নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের মানচিত্র আঁকা একটা পতাকা পতপত করে উড়ছে প্রতিদিন আমাদের বাসায় এবং সারা শহরে সব জায়গায় প্রতিদিন অহংকারে, আনন্দে স্বাধীকারের অধিকারের কথা বলে। সময়টা নিত্যকার মতন নয়।
শহর ছেড়ে অনেকে চলে যাচ্ছে; সীমানার ওপারে যাচ্ছে ওরা। কোথায় থাকবে কতদিনের জন্য কারো জানা নাই কিন্তু সবাই যাচ্ছে। সময়টা অশান্ত। একটা কিছু হবে এমন আশংকা সবার মনে।
মা আব্বাকে অনেকে বলছে থাকবেন না এখানে। সাবধানতা অবলম্বনের কথা বলছে সবাই চাল, ডাল বেশী করে কিনে রাখা হচ্ছে। অনিশ্চয়তার একটা সময়। খেলার বন্ধুরা নাই, স্কুল নাই কেমন যেন একটা অবস্থা।
২৫ র্মাচ ১৯৭১ অন্ধকার রাত্রি সকাল হলে গম্ভীর মুখে আব্বা রঙিন হলুদ লাল সবুজ পতাকাটা নামিয়ে নিলেন। তা দেখে আমার খুব মন খারাপ হয়েছিল মনে আছে। শুনেছিলাম কিছু কথা বড়রা বলাবলি করছেন। ঢাকায় আর্মি নেমেছে অনেক মানুষ মেরে ফেলেছে। তারপর এক বিশাল অন্ধকার সময় আমরা পারি দিয়েছিলাম অনিশ্চয়তায়...............
২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
রোকসানা লেইস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা ভালো থাকার
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
সত্যান্বেষ১২৩ বলেছেন: ভীষণ সুন্দর লেখা!!! আপনার মতই ...