নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আকাশের চিঠি; তেইশ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

২৩

১৯ নভেম্বর ১০

নীল,

মনে আছে তোমার, একটা বাড়ি বিক্রি করে কী খুশি হয়ে যেতাম আমি। অতি উৎসাহে বারবার সে গল্প করতাম তোমার কাছে। ক্রেতার বাড়ির ডেকরেশনের ভার নিয়ে নিতাম আমি। আমি জানতাম কোথায় সস্তায় ভালো পছন্দ মতন জিনিস পাওয়া যায়। বেশীর ভাগ মানুষের হাত শূন্য থাকত ডাউনপেমেন্ট, মর্গেজ আরো সব খরচের পরে, দু চার জন ধনী ছাড়া। অথচ নতুন বাড়িটা কেনার সাথে সাথে নতুন আসবাব পত্র দিয়ে সাজানোর শখ সবার। আমি সাধ্য মতন সবার সামর্থের মধ্যে তাদের বাড়িটা সাজিয়ে ফেলতে সাহায্য করতাম।

নতুন বাড়ি কিনে সেখানে সাজিয়ে গুছিয়ে দিতে মহা উৎসাহ ছিল আমার। প্রয়োজনের অতিরিক্ত অনেক কিছু করতাম ক্লায়েন্টদের জন্য। আগে বাড়ি বিক্রির পর ক্লায়েন্টদের হাউজ ওর্য়ামিং পার্টিতে একটা বিশাল উপহার নিয়ে তুমি আমি দুজনে যেতাম। এখন আমি উপহার পাঠিয়ে দেই নিজে আর যাইনা কোথাও।

নতুন যে বাড়িটা বিক্রি করলাম গত সপ্তাহে আমার স্পেনিস বন্ধু এলিশা সেটা কিনল । ও জানে আমি কোন পার্টি অনুষ্ঠানে যাইনা আর কিন্তু ও আমাকে ছাড়বে না। আমাকে নিয়ে যেতে নিজে আসল। পরিবার, সুখের বাসা, আনন্দ, উচ্ছাস মিলনমেলা। সেখানে আমি কী করব বলো । আমার বড় একা লাগে, ফাঁকা লাগে সব কিছুতে এলিশার আন্তরিকতার জন্যই যাওয়া। ওর বাচ্চা দুটো এত কিউট ছুটে বেড়াচ্ছিল ঘরময় খুব ভালো লাগছিল দেখতে। নিজেদের ঘর পেয়ে ওই ছোট শিশুরাও ব্যস্ত ছিল নিজেদের প্রিয় জিনিস দিয়ে সাজাতে। ওদের দেখেই আমার সময়টা কাটল ওখানে। আমার ঘরে অমন ফুটফুটে এ্যঞ্জেলের ছুটাছুটি দেখতে খুব ইচ্ছে করছে। এখানে শুধুই বাতাসের ছুটাছুটি দীর্ঘশ্বাস বয়ে বেড়ায় সারাক্ষন। হাসি, উন্মাদনা,আনন্দ সব নিয়ে গেলে তোমার সাথে নীল।

এখানে একাকী তোমার হৃদয়



মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

টুম্পা মনি বলেছেন: আকাশ চিঠি কি গল্পের দিকে এগোচ্ছে আপু?

অনেক অনেক ভালো লাগা রইল।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৭

রোকসানা লেইস বলেছেন: আকাশের চিঠি একটি গল্প। চিঠির মাধ্যমে লেখা শুরুতে জানানো হয়েছে।

হঠাৎ একটা চিঠি পড়লে বুঝা যাবে না তবে একক একটা চিঠির অনুভব পাওয়া যাবে।

শুরু থেকে পড়লে গল্পটা বুঝা যাবে।
ভালোলাগা জানাই..............টুম্পা মনি

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

এম ই জাভেদ বলেছেন: আকাশে র চিঠি তেইশ
রোকসানা লেইস ...।

পোস্টের হেডিং আর লেখকের নামের অন্ত্যমিল দেখে ভেবেছিলাম এটা কোন কবিতা, কিন্তু এখন দেখি গল্প!!!!

পুরাই ধরা খেলুম আপু :-P :-P

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৯

রোকসানা লেইস বলেছেন: বাহ অন্তমিলটা ভালোই ধরেছেন সাথে গল্পটা পেয়ে গেলেন।
পড়ে জানাবেন কেমন লাগল ..........এম ই জাভেদ

লেখার কাছে ধরা খেলে মন্দ না।
শুভেচ্ছা রইল

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


চিঠি পর্বের ধারাবাহিকতায় নিয়মিত হাজিরা দিয়ে গেলাম।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগা সাথে থাকার জন্য
আকাশের চিঠির এক আকাশ শুভেচ্ছা সেই সাথে

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: একটা ঘটনার দিকে যেতে যেতে একটুখানি বিরতীর মতই মনে হল আজকের চিঠি!!! অনেক সুন্দর লিখেছেন!!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩

রোকসানা লেইস বলেছেন: শুরু থেকে সাথে আছেন অনেক ভালো বুঝতে পারবেন
দিন যাপনের কাহিণী

অনেক শুভেচ্ছা রইল

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

শূন্য পথিক বলেছেন: প্রথম থেকে পড়তে হবে। ভালু বিপদ দেখছি! তবে কাল শেষ করে ফেলবো ইনশাআল্লাহ্‌

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

রোকসানা লেইস বলেছেন: আহা........ বিপদ শেষ হলে মতামতের অপেক্ষায় রইলাম
শুভেচ্ছা শূন্য পথিক

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চালিয়ে যান লেখা

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

রোকসানা লেইস বলেছেন: চলছে সাথে থাকুন ...........ধন্যবাদ

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১২

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: আনোয়ারা সৈয়দ হকের এ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা এ্যাড্রেস দিতে পারবেন প্লিজ? মেইল বা ফোন নাম্বার হলেও চলবে। অগ্রীম ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০০

রোকসানা লেইস বলেছেন: খুবই বিখ্যাত ব্যাক্তি উনারা। খুঁজে পেয়ে যাবেন ঠিকানা আসা করি।
আমার জানা নাই

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪০

এম ই জাভেদ বলেছেন: আহা, বিষাদে নীল হয়ে যাওয়া কোন এক নীল হৃদয়ের গল্প শুরু হবে মনে হচ্ছে।
গল্পের নায়িকার নাম কি ?

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০

রোকসানা লেইস বলেছেন: তাই মনে হচ্ছে।

গল্পেই নাম আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.