নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৮
২ জুলাই ১০
অনেকদিন কাগজ কলম হাতে বসা হয়নি। আসলে আমি তো এই ঘরেই ছিলাম না। ওরা আমাকে অন্য একটা ঘরে নিয়ে গিয়েছিল। কিছুতেই আসতে দিচ্ছিল না । এত ঝগড়া করলাম, কান্না কাটি করলাম অথচ কিছুতেই ছাড়ল না। হাত পা বেঁধে আমাকে বিছানায় ফেলে রেখে ছিল জানো।
নীল, তুমি কি এর মাঝে এসেছিলে? এসে ফিরে গেছো আমাকে না পেয়ে? কি করব আমি বলো, এই দেখো আমার হাত ওরা যে বেঁধে রেখেছিল সে জায়গাগুলো কেমন কালো হয়ে গেছে। এখানে আবার একটা মহিলা বসে আছে । আমার একদম পছন্দ হচ্ছেনা ব্যাপারটা। আমাদের ঘরে অন্য একটা মহিলা কেন বসে থাকবে। ও আবার আমার উপর খবরদারী করছে একটু পর পর। এটা খাও, ওটা খাও শুয়ে থাকো, আমার ঘরে আমি যেমন খুশি তেমন ভাবে থাকব। যা খুশি তাই করব; তুমি কে আমার উপর সর্দারি করার।
কতবার বলেছি তুমি চলে যাওতো। আমার ঘরে আমি তোমাকে দেখতে চাই না কিন্তু এমন বেহায়া মহিলাটা, উল্টা আমার দিকে তাকিয়ে মিটমিট হাসছে। ভাব করছে যেন আমার কথা শুনতে পায় নাই।
মাঝে মাঝে মনে হচ্ছে চড় দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেই।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
রোকসানা লেইস বলেছেন: এত প্রশ্ন?
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ রাজীব নুর
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: এই চিঠি পড়ে রীতিমত চমকে উঠেছি! কি হচ্ছে এসব???!!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
রোকসানা লেইস বলেছেন: চিঠি পড়ার সময় যে লিখছে তার মনেকে অনুভব করতে হবে। তাহলে বুঝতে সহজ হবে।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ????!!!