নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আকাশের চিঠি; তেত্রিশ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

৩৩

১৭ এপ্রিল ১১

আজ আমার বাসায় একটি মেয়ে এসেছে, নীল।

দারুণ মিষ্টি চেহারা। কিন্তু চোখ দুটো দেখলেই বুঝবে পৃথিবীর যাবতিয় উজ্জ্বলতা ধরে রাখার আঁধার যেন। বুদ্ধিমত্তায় চকচক করছে চোখের চাহুনী। হালকা পাতলা নীলচোখের অধিকারী এই মেয়েটির নাম নওমি।

মি. জোন্স হারবারের মেয়ে। পনের বছর বয়সে যে হারিয়েছে মাকে। বাবাকে দেখে বছরে কদাচিৎ কখনও। কিন্তু এতটুকু অভিমান নেই তাদের উপর বরঞ্চ মুগ্ধ হয়ে আছে বাবা মার কাছের গর্বে শ্রদ্ধায়। নিজেকেও সেই কাজে নিয়জিত করার জন্য প্রস্তত করছে।

পি এইচ ডি করছে রুরাল ডেভলাপ্টমেন্ট এণ্ড রিলিজিয়ান বিষয়ে। পড়া আর উন্নয়নশীল দেশে কাজ করেই পার করছে সময়। সংসার করার কোন ইচ্ছে নাই। নিজের জীবনের মতন, জীবন দিতে চায়না পরিবারকে তাই। আবার বাবা মার মতন মানুষের জন্য কাজ না করে সুখে শান্তিতে বসে কাটাতেও পারবে না।

এই সময়ে নওমিও আমার মতন অবস্থায় আছে। ওর উপর যে কোন সময় হামলা হতে পারে। খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছে।ওর পরীক্ষা এ্যাসাইনমেন্টের খুব ক্ষতি হচ্ছে এই জন্য। তবে বাবার আদেশ পেয়ে আমার সাথে কদিন কাটানোর জন্য এসেছ্।

ও আমাকে বলল, আমার বাবা তোমার বরকে উদ্ধারের জন্য খুব শিঘ্রী আফগানিস্থান যাচ্ছে।

বুকের রক্ত এমন ভাবে ছলকে উঠেছিল্ ক্ষাণিক সময় আমি কথা বলতে পারিনি। চোখের জলে ভাসতে ভাসতে নওমিকে জড়িয়ে ধরেছিলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

সালাহউদ্দীন জাহাঙ্গীর বলেছেন: চলবে...

২| ০১ লা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: নীলের মুক্তির অপেক্ষায়! এর অবসান কবে হবে তাই ভাবছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.