাস ধরে নতুন ব্লগ লিখতে গেলে একটা সমস্যা হচ্ছে । ফ্রীজ হয়ে যাচ্ছে পেইজ।
সামুতে আগে এত বেশী ব্লগার থাকত অথচ এমন কখনও হয়নি। অথচ আগেকার হিসাবের তুলনায় এখন দুচার জন অনলাইনে থাকে। সমস্যাটা আমার পিসিতে না, তা হলে সব সময় হতো। শুধু নতুন ব্লগ লিখতে গেলে হচ্ছে শুধূ। আমি লিখি বিজয়ে। পরে ইউনিকোডে কনর্ভাট করে নেই। কনর্ভাটের পর অনেক শব্দ বদলে যায়্ আকার একার অন্য জায়গায় চলে যায় ভেঙ্গে যায় যুক্ত অক্ষর। কনর্ভাট পর্যন্ত ঠিক থাকে কিন্তু লিখতে গেলেই ফ্রীজ। অপেক্ষা করতে হয় এক একটা অক্ষরের পর দুই তিন মিনিট। এভাবে সময় দেয়া যায় না। বানান ঠিক করার ধৈর্য্য থাকে না। তাই অনেক সময় এভাবে পোষ্ট করে দিচ্ছি। আজকাল লেখা কম দিচ্ছি এজন্য। এ সমস্যা সমাধানের কোন উপায় জানা আছে কি আপনার? থাকলে জানাবেন।
২| ০৪ ঠা জুন, ২০১৪ সকাল ৭:০৯
কালের সময় বলেছেন: অনেক অনেক সুন্দর লেগেছে
শুভেচ্ছা থাকলো
০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১২
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ কালের সময়
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৪ রাত ১০:৪০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার থিম এবং কবিতা। সমস্যা যা একটু বানানে।