নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন গল্প দেয়া হয় না। সময়গুলো বড় তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমি কী অলস না বেশী ব্যাস্ত হয়ে পরেছি বুঝতে পারছি না।
একটা ধারাবাহিক গল্প দেয়া শুরু করেছিলাম। কয়েক বছর হয়ে গেলো।
চিঠির মাধ্যমে লেখা। তখন লেখাটা শুরু করেছিলাম। শেষ হয়ে ঝুলিতেই পরে আছে কতদিন। আজ মনে হলো ওকে আলোতে বের করে দেই। শুরুতে বেশ আগ্রহি পাঠক পেয়েছিলাম। যাহোক প্রতিটি চিঠির একটা পোষ্ট হবে। কোনটা ছোট কোনটা বড়।
সবাইকে গল্প পড়ায় আমন্ত্রণ।
ও আরেকটা কথা হয়তো বানান ভুল থাকতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রুফ দেখার সময় করে উঠতে পারব না দুঃখিত।
...................................................................................................
১২ সেপ্টেম্বর ০৮
নীল... শোন তোমার অপেক্ষায় নীল হচ্ছি প্রতিদিন। তোমার স্বপ্নময় কথামালা জড়িয়ে থাকে আমার মাঝে। হৃদয় মন তনু জানালা মেলে চেয়ে থাকে তোমার পথপানে। জোৎস্না রাতের উন্মাদ হাওয়া উড়ায় আমাকে, আমি পথ হাঁটি তোমার ঘ্রান অনুসরণ করে, বনভূমির সোঁদা গন্ধ ভাসে আমার আশেপাশে আর আমি হারিয়ে ফেলি তোমাকে । প্রতিদিন পাথর চাপা কান্না বুকে, প্রতিদিন সব অনুভূতির মৃত্যু। আমি যে আর পারিনা নীল... হাহাকার উদাস রাতদিন ভর, আমার সকল কাজ আমার সকল সময় দখল করে রাখো তুমি।
মনে পরে না!! ভালোবাসার সেই স্বপ্ন সাধ, হৃদয় দিয়ে হৃদয় জাগানোর সেই খেলা? মাতাল সেই ভেসে যাওয়া?
আরশীনগরের পরসি হয়ে কোথায় তুমি কোন অজানায় লুকিয়ে আছো বলো?
২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ
মোঃ খালিদ সাইফুল্লাহ্
কাল পাবেন আরেকটা চিঠি
২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৬
সকাল রয় বলেছেন:
কতদিন চিঠি লিখিনা। খুব লিখতে ইচ্ছে করে কিন্তু কাকে লিখবো?
আপনার চিঠির কথামাল গুলো বেশ লাগলো
২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮
রোকসানা লেইস বলেছেন: একটা সময় ছিল চিঠি লেখা আর ডাক পিওনের অপেক্ষার কাল।
বড় আবেগময় ছিল চিঠি পাওয়া আর লেখার বিষয়টা।
আমাকে লেখ না সকাল
৩| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭
সকাল রয় বলেছেন:
দু:খিত কথামালা লিখতে গিয়ে ভুল হইছে
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫০
রোকসানা লেইস বলেছেন: ডোণ্ট ওয়ারি বুঝে নিয়েছি
৪| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর.........
*****
পরের চিঠির অপেক্ষায়!
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫১
রোকসানা লেইস বলেছেন: কাল পেয়ে যাবেন আরেকটা চিঠি
শুভেচ্ছা মাহমুদুর রহমান সুজন
৫| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগলো । চালিয়ে যান ।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৪
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ গিয়সালিটন
চলবে..........
৬| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫
রোকসানা লেইস বলেছেন:
৭| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: নীল... শোন তোমার অপেক্ষায় নীল হচ্ছি প্রতিদিন।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৩
রোকসানা লেইস বলেছেন: অপেক্ষার নীল দংশন ........
পড়ার জন্য ধন্যবান স্বপ্নবাজ অভি
৮| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩১
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:১২
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান
৯| ২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২
হাসান মাহবুব বলেছেন: আরশীনগরের পরশী হয়ে কোথায় তুমি কোন অজানায় লুকিয়ে আছো বলো?
+++
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:১২
রোকসানা লেইস বলেছেন: দেখা দেও দেখা দেও........... ধন্যবাদ হাসান মাহবুব
১০| ২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮
সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর!
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
রোকসানা লেইস বলেছেন: ভালোলাগা সমুদ্রকন্যা
১১| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চলেনি কেন ?
২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২
রোকসানা লেইস বলেছেন: চলেনি নয়.........চলছে......আসছে ফিরেফিরে,,,,,,,
১২| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৬
ফড়িং-অনু বলেছেন: আকাশের চিঠি পড়লাম। বাকি আকাশে চিঠি গুলো ওয়াইনের মতো নেশা লাগছে পড়ার জন্য।
১৩| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫৯
রোকসানা লেইস বলেছেন: বাব্বাহ আপনার বেশ ধৈর্য্য আছে ফড়িং-অনু
এত আগের লেখা খুঁজে পড়েছেন।
ভালোলাগল আপনার আকর্ষণ জেনে।
লেখাটা এখন বই আকারে প্রকাশিত হয়ে গেছে। সেখানে আরো সংশোধিত এবং নতুন চিঠি যোগ হয়েছে।
বই সংগ্রহ করে নিতে পারেন।
শুভেচ্ছা জানবেন
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অনেক সুন্দর!!!! পরের চিঠির অপেক্ষায়!