নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

বঞ্চনার মধুবলয়

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

ঝুল বারান্দায় দাঁড়িয়েছিলাম তোমার অপেক্ষায়;

প্রতিদিন কী আর অঢেল সময় বলো?

শুধু যখন ঘন মেঘে আকাশ আঁধার ঢাকা, থৈ থৈ চাঁদ জাগলে

অথবা খুব নক্ষত্রের রাতে, কখনো বা সময় হয়ে উঠে।

তাকিয়ে থাকি গরাদে মাথা রেখে

অপেক্ষা প্রতীক্ষায় ভোর হয়ে যায়। সূর্য ডুবে যায়।

বঞ্চনার মধুবলয়

কখনো মধু বাতাস জাগে, আউলা করে সব জল্পনা।

কখনো ঢেউ জাগে উতল বুকের তলে।

আমি কী আর তোমার মতন ডানা মেলা পাখি বলো অথবা

ঐ বড় দালান বাড়ির মেয়েটার মতন যখন তখন যেতে পারি,

ইচ্ছে যেথায় সেথায়।

আমার শুধু পায়ে পায়ে অন্তরায়, বড় হয়ে উঠার, পাড়ার লোকে দেখে ফেলার।

শীষ কাটা ছেলেদের ইভটিজের শিকার হওয়ার।

অথবা মায়ের অসুখ তার পাশে বসে থাকার।

তবু সব ফাঁক ফোকর গলে ঠিক কখনো তাকিয়ে থাকি দূরের বয়ে যাওয়া শূন্য পথের পানে;

যদি তুমি আসো তুমুল বরষনের মতন। বিদ্যুৎ চমকের মতন।

কদম ঘ্রাণ যদি মন উচাটন তোমার উথাল পাথাল জাগে।

সেই আশাতে হৃদয় মেলে থাকি। আকুল চেয়ে থাকি। যদিও মেলে না সময়।

সেই প্রথম পথের ধারে অবাক দেখার মতন।

হঠাৎ আলোর ঝলকানিতে জেগে উঠার মতন।

সেই থমকে গিয়ে একের ভিতর অন্যজনের ঢুকে পড়ার মতন।

হঠাৎ আসা দখিণ হাওয়া কখন ধেয়ে আসে আলতো জড়িয়ে ধরে।

চোখের তারায় তারায় মিলে অনাদী সময়গুলো আগুন ফাগুন হাওয়ায় উড়ে।

অপেক্ষায় প্রতীক্ষায় সকাল সন্ধ্যা ঝরে

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর!

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারন লাগল।অনেক ভাল লাগা।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ মাহমুদ রহমান সুজন

৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৬

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছ মাসুম আহমদ ১৪

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.