নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

হৃদয় বাংলাদেশ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

প্রজন্ম চত্বর থেকে বলছি,

আজকের হৃদয় বাংলাদেশ বলছি।

শুদ্ধতা আর পবিত্রতার কথা বলছি।

বিয়াল্লিশ বছর আগে অস্ত্র তুলে নিয়েছিলেন

আমাদের পূর্ব পুরুষ- দাদা, বাবা, ভাই

অন্যায়ের বিরুদ্ধে নেমেছিলেন মুক্তিরযুদ্ধে।

আর কিছু স্বার্থাস্বনী স্বার্থপর এই বাংলার কলংক মানুষ

হয়েছিল রাজাকার, আলবদর আল শামস!

নিবেদিত খেদমতে হয়েছিল পাকিদের দোসর,

জল্লাদের পিশাচ হৃদয়ে;ধর্ষণ, খুন,জবাই করেছিল

আমাদের মা, বাবা, সন্তান, নিরীহ বাংলার মানুষ র্নিদ্বিধায়।

নিধন করেছিল আমাদের বুদ্ধিজীবী।

তারা ভেবেছিল প্রধান হবে মেধাহীন দেশে।

চাটবে পাকিদের পা আর

নির্যাতনে পদদলিত করবে বাংলার মানুষ

সুখ লুটে নিবে সব স্বার্থপরের দল, মেরুদণ্ডহীন বেনিয়া পিশাচ।



ইতিহাস বদলে গেল ষোলই ডিসেম্বর ১৯৭১

বিজয় ছিনিয়ে আনল মুক্তিযোদ্ধা, গেরিলা সাধারন মানুষ।

বর্ণচোরা সরীসৃপ লুকিয়ে থাকল ভয়ে গর্তে অনেকদিন।

দেশ স্বাধীন শেষে আমাদের পূর্ব পুরুষ অস্ত্র জমা দিয়ে

ফিরে গেলেন আপন কর্ম ভুবনে,

তারা ছিলেন নিঃস্বার্থ যোদ্ধা, ক্ষমতার দখলদারী নিয়ে ব্যস্ত হননি।

সুযোগ সন্ধানী রাজাকার গোপন আঁতাতে মেলে ডালপালা

হত্যা করে অনেক বীর স্বাধীন বাংলাদেশে।

ধীরে ধীরে পাখা মেলে ইসলামের নামে ভণ্ড আবরণে।

আর পদলেহি স্বার্থপর, সুযোগ করে দেয় সুস্থতার গলা টিপে,

স্বাধীন দেশে দ্বৈত্চারী স্বাধীনতা বিরোধীর রাজাকারের পদচারণার।



আমাদের পূর্ব পুরুষ যুদ্ধ শেষে মন দেননি দেশ গড়তে-

ভেবেছিলেন স্বাধীনতাই বড় অর্জন।

আমাদের পূর্ব পুরুষ ভুগে ছিলেন কিছু দ্বিধা দ্বন্দ্বে।

কেউ কেউ বুকে আঁকড়ে স্বাধীনতার শপথ বাক্য,

চোখের জলে নিরব হয়ে ছিলেন, অত্যাচারীর চরম নৈরাজ্যে।



অনেক সয়েছি নিরবে, অনেক গল্প শুনেছি মুক্তিযুদ্ধের।

এবার আমরা নতুন প্রজন্ম২০১৩

আমরা সব কলঙ্ক মুঝে ফেলার অঙ্গিকারে করেছি শপথ।

দুই লক্ষ সম্ভ্রমের কসম, তিরিশ লক্ষ প্রাণের কসম,

আমাদের আগামী প্রজন্মের কসম

পবিত্র আর স্বপ্নের কসম।

আমরা জড়ো হয়েছি রাজপথে দ্বিতীয় মুক্তিযুদ্ধে

নিঃস্বার্থ দ্ব্যর্থহীন ভালোবাসার ডানা মেলে-

অমল শিশির বিন্দুর স্বচ্ছতা বুকে বেঁধে।

আমাদের একক কোন নাম নেই

আমরা দৃপ্ত প্রত্যয়ে অঙ্গীকার বদ্ধ

ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সন্তান।

মায়ের দামাল ছেলে,

প্রেমের বারুদ স্ফুলিঙ্গ সাহস ভালবাসার।

আমরা হরিদাসির সিঁথির সিঁদুর,

সখিনার ফুল তোলা শাড়ির নকসা ।

মেঘনার মাঝির বদর বদর হুঙ্কার।

কৃষক, শ্রমিক, জেলে তাঁতী অফিসকর্তা, শিক্ষক ছাত্র-

উত্তাল হাত তেতুলিয়া থেকে টেকনাফ

তুমুল মুখরতায় হৃদয়ের সাথে হৃদয় বলে কথা

বাতাসের কানে কানে সীমানা পেরিয়ে .......পৃথিবীর সীমানায়

ভালোবাসার অঙ্গীকারে আমরা সময়ের সাহসী সন্তান,

প্রাচীন থেকে আগামীর পথে- সেতু বন্ধন।

ইতিহাসের কালিমা মুক্তির অঙ্গীকারে, দাঁড়িয়ে থাকব

খোলা আকাশের নীচে দূর্মম।

আসবে বাধা, ভীতি আঘাত আক্রমণ অসংখ্য জানি,

দ্বিধা বিভক্তির পথ বেয়ে বিভ্রান্তি ছড়াবে, ঝরে যাবে কিছু হাত।

তবু আমরা অনড় অবিচল থাকব কলংক মুক্তির দৃপ্ত শপথ বুকে

সমস্ত কলঙ্ক কালিমা মুছে দিয়ে রক্ত লাল সূর্যের টিপ

পরিয়ে দিব সবুজ জননীর কপালে

অম্লান ভালোবাসায়-

তারপরই ফিরব ঘরে- সুস্থ বাতাসে নিঃশ্বাস নিয়ে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

অজানাবন্ধু বলেছেন: জয় বাংলা।
ভাললেগেছে
+++
অডিও করার দাবি জানাচিছ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ:)

দাবী পুরণ হোক

নামটা বলবেন লেখকের
এটুকু লেখকের দাবী:)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

রোকসানা লেইস বলেছেন: করুন শুনতে চাই..... অজানা বন্ধু

শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.