নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো বিজয় পতাকা হাতে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

আমার ভালবাসা রাজপথ ভালোবাসে

আমাকে ছাপিয়ে সবুজ ভূখণ্ড জেগে উঠে তোমার চোখে,

আমাকে উদ্বিগ্ন রাখতে খুব ভালোলাগে তোমার

এ এক নির্ভরতার খেলা পেয়ে বসেছে তোমায়।

আর-

পুড়ামুখি মাটি আমার দিকেই তাকিয়ে থাকে করুণ চোখে।



আমি জানি সময়ের প্রয়োজন, অভ্যস্ত হয়ে উঠেছি অপেক্ষার কাল বয়ে

তাই

মাটির অসহায় জরুরী সময়ে বুকে বেঁধে নেই পাষান,

হৃদয় খোঁচায় উদ্বিগ্নতার কাটায়, রক্তক্ষরণ অবিরাম নিরবে

তবু

ভালোবাসা উড়িয়ে দেই হাওয়ায় হাওয়ায় সবুজ চত্বরে-

ভেবো না নুয়ে যাবো ভয়ে, শংকিত শত্রুর হুমকিতে ।

সীমাহীন আকাশ পারি দিয়ে আমি তোমার সাথে আছি......

সাহস হয়ে পাশে।

খুব সার্তক থেকো বিপদ ঘাপটি মেরে আছে আশেপাশে

আবাল ছাগুরা ফিসফাস করে;গোপন আঁতাতে জেনে নিতে খবর

ভীড়ে যায় তোমাদের মাঝে সাধু সেজে।

ঘোষেটি বেগম, মীরজাফর, রাজাকার কে যে কোন জন চিনে নিতে

অন্তর্দৃষ্টি খোলা রেখো টানটান স্বযত্নে; যেন মূল উপড়ানো যায় নিমিশে,

ভুল যেন না হয় তোমার, কোন সঠিক সিদ্ধান্ত নিতে

ভালবাসার কসম-

সুযোগ সন্ধানীদের সরিয়ে একটা নতুন নেতৃত্ব গড়ো

নতুন বাংলাদেশ এবার সাজাও...



দেশের মানুষ প্রজন্মর মুখ চেয়ে আছে

উনিশ একাত্তর থেকে দু হাজার তের -

অনেক রক্ত নদী গড়িয়ে আজ

মিলেছে শাহবাগ স্কয়ারে

উত্তাল জনসমুদ্রে-নাচে জন জোয়ার

সারাদেশ ভীড়ে গেছে তোমার সাথে,

সব পথ মিলেছে একবিন্দু শাহবাগে-

ধমনী স্ফুলিঙ্গ জ্বলন্ত বারুদ সুনামী দহন আগ্নেয়গিরি লাভা

পঞ্চান্ন হাজার বর্গমাইল; অপেক্ষা উদ্বিগ্নতায় চেয়ে আছে-

নিরাশ করো না আবার বিয়াল্লিশ বছর পর।

যেমন ভুল হয়েছে অতিতে বারাবার-

এক বিন্দু ভুলের মাশুল আজীবন সময়

আর যেন না দিতে হয় খেসারত,

পুড়ামুখি দেশ আর দুঃখি মানুষের

অনিন্দ্য ভালোবাসার পথ চেয়ে আছি আমরা ষোলকোটি মানুষ

প্রজন্মের হাত ধরে আনন্দ সূর্যদোয় দেখব বলে।

আজন্ম রক্তের ঋণ, সম্ভ্রম হারানোর ঋণ,

দুঃখগাঁথা- শোক ব্যাথার ঋণ শোধে

বিজয় পতাকা হাতে উল্লাসে; রাজপথ থেকে ফিরো ঘরে

অপেক্ষায় আছি ভলোবাসার মালা হাতে্--



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link

Click This Link

আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ

কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

রোকসানা লেইস বলেছেন: শুভকামনা

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: কবিতায় ভালোলাগা রইল +++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ অপূর্ন
অনেক ভালো থেকো

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

লিটল হামা বলেছেন: সুন্দর।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

রোকসানা লেইস বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.