নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

ধর্মভিত্তিক দল

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

ধর্মভিত্তিক দল

বাংলাদেশের মুসলিম পরিবার শিশু সন্তানদের চার বা পাঁচ বছর থেকে ধর্ম শিক্ষা দিতে শুরু করেন প্রতিটি ধর্ম ভীরু পরিবার । কলেমা,নামাজ, রোজা হজ্জ, যাকাত ইসলামের প্রতিটি বিষয় তারা শ্রদ্ধার সাথে পালন করেন। সন্তানদের শিক্ষিত করেন। এর জন্য কোন দল করার প্রয়োজন হয় না।

পরিবারের সাধ্য অনুযায়ী বাড়িতে মৌলভী রেখে, মসজিদে পাঠিয়ে বা মাদ্রাসা শিক্ষায় শিশুদের ধর্ম বিষয়ে শিক্ষা দেয়া হয়।

ধর্ম শিক্ষার এই সুযোগের ভিত্তি করে কিছু মানুষ মোনাফা খাওয়ার ফন্দি করে। ধর্ম ভিত্তিক দল গড়ে সাধারন মানুষকে ধর্মের ভয় দেখায় এরা জামাতে ইসলামী।



ধর্ম পালন করবে মানুষ আপন মনে আনন্দে বা ভীরুতায় নিজের মতন এবং বাংলাদেশের প্রতিটি ধর্ম ভীরু পরিবার তাই করছে সব ধর্মের। কেউ তাদের বাধ্য করে না।

মুসলমানদের জন্য ধর্মের দল থাকলে তেমন যদি হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান এবং বিভিন্ন উপজাতি নিজের ধর্মের দল গড়ে তা হলে কেমন হবে।

দেশ চালাতে প্রয়োজন সঠিক নীতিমালা।যা হবে সর্ব সাধারনের জন্য এক। টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, রাজনীতিবীদের জন্য বিশেষ সুবিধা নয়।

মানুষের সুখ সুবিধা দেখার মৌলিক চাহিদা পূরণের দল থাকবে দেশের ক্ষমতায়।

তবে কি ধর্মের রাজনীতি ধর্মের দলের আদৌ কোন প্রয়োজন আছে বাংলাদেশে কিছু মানুষের সুবিধা দেয়ার জন্য জনতার ক্ষতি করে?

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

ওরাকল বলেছেন: ইসলাম নিয়ে বাংলাদেশের বেশির ভাগ মানুষেরই ধারনা অনেকটা আপনার মত ভাসা-ভাসা।

অন্যান্য ধর্মের সাথে ইসলামের মূল পার্থক্য হল এটি একটি পূর্নাম্গ জীবন বিধান যা শুধু ব্যাক্তি, পারিবারিক ও সামাজিক নিতীই শেখায় না বরং এর সাথে অর্থনৈতিক, রাষ্ট্রিয় ও বিচারিক আইন-কানুন ও শেখায়।

ইসলাম শুধু তাই ব্যাক্তি ও পারিবারিক পর্যায়েই পালন করার বিষয় নয় বরং ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রিয় পর্যায় পর্সন্ত ইসলামকে কায়েম করা বা তা করার চেষ্টা করা সব মুসলমানের দায়িত্ব।

এক জন মুসলমান কখনই আংশিক ইসলাম ফলো করে পূর্নতা পেতে পারেন তাকে সম্পুর্ন ইসলামকেই ফলো করতে হবে।

অবশ্য 'ইসলামি দল' এর লেবাসে বাংলাদেশে যা হচ্ছে তার সাথে ইসলামের খুব একটা মিল নেই। তাই ঐ সকল নাম-মাত্র দলের উসিলায় ধর্মীয় রাজনীতি খারাপ ভাবা ও তা নিশিদ্ধ করা বোকামি।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

রোকসানা লেইস বলেছেন: অন্যদের ধারণা কম আর ইসলামি দলের ধারনা সবার উপর এই ধারনা ঠিক না। ধর্ম ভিত্তিক কোন দল প্রয়োজন নাই বাংলাদেশে।
মানুষ আপন আনন্দে ধর্ম পালন করবে নিজের মতন কোন দলের কারণে না।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

এক মুসাফির বলেছেন: আসলে ধর্ম কেন পালন করা হয় তা নাজানলে মানুষের মনগড়া কথাই বিব্রান্ত হতে হবেই।
ধর্মের মুল লক্ষ্য আত্মশুদ্ধি।যারা ধর্মের কথা বলে তাদের মধ্যে সে চর্চার লেশমাত্র দেখিনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

রোকসানা লেইস বলেছেন: ঠিক তাই ধন্যবাদ
এক মুসাফির

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

আমি ব্লগার হইছি! বলেছেন: ধর্ম নিয়ে রাজনীতি
সবচে বড় দূর্ণীতি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

রোকসানা লেইস বলেছেন: তাই ধর্ম পালন করবে আপন আনন্দে


শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.