নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আকাশের চিঠি; ত্রিশ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৫

৩০

৩১/১২/১০

আরো একটা বছর পেরিয়ে যাবে শুরু হবে নতুন বছর আর কিছুক্ষণ পর আবারও তোমাকে ছাড়া। মানুষের কত আনন্দ পৃথিবী ব্যাপী। পৃথিবীর এক অংশে এখন নতুন বছরের কলতান। অন্য অংশ অপেক্ষায় আছে, নতুনকে বরণ করার। আজ বছর শেষের দিনটি আমি কোথাও যাইনি, সারাদিন বরফপাত দেখলাম কাঁচের জানালা দিয়ে। চারপাশ কী অদ্ভুত সুন্দর শুভ্র। আজ অনেক উজ্জ্বল রোদ ছিল হীরের কুচির দ্যূতি দৃষ্টির সীমানায়। বাতাসে তীব্রতা হীমের। শূনের বহু নীচে তাপ মাত্রা। আমার হৃদয়ের মতন। সেখানে কোন হীরের ঝলক নেই গো তবে একটা দরজা খোলা আছে হাট করে তোমার আসার আশায়, একটা আলোর ঝাড়বাতি জ¦লছে তোমার অপেক্ষায়।

বইরে আলোর ফুলকি উজ্জ্বল করে তুলছে রাত্রির অন্ধকার। গীর্জার ঘড়িতে বারোটা বাজার ঘণ্টা বাজল। আমার ঘরের সব ঘড়ি খুলে রেখেছি। আমি কোন সময়ের হিসাব আর করতে চাই না।তবু সময়ের ঘণ্টা বেজে যায় হাতুরীর মতন। ঠিক বেজে যায়। জানান দিয়ে যায়। দিন যাচ্ছে বছর মাস সময়, মূহুর্ত পেরিয়ে গেল কত।

আমার অনেক কান্না আসছে, বুকের ভিতর উথাল পাথাল ঢেউ দম বন্ধ করে দিচ্ছে। চোখ জ্বালা করছে, মাথা ধরছে। গলা, বুক মুখ শুকিয়ে উঠছে, ধরফর করছে বুকের ভীতর।

এ সব আমি কী বলছি, তোমার কষ্টের এক কনার ধারে কাছেও না আমার কষ্ট। আমি কবে তোমাকে কাছে পাবো? কবে তোমার সব যন্ত্রনা সব কষ্ট গুলো ঠোঁটের ছোঁয়ায় তুলে নেবো।

এই বছরটাও আমার কান্না দিয়ে শুরু হলো। তবু আমি অপেক্ষায় আছি আমার উন্মাতাল ভালোবাসার তীব্রতা নিয়ে অপেক্ষা করছি

নীল তোমার জন্য

হৃদয় তোমার



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩১

মাধব বলেছেন: চিঠিতে ভালবাসা...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ মাধব

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৯

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অনেক সুন্দর!!! সবগুলো চিঠিই!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

রোকসানা লেইস বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

এম এম কামাল ৭৭ বলেছেন: আপনি যে দিন এবং যে সময়ের কথা লিখছেন ঠিক সেই সময় 'সে' আমাকে ফোন দিলো নতুন বছরের শুভেচ্ছা জানাতে। ওদের বাসার ছাদে আনন্দ উৎসব হচ্ছে, আমি বললাম তোমার কিন্তু একটুতেই ঠান্ডা লাগে কুয়াশা পড়ছে বেশিক্ষন বাহিরে থেকনা।

নতুন বছর কত জনের জন্য কত আগমনী বার্তা বয়ে নিয়ে আসে। আমার এখন মনে হয় ২০১৩ সালের মত বছর যেন আমার জীবনে আর না আসে।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩২

রোকসানা লেইস বলেছেন: কিছু হারায় কিছু নতুন করে শুরু হয় ..............শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.