নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আকাশের চিঠি; সতেরো

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

১৭

১৯ মে ১০

কালরাতে এমন ভাবে ঘুমিয়ে পড়েছিলাম জেগে উঠে শরীর নড়াতে পারছিলাম না। হাতটা শরীরের নিচে বিশ্রি ভাবে চাপা পরেছিল ব্যাথা করছে ভীষণ। ঘরের মধ্যে বাতিগুলো সব জ্বলছে, তৃষ্ণায় গলা,বুক শুকিয়ে গেছে। কিন্তু বিছানা থেকে নামার শক্তি পাচ্ছিনা।

ঘুরতে, কথা বলতে, সাজতে, খেতে ঘুমাতে ইচ্ছা করে না, ভালোলাগে না। জানালার পাশে বসে আকাশের দিকে চেয়ে রকিং চেয়ারে শুধু দুলি আজকাল। আর তোমাকে নিয়ে ভাবনাগুলোর চিঠি লিখি তোমাকে পাঠাব বলে। খামে ভরে সব তৈরী করে রেখেছি শুধু তোমার ঠিকানা পাওয়ার অপেক্ষা । দেখ আমার চিঠি পড়তে পড়তে তুমি আর কিছু করার সময়ই পাবেনা এত্ত চিঠি লিখেছি।

আমার চিঠিগুলো কি তুমি না পড়ে রেখে দিবে নীল?

নাহ, তুমি তা করতে পারবে না। আমি জানি আমার কথা গুলো তুমি আগ্রহ ভরে পরবে। প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর অনেক মনোযোগ দিয়ে পরবে তুমি।

নাহ আজ আমার একদম ভালোলাগছে না। দেখি বাতিগুলো নিভিয়ে দিয়ে দুলে দুলে আকাশ দেখব আমি এখন। ছায়াপথ ধরে হাঁটব গভীর নিশিথে তোমার খুঁজে, যেখানে তুমি লুকিয়ে আছো এই বিশাল পৃথিবীর, সেই মহা অমৃত স্থানটিকে আমি খুঁজে পেতে চাই। ফিরিয়ে আনতে চাই আমার ভালোবাসা আমার ঘরে।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালো লাগল

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৮

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১০

রোকসানা লেইস বলেছেন: আরো চিঠি পোষ্ট করব অন্তত্ আপনার জন্য মোঃ খালিদ সাইফুল্লাহ
সাথে থাকাটা খুব ভালোলাগা দিচ্ছে :)

শুভকামনা আপনার জন্য

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: অনেক সম্মানিত বোধ করছি। এরকম অসাধারণ কিছু চিঠি পড়তে অনেক অনেক ভাল লাগছে!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

রোকসানা লেইস বলেছেন: পাঠকের আগ্রহ আনন্দ দায়ক

শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.