নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
৪ঠা আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এই সময় টাকা বিলি-বণ্টন করা হয় । সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ পাঁচজন নেতা ও কর্মকর্তার সঙ্গে। এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেনেন্ট জেনারেল। সেই বৈঠকে হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। বলেন, আর অপেক্ষা নয়। আর আপস নয়। নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সূত্র - মানব জমিন ।
শেখ হাসিনা সব সময় তার অটিস্টিক ছেলের চামচা বন্ধুদের পাশে রাখতেন , জুনাইদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত । আর রিমান্ডে এই পলক ই বলছে সে নাকি হাসিনাকে পদত্যাগ করতে বলেছিল । এরা হচ্ছে কুকুরের চেয়েও নিকৃষ্ট গু চাটতে বললেও সেটা চেটে বলবে , মিষ্টি লাগে আফা ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মোদী তো আপনার মতো চেগায় গেছে । সীমান্তে বৈঠক করে ক্ষমা চেয়েছে । ভারত সীমান্তে ২০০ বিঘা ফেরত দিচ্ছে বাংলাদেশকে। ভয় পেয়ে গেছে । দুই মাসে এতো অর্জন !!!
বাংলাদেশে সামরিক শাসন বাধ্যতামূলক করে আইন আসছে । বিদেশে গোলামী বাদ দিয়ে দেশে এসে ট্রেনিং নিতে পারেন । যদিও আপনার মতো মানুষের হাতে বন্দুক নিরাপদ নয় কেননা তা হাসিনার মতো দেশের মানুষের বিরুদ্ধেই ব্যবহার করার সম্ভাবনা আছে।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৩
সোনাগাজী বলেছেন:
মোদী আপনার পোষ্ট পড়লে, আজকেই পদত্যাগ করে আপনার রোষ থেকে ভারতকে রক্ষা করবে।
একটা ছোট সমস্যা হয়ে গেছে, মানুষ কোমলমতিদের চিনে ফেলেছে, ইহা বড় সমস্যাতে পেিণত হবে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সত্যটা স্বীকার করতে ভয় পান কেন ? পুরো একটা জীবন কিভাবে যে কাটালেন তা ভেবে অবাক হই । সততা অর্জন করতে না পারলে যে মানব জীবনটাই বৃথা এ সত্য বোধ হয় আপনাকে কেউ শেখাতে পারে নাই ? আমার কাছে আসুন শিখিয়ে দেবো না হয় আমি আসবো আপনার কাছে । দেখা তো হবেই ........ আমি আবার দূর্বল ছাত্রদের হাত কখনো ছাড়ি না
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৭
সোনাগাজী বলেছেন:
আপনার সততা ও আমার সততার মাঝে পার্থক্য আছে; আপনারটা ঢাকার সততা, আমারটা নিউইয়র্কের সততা।
পাগলামী শিখার দরকার হলে, আপনার কাছে আসবো; ১২ বছর লিখলেন, বলতে গেলে কেহ পড়েনি; আপনি ১২ বছরে যেই পরিমাণ পাঠক পেয়েছেন, আমি ২ মাসে তার চেয়ে বেশী পাঠক পেয়েছি।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: রাগ হন কেন ভাই ? শুধু শুধু উত্তেজিত হবেন না । বিপি বেড়ে যাবে ।
এ ১২ বছরে একবারের জন্যও ব্যান খাইনি । সম্মানের সাথে ব্লগিং করি এবং সেটা করে যাবো । আচরণগত ম্যানারের জন্য ব্যান খেয়ে আপনার মতো অনব্যান করার জন্য মোডারেটের এর পায়ে ধরে পোস্ট দেই না । ফেক আইডি দিয়ে নিজের পক্ষে কমেন্ট করি না । আপনার মতো অনেক হনু ব্লগে এসেছে আবার হারিয়েও গেছে । আপনিও যাবেন । আপনার পোষ্টে বা লেখায় কোন ম্যাসেজ থাকে না । তাই পাঠক নয় মানুষ গালি দেবার জন্য আপনার পোষ্টে ঢুকে । এটাও আপনি বুঝতে পারেন না ? আজব মানুষ আপনি, হাসিনার মতো নির্লজ্জ ।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০০
সোনাগাজী বলেছেন:
আমি হাসিনার মতো নই, হাসিনার যে পতন হবে ও তাতে যে, স্বাধীনতাকামীরা ক্ষতিগ্রস্ত হবে, তা আমি ৮ বছর যাবত বলে আসছি। আপনি বেকুবী লেখা লেখেন; ভারত কখনো বাংলাদেশ আকরমণ করবে না; আপনার মাথায় মগজ কম।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভারত বাংলাদেশ আক্রমণ করলে দিল্লিতে ঢুকে ন্যাংটা করে পেটাবো। এইডা ভরত ভালোই জানে। তাছাড়া জাতির খাম্বা হিসাবে আপনে আছেন না? বেশি বিপদ দেখলে আপনারে ভারতের কাছে দিয়া দিমু। বাস! সব ঠান্ডা।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৬
আহরণ বলেছেন: ভাইয়া, আমি নিশ্চিত আপনি একজন জেহাদি। ভারতের সাথে জং-জেহাদ করবেন!! তো উট, গাধা সব রেডি আছে?
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: একজন মানুষ জন্ম থেকেই জেহাদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই হচ্ছে জেহাদ ভাই । আপনি বিষয়টা উপলদ্ধী করতে পারলেও নব্য রাজাকারেরা এ সত্যটা উপলদ্ধী করতে পারবে না ।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০
দূর মিয়া বলেছেন: সুনা ভাই মোদি এত ভয় পাইছে যে একঠেলায় ৩হাজার টন মাছ কিনছে। সুনা ভাই আর বৈঠক এর পর বৈঠক এর কথা সবাই জানে
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মালু ভাই ইলিশ দিচ্ছি গরু পাঠান না হইলে পশ্চিম বঙ্গ খাইয়া ফেলামু। রাম ছাগল অমিত না কি ... টের বা.. হুমকি দিচ্ছে বাংলাদেশিদের নাকি ঝুলিয়ে পিটাবে আমরা কিন্তু ল্যান্টা করে পিটাতে জানি।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: বাপকা বেটি - এমনটাই হওয়ার কথা ছিল,নয় কি?
বাপকে যদি ছাড়িয়ে না যেতে পারে তাহলে বাপের নাম কি থাকে?
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হ বাপের নাম রাখছে
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২
শাহ আজিজ বলেছেন: ডাইনিটাকে দেশে না আনাই ভাল । আফ্রিকার কোন বর্বর অঞ্চলে পাঠিয়ে দিলে উত্তম হবে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ডাইনীর আছর কি আর এতো সহজে ছাড়াতে পারবেন ? পারবেন না । আমার "ফাসি চাই" বইটি পড়ুন আজিজ ভাই । এরপরেও কিছু অন্ধ বেকুব যাদের বিবেক বলে কিছু নাই্ তারা এখনো এই ডাইনীকে সমর্থন করে ।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫২
শাহ আজিজ বলেছেন: অনেক বছর আগে পড়েছি , আবারো পড়ব ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমারা যে একজন ব্যভিচারিনীকে বেছে নিয়েছিলাম সেটা মুক্তিযোদ্ধা রিন্টু উন্মোচন করে দিয়ে গেছে। যারে নিয়ে তার স্বামী ঘর করেনি তারে আমরা বানিয়েছিলাম প্রধানমন্ত্রী। ওয়াক থু
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৮
ইমরান৯২ বলেছেন: কুকুরের চেয়েও নিকৃষ্ট গু চাটতে বললেও সেটা চেটে বলবে , মিষ্টি লাগে আফা
এটা একদম সঠিক বলছেন ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এদের কোন বিশেষণ দিয়ে শেষ করতে পারবেন না ভাই , এরা স্বার্থের জন্য নিজের বউ , মেয়েকেও অন্যের বিছানায় পাঠাতে কুণ্ঠাবোধ করে না । এদের আমি রাজনৈতিক বেশ্যা বলি ।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
অস্বাধীন মানুষ বলেছেন: ঠিক বলেছেন পোস্টের সাথে সহমত।
নুনুগাজীদের মত চাটুকারদের জন্য দেশ আজ দূ্র অবস্থার ভিতর দিয়ে পার হচ্ছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জব্বর নাম দিয়েছেন।
উনি মুরুব্বি মানুষ তাই এসব বলতে নাই। সকালে একটু আড্ডার মুডে ছিলাম তাই ব্লাক কফিতে চুমুক দিতে দিতে ওনাকে খোচাচ্ছিলাম। উনি নিজেকে ব্লগের বুদ্ধিজীবী মনে করেন। পড়ে মানুষ গালাগালি করে। কিন্তু ভাই আপনি হঠাৎ একি নাম দিলেন? , ডিবির হাঊন আংকেল থাকলে আপনার খবর করে ছাড়তো
