নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে আছে তোমার স্বপ্ন আঁকার সময়গুলো?
মনে না থাকারই কথা। এমন দীর্ঘ কোন পথচলা ছিল না।
নীল প্রজাপতির ডানায় উড়া ছিল খুব দ্রুত তবে সময়টা ছিল ধ্রুপদি, সময়টা ছিল অনন্য।
মাঝরাতে অসংখ্য ঠাস বুনোনের তারা গোনা, সোনালী চিলের ডানা মেলা সময়,
মৃত্তিকার ঘ্রাণ ঘেরা উর্বর ভালোলাগা মাতাল হাওয়া।
জমে উঠতে না উঠতে ভেঙ্গে গেলো যেন মেলা গাঙ্গ পাড়ের।
হল্লা নাগরদোলার দোল, পাতার বাঁশি, চিনির পুতুল রঙিন চুড়ি
ঝরে গেলো উল্কাপাতের মতন হঠাৎ যেন।
রাতের আঁধারের ক্ষণজন্মা ফুল।
অথচ তীব্রতার জ্বলন্ত অনুভব থেকে থেকে ঘাই মারে।
নাহ আমার আর সেই নদীর ঢেউয়ের কথা মনে পরে না।
মনে পড়ে না মেঘলা বিকালের আলোছায়ার খেলা।
চিলেকোঠায় পুথির ঘ্রাণে সুর তোলা
মনে পরে না তোমার মিহিন তন্তু বোনা সুচারু কাব্য কথন।
চায়ের কাপে ঢেউ তোলা সুরভী বোদলেয়ার বলয়।
শুধু বাঁকা কৃষ্ণপক্ষের চাঁদ কখনও মৌমাছির মতন হুল ফুটিয়ে যায়।
ব্যাথা জাগে, ঘুম আসে না কোন রাতে
স্রোতস্বনীর মতন বয়ে যায় কী কথা যেন গহীনে নিরবে।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা
২| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: মনে আছে তোমার স্বপ্ন আঁকার সময়গুলো
ভালো লাগচে । শুভেচ্ছা আপু
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০১
রোকসানা লেইস বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা নাজমুল হাসান মজুমদার
৩| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫
অদিতি মৃণ্ময়ী বলেছেন: বাহ! সুন্দর।
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০
রোকসানা লেইস বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা নাজমুল হাসান মজুমদার
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা অদিতি মৃণ্ময়ী
৪| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬
ডার্ক ম্যান বলেছেন: ভাল লাগলো
১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ র্ডাক ম্যান
৫| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১১
উদাস কিশোর বলেছেন: বেশ ভাল লাগলো
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা উদাস কিশোর
৬| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালোলাগা রইল।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪১
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা বঙ্গভূমির রঙ্গমেলায়
৭| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৭
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা
৮| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভাল লাগা রইল সারা কবিতায়
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৯
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা
৯| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
সকাল রয় বলেছেন:
অনেকদিন পর সুন্দর মনকে নাড়া দেয়াএকটা কবিতা পড়লাম। ভীষণ ভালো লাগলো।
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০
রোকসানা লেইস বলেছেন: বহুদিন পর তোমাকেও দেখলাম সকাল.......... শুভেচ্ছা
১০| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০
বটবৃক্ষ~ বলেছেন: ভাল লাগলো! !
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ
১১| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন: কবিতা ভাল হয়েছে।
বৈশাখী শুভেচ্ছা!!!!
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ......... শুভেচ্ছা স্নিগ্ধ শোভন
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চিলেকোঠায় পুথির ঘ্রাণে সুর তোলা
মনে পরে না তোমার মিহিন তন্তু বোনা সুচারু কাব্য কথন।
চায়ের কাপে ঢেউ তোলা সুরভী বোদলেয়ার বলয়।
অনেক ভালোলাগা রইল !