নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫
১০ জুলাই ০৯
জানো নীল,
কালরাতে বড় সুখে ঘুমিয়ে পরেছিলাম খোলা আকাশের তলে। ভোরের দিকে শীত শীত করছিল ঘুম ভেঙ্গে গেলো,হারিয়ে গেলো স্মৃতি হারিয়ে গেলো স্বপ্ন আমার সুখ।
একটুখানী স্বপ্ন একটু খানী সুখ, তোমার বুকে মুখ রেখে, তোমার বাহু জড়িয়ে নিবিড় ঘুমে তন্ময় আমি-
তাও স্থায়ী হবে না আমার জীবনে? কেন বলো তো কী অপরাধ আমি করেছি? কেন এই শাস্তি পেতে হচ্ছে আমাকে? যন্ত্রনার কবোন্ধ ধারণ করে জেগে উঠলাম শুকতারার পানে চেয়ে। আর সারাদিন সেই অসহ্য যন্ত্রনার তীব্র দহনে জ্বলেছি।
আমি কিছুই ধারন করতে পারলাম না, যা খেলাম তাই উগড়ে বেড়িয়ে এলো। দিনদিন শরীর এতো খারাপ হয়ে যাচ্ছে। চোখের নীচে কালি শীর্ন শরীর। মনে হয় দু একটা চুলে পাক ধরে গেছে। আগের সেই গোছাও নেই চুলে। সাজ সজ্জার প্রতি আর কোন ভালোবাসা নেই আমার। কোন কিছুর জন্যই নেই। তুমি বিহীন সব অন্ধকার সব শূন্য সব শূন্য..........
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ।
শুভেচ্ছা জানবেন
২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০০
পরোবাশি২০১৩ বলেছেন: Very high thought! I like it,
২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
রোকসানা লেইস বলেছেন:
অনেক ধন্যবাদ পরোবাশি২০১৩
শুভেচ্ছা জানবেন
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবনার প্রকাশ চমৎকার
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২১
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ কাণ্ডারী অর্থব
৪| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: প্রতিটা চিঠিই অসাধারণ সুন্দর!!! তারপরও আমার ভাললাগাটা শেয়ার করতে ইচ্ছে হচ্ছে যদিও ভূল হওয়ার সম্ভাবনা শতভাগ! আমার কাছে সবচেয়ে হৃদয় ছোঁয়া মনে হয়েছে ৫ নং চিঠিটা; দ্বিতীয় স্থানে ৩ নং চিঠি।
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২১
রোকসানা লেইস বলেছেন: ভাবুন আপনার মতন আমি দিয়ে যাচ্ছি...........
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: এ পর্বে হাহাকার! পর্বের ভ্যারিয়েশন গুলো বেশ লাগছে!!! অনেক সুন্দর লেখেন আপনি।