নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৮
২২ডিসেম্বর১০
আজ আমার কথা হলো মি. জোন্স হারভারের সাথে। তিনি এখানে এসেছেন আমার সাথে দেখা করতে।
এত ভয়, কষ্ট, যন্ত্রনা, হতাসা, দূরাশা তার মাঝে একটুখানি আলোর হাতছানী । জানিনা কেমন করে সব সাজাব লেখার পাতায়। সব এক সাথে গুমড়ে উঠছে। কান্না উথলে উঠছে। চোখের পাতা ফোলা। বুকের ভীতর জমাট বাঁধা বরফ হীম কঠিন হয়ে আছে। চোখের পাতায় লেগে আছে ভয়াবহ দৃশ্যগুলো। কিছুতেই সরাতে পারছিনা। না দেখেও সব জল ছবি হয়ে উঠেছে আমার কাছে জ্বলজ্যান্ত, সুস্পষ্ট।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৫
রোকসানা লেইস বলেছেন: :-< :-<
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১
সমুদ্র কন্যা বলেছেন: অনেকগুলো চিঠি জমে গিয়েছিল, আজ একবারে সব পড়লাম। নীলের কথা শুনে আতঙ্কিত বোধ করছি রীতিমত।
শুভকামনা রোকসানা।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০
রোকসানা লেইস বলেছেন: একসাথে পড়লে অনুভব করা যায় বেশী অবশ্যই। দুটো বড় পোষ্ট দিয়ে গল্পটা অনেক আগে শেষ করে দিতে পারতাম। কিন্তু যে হেতু চিঠি তাই একটা একটা পোষ্ট করাই ভালো মনে হলো্।
সাথে জমে যাচ্ছে অন্য লেখা তবে শেষ হোক আগে দুই হৃদয়ের খবর তারপর অন্য কিছু দিব।
সাথে থাকার জন্য ভালোলাগা সমুদ্র কন্যা
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: