নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

মিস্টার প্রেসিডেন্ট, স্যার ভিক্ষা লাগবো ভিক্ষা দেন .......

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩



দুই ভিক্ষুক জাতিসংঘের অধিবেশনের ফাঁকে কি পেলো, কি পায়নি সেই হিসাব মেলাচ্ছে ৷ একজন ভিক্ষা চায় রাশিয়া থেকে মুক্তি অন্যজন ভিক্ষা চায় বাংলাদেশকে দমনের শক্তি । অথচ দু'টো দেশ নিয়েই কলকাটি নাড়ছে শয়তানের গুরু আমেরিকা ।

ইউক্রেনে বিষয়ে অস্ত্র বেচা ছাড়া আপাতত আমেরিকার কিছু করার নাই । এটা পরিস্কার । কারণ পুতিন যে মরণ কামড় দিয়ে ঝুলে আছে । তাতে একবারে পুরো গিলে না খেয়ে ধীরে ধীরে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে দিচ্ছে । ফলে ইউক্রেনের ভবিষ্যৎ এক প্রকার নিশ্চিত । অন্যদিকে বিপদ আচ করে ইউরোপীয় ইউনিয়ন উইটার্ন দিয়েছে । ফলে মাঠে আমেরিকা ছাড়া আর কেউ নেই ইউক্রেনের পাশে । তাই নিজেকে প্রেসিডেন্ট হিসাবে ধরে রাখার জন্য এই কমেডিয়ানের আমেরিকার কাছে হাত পাতা ছাড়া অন্য কোন পথ খোলা নাই ।

মজার ব্যাপার হচ্ছে রাশিয়ার ভাড়া করা সৈন্য দলে হাজার ত্রিরিশে'র উপরে ভারতীয় মেথর,বারবার,মেসিয়ার, কূলি ও কুক হিসাবে কর্মরত আছে । এদের দিয়ে ভারত রেমিটেন্স আয় করছে । ফলে যতোদিন ইউক্রেন যুদ্ধ চলবে ততদিন ভরতের লাভ ।


অন্যদিকে ভারতের সামনে ইউনুস দানবের মতো উদয় হয়েছে । আমেরিকায় তার জনপ্রিয়তা তুঙ্গে ইউনুসের জন্য দশটা ভারতকেও বিসর্জন দিতে পারে আমেরিকা । কারণ তা না হলে বাংলাদেশ পুরোপুরি চীন নির্ভর হয়ে উঠবে । নিজেদের স্বার্থেই আমেরিকা ইউনুসের পাশে থাকবে ।

পরিশেষ : জাতিসংঘ নামের মুরগীর খামার বছর বছর পিকনিকের আয়োজন করে সব দেশকে আমেরিকায় ডেকে নিয়ে । আমেরিকাকে কারি কারি ডলায় আয়ের পথ খুলে দিয়েছে । সেই ডলার দিয়ে অস্ত্র বানিয়ে আমেরিকা আবার এইসব ভিক্ষুকের কাছেই বিক্রি করে ।


বিশ্বের প্রতিটি দেশের তাই আমেরিকা নির্ভরশীলতা কমাতে না পারলে কিছুতেই মুক্তি মিলবে না। মনে রাখতে হবে আমেরিকা কারো বন্ধ নয় । তাদের জিনের মধ্যেই স্বার্থ ছাড়া বন্ধুত্ব জিনিসটা নেই । তাই যতদিন না প্রতিটি দেশের নেতারা ব্যক্তি স্বার্থের উপড়ে দেশের স্বার্থ না দেখবে ততদিন কোন দেশই গোলামির জিঞ্জির থেকে মুক্তি পাবে না ।



মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুজনেই ভিক্ষা করলেই তাদের উদ্দেশ্য আলাদা।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অবশ্যই উদ্দেশ্য আলাদা । মোদীর আলোচনায় যোগ করতে পারেন বাংলাদেশে সংখ্যা লঘুদের উপর নির্যাতনের অভিযোগ , হাসিনা ডাইনীকে পুর্ণরায় ক্ষমতায় বসানো । কিন্তু আমেরিকা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিযার্তনের মিথ্যা অভিযোগ সম্পর্কে জানে বলেই , মাসখানেক পূর্বে ভারতকে সংখ্যা লঘুদের উপর নির্যাতন বন্ধ করার জন্য সতকর্তামূলক বাতা দিয়েছে । "ভারতে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা চরমে পৌঁছেছে বলে উদ্বেগ জানিয়ে সরকারের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন দেশের কয়েক ডজন সাবেক আমলা।"

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:









ভুল লজিক।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হতে পারে :)

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪

আমি সাজিদ বলেছেন: বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে আবার রাশিয়ার স্বৈরাচার পুতিনকে সাপোর্ট করেন কেন? দ্বিচারিতা হয়ে গেল না? ডাবল স্ট্যান্ডার্ড? একটা আদর্শে স্থির থাকুন। স্বৈরাচারিতা নাকি গণতন্ত্র? একেক জায়গায় একেকভাবে কথা বলবেন সেটা তো হবে না।

আপনি বাংলাদেশের গণতান্ত্রিক নাগরিক মানে আপনাকে সকল স্বৈরাচার আর রাজতন্ত্রের সমালোচনা করতে হবে। সকল আগ্রাসনের সমালোচনা করতে হবে। ইসরায়েলের প্যালেস্টাইন আর লেবাবন আগ্রাসনের সমালোচনাও করতে হবে আবার রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের সমালোচনাও করতে হবে।

খুব বেশী কথা না বলে, কম কথা বলা ভালো।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সাজিদ ভাই মূল্যবান জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ । আমার লেখার কোথাও কি পেয়েছেন, আ্মি পুতিনকে সমর্থন করছি ? মন্তব্য অবশ্যই করবেন । কিন্তু তার আগে লেখাটা ভালো করে পড়ে নেওয়া উচিত ভাই ।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫

আমি সাজিদ বলেছেন: আপনার আবেগ দিয়ে দেশগুলো চললে এতোদিন খবরই ছিল!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি ভাই আবেগী মানুষ ! আবেগ ছাড়া আমার জীবনে অন্য কোন কিছু মূল্যবান নয় ।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০২

আহরণ বলেছেন: বাংলাদেশের চেয়ে বড় ভিক্ষুক আর কে আছে ভাইয়া?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি কি ভাই সেই ভিক্ষুকদের মধ্যে পড়েন ? যদি পড়ে থাকেন তাহলে বুক ফুলিয়ে বলতে পারেন , আপনি হচ্ছেন ধনী ভিক্ষুক । হাজার হাজার কোটি টাকা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বেজন্মারা পাচার করার পরেও তিন বেলা পেট ভরে খেতে পারেন । যা ভারতের অনেক মানুষ এখনো ভাবতে পারে না ।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫

আহরণ বলেছেন: লেখক বলেছেন : ........ যা ভারতের অনেক মানুষ এখনো ভাবতে পারে না ।

তিন বেলা তো খাবেই, সীমান্তে ভারতের গরু চুরির রমরমা ব্যবসা.....

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বৃষ্টির ওয়েদার গরুর ভুনার সাথে খিচুরি জনমে ভালো চলে আসেন ডিওএইচএস ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.