নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আমার সাথে কতদূর যেতে পারবে তুমি?
-যতদূর তুমি নিয়ে যাবে।
-কিন্তু হাঁটতে হবে পিছনে অনেকপথ
-পিছনে কেন?
-সেখানে আছে অতীত ইতিহাস।
মাটি খুঁড়ে কয়লার অতল থেকে যেমন তোলা হয় হীরে
তেমনি ইতিহাস লুকিয়ে থাকে অতীতের অন্ধকারে।
খুঁজে পেলে স্বযতনে গড়া হয় রত্ন খচিত অলংকার
বহু মূল্যবান।
বিস্মৃতি আর হারিয়ে যাওয়ার মাঝে আলোর ঝিলিক
তাকে খুঁজে পেতে হাঁটতে হবে কণ্টকাকীর্ণ অনেক পথ; রক্তাক্ত মাটি খুঁড়ে।
সত্য আর সভ্যতা গৌড়ব মাটি চাপা পরে আছে।
সহজে সে সত্য পাওয়া যাবে না
তাই হাঁটতে হবে পথ খুঁড়ে খুঁড়ে পিছনে অনেক;হাড় মজ্জার অস্তিত খুঁজে
বেদনা ও দুঃখের নদী বয়ে।
অশ্রু সম্বরণ করে রেখো ধুয়ে ফেলো না ধূসর তাম্রলিপি চোখের ধারা জলে।
বুকের ভেতর রেখো শিলা স্বযতনে,
যেন জীবাশ্ম কঙ্কালের গল্প শোনে হৃদয়ের অমলধারা ক্ষয়ে না যায়।
অমলিন আকাশের লেখা মলিন হয়ে শুয়ে আছে মাটির গহিনে।
জীবনের স্পর্শ তুলে আনতে যাবো স্পন্দন প্রাচীন গহিন থেকে
যদি আমার সাথে যেতে চাও
হাঁটতে হবে পিছনে বহুদূর প্রথমে, সামনে এগিয়ে যেতে্.......
২১ শে মে, ২০১৩ সকাল ১০:৩৭
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা শাহজাহান মুনির
২| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:২৫
নোমান নমি বলেছেন: ভালো লাগছে।
২১ শে মে, ২০১৩ সকাল ১০:৩৮
রোকসানা লেইস বলেছেন: জেনে আমারও ভালো লাগল নোমান নমি
শুভেচ্ছা রইল
৩| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:৪৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে আপনার লেখায় এত বানান ভুল দেখতে ভালো লাগছে না। রিভাইজ দেন একটা কড়া কৈরা।
২১ শে মে, ২০১৩ সকাল ১০:৫৩
রোকসানা লেইস বলেছেন: দেয়া হইল এবার দেখেন তো
শুভেচ্ছা... হাসান মাহবুব
সময়টা যদি অফুরান লেখার হতো শুধু; এমন কাজের টানাপোড়েনে ভাগাভাগির না হয়ে।
ভাবনা তাৎক্ষনিক না লিখলে হয়না, সাজগুজ করানোর আশায় ফেলে রাখলেও অন্ধকারেই পরে থাকে অনেক সময় কারো চোখের পাতায় ধরা দেয় না।
মতামতের জন্য ধন্যবাদ।
৪| ১৬ ই মে, ২০১৩ রাত ১২:৩২
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল, তবে হাসান মাহবুবের সাথে একমত
২১ শে মে, ২০১৩ সকাল ১০:৫৪
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ প্রফেসর শঙ্কু
৫| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
আশিক মাসুম বলেছেন: সুন্দর।
২১ শে মে, ২০১৩ সকাল ১০:৫৫
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা আশিক মাসুম
৬| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
রুপম শাহরিয়ার বলেছেন: ভালো লাগল পড়ে।
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ রুপম শাহরিয়ার
৭| ১৬ ই মে, ২০১৩ রাত ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: বুকের ভেতর রেখো শিলা স্বযতনে, ভাল লাগলো+++++
রেখেছি শিলা,
তা রূপান্তরিত হয়ে প্রাণ পেয়েছে
সেই প্রাণে বেদনা জমেছে হিমশৈলীর মতন জড় কিন্তু চলমান
উত্তপ্ত লাভার স্পর্শেও তা বিগলিত হয় না
সামান্য স্নেহ লাভে তাতে ঝর্ণা ধারা বহে
জ্বলে অগ্নিশিখা অনির্বানআনন্দ ভরাচিত্তে এইধরায় মর্তে।
৮| ১৬ ই মে, ২০১৩ রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: বুকের ভেতর রেখো শিলা স্বযতনে, ভাল লাগলো+++++
রেখেছি শিলা,
তা রূপান্তরিত হয়ে প্রাণ পেয়েছে
সেই প্রাণে বেদনা জমেছে হিমশৈলীর মতন জড় কিন্তু চলমান
উত্তপ্ত লাভার স্পর্শেও তা বিগলিত হয় না
সামান্য স্নেহ লাভে তাতে ঝর্ণা ধারা বহে
জ্বলে অগ্নিশিখা অনির্বানআনন্দ ভরাচিত্তে এইধরায় মর্তে।
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার
বড্ড সুন্দর করে বলেছেন; এই স্নেহ ভালোবাসা ঘিরে থাক
হিম শৈলী কঠিনা না হয়ে বয়ে চলুক ঝর্ণাধারা
২২ শে মে, ২০১৩ রাত ৯:২৬
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার
বড্ড সুন্দর করে বলেছেন; এই স্নেহ ভালোবাসা ঘিরে থাক
হিম শৈলী কঠিন জমাট না হয়ে বয়ে চলুক ঝর্ণাধারা
৯| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখা ভালো হয়েছে। তবে বানানের দিকে একটু নজর দিলে ভালো হয়। তাহলে পড়ে শান্তি পাওয়া যায়। ধন্যবাদ ভালো থাকবেন।
২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ ভালোবাসা
১০| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৮
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।
২৮ শে মে, ২০১৩ রাত ৮:৩৪
রোকসানা লেইস বলেছেন: ভালোলাগা সায়েম মুন......শুভ থেকো বরাবর
১১| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৬
কান্ডারি অথর্ব বলেছেন: সুন্দর ++++
২৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৮
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ কাণ্ডারী অথর্ব
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০১৩ রাত ৮:৪০
শাহজাহান মুনির বলেছেন: জীবনের স্পর্শ তুলে আনতে যাবো স্পন্দন প্রাচিন গহীন থেকে
যদি আমার সাথে হাঁটো
হাঁটতে হবে পিছনে বহুদূর প্রথমে, সামনে এগিয়ে যেতে্.......
ভাল লাগলো।