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৫
ঊণকৌটী বলেছেন: ভারত সম্পর্কে আপনার বাল্যকিল্ল মন্তব্য গুলি দেখলাম, কি জানেন ভারতের সম্পর্কে, দেখুন ওয়ার্ল্ড রিপোর্ট, আর ভারত কখনো শিশুদের মারেনা | Click This Link
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৩
প্রহররাজা বলেছেন: ফেসবুকীয় প্রোপাগান্ডা
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাই পোস্ট ভালো করে পড়েন । সূত্র উল্লেখ করেছি । গনতন্ত্রের অগ্নি সন্ত্রাস কণ্যা দেশে আগুন জ্বালিয়ে অর্থ পাচার ছাড়া আর কিছুই করে নাই ।
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহরণ /প্রহররাজা এগুলো কার মাল্টি নিক? এরা দুজন তো ২ দিনেই ব্লগিংয়েই ল্যাদানো শুরু করেছে!
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সাহিত্য ছাড়া যারা ফেক আইডি ব্যবহার করে তাদের আমি - বেজন্মা বলে জ্ঞান করি । পিতৃপুরুষের পরিচয় থাকলে কেউ মশিউর ভাই ফেক আইডি ব্যবহার করে না ।
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: এখনো কি জুলাই-আগস্টে পড়ে আছেন নাকি দিন এগোচ্ছে না? আইনশৃঙ্খলা পরিস্থিতি বা দ্রব্যমূল্যের কী অবস্থা?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সমস্যাটা তো এখানেই যারা প্রাণ হারিয়েছে তাদের ভুলে গেছেন । লাল বাগে নিজের সন্ত্রাসী কর্মীদের গুলি চালাতে বলে হাসিনা বলেছিল , একটা লাশ পড়লে দশটা লাশ ফালাও ভেবো না জনগণ সব ভুলে যায় । প্রতিটি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এমন পোস্ট চলবে ....।
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার পোস্টে খালি আফসোসলীগ,কেশ্লীগে ভরা দেখি
কথা সত্য বলেছেন
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দুই হাজারের উপর মানুষকে হত্যা করা হয়েছে তার পরেও নিরব থাকবা কিভাবে ? আমি তো এখনো ঘুমাতে পারিনা , আমার চোখের সামনে মানুষগুলি খেয়েছে , সে ভিডিও আপনিও দেখেছেন
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: চোখের সামনে ভয়ানক ঘটনাগুলো দেখেও এরা আফসোস করে। মা মা ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে।
আফসোস এদের জন্য।
অট: আমার একটা পোস্ট মন্তব্য ছাড়া চলে যাচ্ছে, মন্তব্য করে আমাকে উদ্ধার করুন হাহাহাহা
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: নিজের মার খোজ নেয় না অন্যের মায়ের জন্য জান বের হয়ে যায় । আইন করে অন্যেরে মা ডাকা বন্ধ করা উচিত
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৫
সোনাগাজী বলেছেন:
আপনি ভবিষ্যত বাণী করেছিলেন যে, ডিসেম্বরে ভারত বাংলাদেশে আক্রমণ করবে; ট্রেনিং ইত্যাদি করছেন তো? ডিসেম্বর কাছে আসছে।
সবাই বুঝে গেছে যে, কোমলমতিরা শিরির ছিলো; ইহা ভয়ংকর পরিস্হিতে নিয়ে গেছে দেশকে।