নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

প্রিয় পিছুটান

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

হাঠাৎ দাঁড়িয়ে যাই ব্রহ্মপুত্রের বিশাল ভৈরব মূর্তির সামনে

কখনো থমকে যাই;মনে হয় যেন, সুরমার পাড় রাধারমনের সুর বয়ে যায় ভাটির টানে।

বিশাল ঢেউ পায়রা নদীর, নিরবতা থমকে থাকে; হরিণ আর বাঘের খেলায়, সুন্দরীর ছায়ায়।

সোমেস্বরীর ঢেউয়ে লালনের সুর জাগে,মধুমতির তীর ছাড়িয়ে উড়ে দূরে

মেঘনার মোহনায় পূর্ণিমার ভেলায় ভেসে যায়, মন কেমন করা ডিঙ্গি।

বেতস বনের ভাট গন্ধ মেখে আদি প্রকৃতি চির সবুজ বেনোজলে।

শুধু কী নদী?

কখনো অজানা বা চেনা বৃক্ষ, লতানো ঝুমকো দোল দিয়ে,

দাঁড় করিয়ে দেয় ছায়ায়, পথ চলতে ভালোবাসায়।

আউলা বাউল করে তোলে উদাস মন।

স্বপ্নের সিঁড়ি বেয়ে পথ চলা পাহাড়ের ঠিকানায়, আচমকা থামে আনমনা মনের বাউরি বাতাসে।

ঘ্রাণ আসে নিকানো উঠোনে ছড়ানো ভালোবাসার।

অচম্বিতে মনে পরে কেউ যেন ডেকেছিল, কুয়াশা মাখা ভোরে, ঝড়ের

রাতে, নিবিড় দুপুরে ভালোবাসার ঘরে, গোধূলির ঘেরা টোপে।

চেতনার পথে পদ্মার চর মেলে দেয় ধবল ডানা, বকপাকুরের বনে আনমনা অভিমানী খেলা

শাপলা শালুকের বিছানায় গড়াগড়ি খাওয়া দিন।

নীল হয়ে উঠে নিবিড় জড়ানো হীমে।

তবু উন্মুখ, তবু চাতক চোখ, পাখির ডানায় উড়ার স্বপ্ন বিভোর।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

ক্লান্ত তীর্থ বলেছেন: মুগ্ধতা মুগ্ধতা মুগ্ধতা!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা..... ক্লান্ত তীর্থ

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভকামনা ক্লান্ত তীর্থ

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬

হাসান মাহবুব বলেছেন: মুঠো ভরা স্নিগ্ধতা!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

রোকসানা লেইস বলেছেন: স্নিগ্ধতা ঘিরে থাক শুভেচ্ছা

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

ইখতামিন বলেছেন: অসাধারণ লাগলো অনেক

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৩

রোকসানা লেইস বলেছেন: অনেক ভালোলাগা ইখতামিন

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

মামুন রশিদ বলেছেন: সুন্দর!

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ মামুন রশিদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.