নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো।( ছবি ব্লগ)

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৩


কোন ভাল মুহূর্ত; সুন্দর জায়গা; কাছের প্রিয় মানুষজন, সুন্দর যে কোন কিছু তুলে রাখলে সেটা হারায় না,এই রকম একটা ভুল চিন্তার কারনেই ছবি তুলতে লিটারেলি ভাল লাগতো আমার, পরবর্তীতে জীবন থেকে সময় গুলো চলে যাবার পর এনালাইসিস করে দেখলাম যে সুন্দর সময় অথবা চারপাশের মানুষজন সময় চলে যাবার পর আসলে ছবিতেই থাকে, জীবনে থাকেনা, থাকলেও মানুষগুলো যে যার মত ব্যস্ত, দূরত্ব; বয়সের সাথে আকার আকৃতি এমন কি চেহারাও অনেকটা পরিবর্তিত। অনেক আপনজন চলে গিয়েছে মৃত্যুর ওপাড়ে! কি অদ্ভুত! একদিন আমিও চলে যাব! ঘর সংসার সব কিছু ফেলে।

অতীতের স্মৃতির মতন তুলে রাখা ছবিগুলো এই কারনেই কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। কি কি বোকা বোকা চিন্তা করে জীবন পার করে এসেছি এটা ভেবে আফসোসের পাশাপাশি দুঃখ হয় বলেই আসলে ছবি তোলা খারাপ ঠিক এই মুহূর্তে মনে হলেও জীবনে কিছুই যে স্থায়ী না সেই সত্য অবিশ্বাস্য বাস্তব।
আমার তোলা কিছু ছবি --

১। আহসান মঞ্জিল, যেদিন ছবিটি তুলেছি সেদিন নতুন করে রঙ করা হচ্ছিল মঞ্জিলের দেয়ালে, এন্ট্রি ক্লোজ ছিল।

২। ফুলটার নাম জানিনা, জীবনে কত অদেখা আছে! কত কিছুই না জানা আছে; থাকবে।

৩। অলকানন্দা ফুল

৪। বৃষ্টি ভেজা সন্ধ্যা

৫।ছোট সূর্যমুখী ফুল এই ফুলে কোন সুগন্ধ নেই।

৬। শান্তি, এরকম দৃশ্য দেখলে মনেহয় দুনিয়ার সব শান্তি বুঝি ওইখানেই আছে,

৭। রঙ

৮। ডালিম ফুল

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৫

কামাল১৮ বলেছেন: মহা বিশ্ব নিজেই যেখানে স্থায়ী না সেখানে মহাবিশ্বের অন্য কিছু স্থায়ী হবে কি ভাবে।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৯

সামিয়া বলেছেন: তাই তো

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১২

বিজন রয় বলেছেন: স্নিগ্ধ আর মনোরম পোস্ট!

মনটা ভাল হয়ে গেল।
সতেজ নিঃশ্বাসে।

শুভকামনা সামিয়া ইতি।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন দোয়া রইলো ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৬

আহমেদ জী এস বলেছেন: সামিয়া,



কামাল১৮ এর মতোই বলি - মহা বিশ্ব নিজেই যেখানে স্থায়ী নয় সেখানে মহাবিশ্বের অন্য কিছু স্থায়ী হবে কি ভাবে!

সুখ চিরকাল থাকেনা , থাকেনা দুঃখও! তাই বিলাপ করে মূহুর্তটাকে ছোট সূর্যমুখি ফুলের মতো গন্ধহীন না করে, ডালিমফুলের মতো রঙীন করে ৬নম্বর ছবির মতো শান্তিময় করে তুলতে পারা কি যায় না ?

অনেকদিন পরে আপনাকে দেখছি। শুভেচ্ছান্তে ..............

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৭

সামিয়া বলেছেন: আপনি বরাবরই কথায় সেরা, মন্তব্য পড়ে ঠোঁটের কোনে হাসি চলে আসলো। হ্যাঁ অনেকদিন পর, আসলে ব্লগ কে মিস করি তাই আবার আগের মত নিয়মিত হবার চেষ্টা করছি, ভাল আছেন নিশ্চয়ই? ভাল থাকুন, আর আমাকে হাসাবার জন্য ধন্যবাদ।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: ছবি আপনি ভালো তোলেন।
ফ্রেমিং টাও দারুন হয়। এভাবে ছবি তুলতে থাকুন। তারপর ভালো ভালো ছবি গুলো দিয়ে একোটা এক্সজিবিশন করুন। আমি আর সোনাগাজী আপনার ছবি দেখতে আসবো।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৯

সামিয়া বলেছেন: আপনার আর সোনাগাজী ভাইয়ের দলে থাকতে পেরে খুশি খুশি লাগছে। ধন্যবাদ ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.