নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চম্পাকলি আঙ্গলে তন্তু বুনে সুন্দর বিন্যাস গড়ে তুলতে
তা চেখে দেখার কোন সুযোগ হয়নি কোন দিন।
শুধু বেঁচে থাকা, শুধু একটু স্বপ্ন জীবনে, সুস্থতার জন্য-
লড়ে গেছো রাতদিন বিরামহীন।
শ্রমও ঘামে তৈরী পোষাক ঝলক এনেছে কত দেহে,
উষ্ণ আর আনন্দে ভরে দিয়েছে জীবন।
যারা জানেনি কখনো; তোমাদের বেঁচে থাকার যন্ত্রনা।
সম্পদের পাহাড়ে বসে মালিকও দেয়নি তোমাদের মানুষের সম্মান
করেনি হিসাব কোনদিন-রক্ত জল করা শ্রমের অর্জনে
মুখের গ্রাস কেমন ভাগাভাগি করে তোমরা খাও,
শ্বাস প্রশ্বাসের বাতাস নেও কাড়াকাড়ি করে অসুস্থ পরিবেশে।
শুধু আতংকের সাঁড়াষি চেপেছে আরো শ্রমের কড়িটিও-
কেড়ে নেবে বলে, ক্ষমতা ও দাপটে।
তোমাদেরই শ্রমের ন্যায্য পাওনা কার্পণ্যে দিয়েছে
যেন ভিখিরিকে ভিক্ষা দেয়া।
সম্পদ আর লোভের হিসাব ছাড়া- ভাবেনি,
জীবন তোমদেরও একই রকম, ভালোবাসাও আদরে,
নিঃশ্বাসে ও হৃদয়ে একই রকম ফুল ফোটে তোমাদের মাঝেও।
শুষে নিয়ে রক্ত শূন্য করেছিল দিনে দিনে তোমাদের।
তোমরা শুধু বেঁচে ছিলে তবু পরিবার ভালোবেসে।
এতটুকু আশা বুকে হয়তো বা কোনদিন স্বপ্ন দিবে ধরা।
শ্বাসহীন অন্ধকার কুঠিরে থেকে
তোমাদের সবটুকু প্রতিবাদ আজ দেখিয়ে দিয়েছো সভ্যতার মুখে
এক পা তুলে।
২৭/০৪/১৩
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫
রোকসানা লেইস বলেছেন: এবার পরিবর্তন আসুক এই ধ্বংস স্তুপের মধ্য থেকে
৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪
রোহান খান বলেছেন: ভাল ...। "সভ্যতাটাই" একদিন সবাইকে বদলে দায়...। তখন কেউবা মানুষ কেউবা পশু...।
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১
রোকসানা লেইস বলেছেন: তবু মানুষের সংখ্যাই বেশী কিন্তু তারা অসহায় হয়ে পরছে কুচক্রিদের কাছে।
এর পরিবর্তন হোক এই আশা
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৩
সায়েম মুন বলেছেন: শ্বাসহীন অন্ধকার কুঠিরে থেকে
তোমাদের সবটুকু প্রতিবাদ আজ দেখিয়ে দিয়েছো সভ্যতার মুখে
এক পা তুলে।