নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্যমুখির হলুদ বা রোদেলা তপ্ত দুপুর
অন্ধকার কালো রঙ ঢেলে, যেন বধির করে দেয়
নিরালা একলা ঘর।
বাতাসের ফুসমন্তর কানে ঢালে তপ্ত সীসা
বর্ণময় রঙের আভাস কারুকাজ দৃপ্ত তুলির টান
ফ্যাকাসে বিবর্ণ ক্যাফের কালো কফির মতন।
ধ্যানরত মন, নিমগ্ন প্রস্ফুটিত ঝলসানো হাসির তানে-
বাঁকানো নিতম্বের মাধূর্য আর ভালবাসার অন্তরঙ্গ মুহুর্ত
খেলে যায় চোখ থেকে মনে; মননেও হৃদয়ে ঝংকার শব্দময়,
ক্লান্ত করে দীর্ঘ শীতল একাকী রাত।
ফিরিয়ে দেওয়া উপহার ফিরিয়ে দেওয়া মন
নির্জনতায় তোলপাড় যন্ত্রনার প্রহর বোধহীন বিলাপ
আশ্রয় খোঁজে নরম কোমল হৃদয়ের উত্তাপে,
অথচ চারপাশ শুনশান নিরবতা, কোথাও নেই কেউ
মায়াবী বন্ধনে।
প্রত্যাখান বাজায় করুণ শানাই ক্রিসমাস ইভ সুশীতল রাত
জ্বলন্ত অগ্নিপিণ্ড অনুভবের চত্ত্বরে ঘূর্ণিঢেউ
সূর্যমুখির হলুদ, গম ক্ষেতের উজ্জ্বলতা বর্ণ রঙ ঝলসানো সূর্য
রক্তাত শব্দহীন স্তব্ধতা নৈঃশব্দের সাহস হয়ে উপহার বাঁধে
যন্ত্রনায় উপরে ফেলা কান ভালোবাসায়।
বিষন্নতায় বসে তুমি দেখো এক অবিনাশি আলো
নিজেকে উজাড় করে দেয়ার।
প্রিয় ভিনসেন্ট ভ্যান গগ এর জন্মদিন আজ
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৫
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ আশিক মাসুম
অবশ্যই
২| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
নেক্সাস বলেছেন: ভাল লাগলো
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা ...........
৩| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
আমি রিয়াদ বলেছেন: ভাল লিখেছেন....
একটু ঘুরে আসবেন আশাকরি
Click This Link
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৭
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা আমি রিয়াদ
যাবো...
৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০
রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লাগলো আপু....
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
রোকসানা লেইস বলেছেন: অনেক ভালোলাগা রইল রহস্যময়ী কন্যা
৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
বোকামন বলেছেন: ফিরিয়ে দেওয়া উপহার ফিরিয়ে দেওয়া মন
+++
০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা রইল
৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫১
shfikul বলেছেন: সুন্দর কবিতা।ভালো লেগেছে।
০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল জেনে শুভকামনা রইল
৭| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:০৮
জলপরী১৮ বলেছেন: অন্নেক ভালো লাগলো আপুনি।
১২ ই মে, ২০১৩ সকাল ৯:১৫
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ জলপরী১৮
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২২
আশিক মাসুম বলেছেন: কবিটা ভাল লাগলো।
একটু ঘুরে আসবেন আশাকরি