নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

এককেন্দ্রিক

০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০১



দেখার দৃষ্টি মনের দৃষ্টির সাথে মিলে একটা ভাল মন্দ অর্থ দাড় করায়
পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে, যে পাশে নাই; সাজানো সুন্দর জীবনে থাকার পর ও মন হুহু করে কেঁদে ওঠে বিরহে স্মরণে; পুরান মেমোরি জীবনকে দুঃখের সাগরে ভাসায় এইটাই মনের দৃষ্টি।

আর বাহ্যিক দৃষ্টি দিয়ে মানুষ দেখে মানুষ কত খারাপ! মানুষ ভাল না, কয়দিন খুব গলায় গলায় আপন হয়েই পর হয় একজন আরেকজনের জন্য একটা নির্দিষ্ট মেয়াদের পর। কেন তারা মিলে মিশে চিরকাল থাকতে পারে না; একত্রে থাকলে ভুল তো হবেই, সেই ভুলটারে ভুল হিসেবে গণ্য করে সেই গলায় গলায় আপনজনরে খারাপ মানুষের দলে ফেলে সহজ ঘৃণা।

ভুলে যায় অতীতের অন্যান্য ভাল কাজের কথা, ভাল সময় ও মনে থাকেনা, মনে থাকে অন্যায় মনে থাকে কবে কি বলেছিল কবে কোনটা খারাপ করেছিল, কত বেশি অকৃতজ্ঞ!
মনে থাকে কে কয়বার অপদস্ত করেছিল জনসমক্ষে।

এই সব মনে করে ভেতরে আহাজারি করতে করতে ভাবে তার কত দুঃখ এই দুনিয়ায়। সেই দুঃখী লোক; তাকিয়ে দেখে না সামনের জনের দুঃখ ভারাক্রান্তও হৃদয়। মাথার উপরে উড়ে যাওয়া ব্যথিত কাক, ক্ষুধার্ত কুকুরের এলোমেলো হাঁটা। এরা নিজ নিজ জায়গায় সঠিক মানুষ সব থেকে ভাল মানুষ, সেরা মানুষ, মাটির মানুষ , ভুল মানুষ বাকি সব।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৫

কার্জন বাবু বলেছেন: প্রাত্যহিক জীবনের চিরাচরিত চিত্রের এক বাস্তব উপস্থাপনা। পাঠে মুগ্ধ হলাম। শুভেচ্ছা নিরন্তর।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৯

ঢাবিয়ান বলেছেন: অনেকদিন পর এলেন ব্লগে। শিউলি ফুলের ছবিটা খুব সুন্দর ।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৭

সামিয়া বলেছেন: হ্যাঁ অনেকদিন পর, লাইফে কত কত পরিবর্তন, জীবনবোধ এক রকম থাকেনা আসলে,
ভাল আছেন আশা করি।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪২

ঢাবিয়ান বলেছেন: এর আগের পোস্ট লিখেছিলেন ০৯ ই নভেম্বর, ২০২১ । তার মানে পাক্কা দুই বছর পর ফিরলেন। মনে হচ্ছে নতুন জীবনে প্রবেশ করেছেন এর মাঝে ।

ভাল লাগলো অনেকদিন পর দেখে । আশা করি মাঝে মাঝে দেখা দেবেন সুন্দর সুন্দর ছবি নিয়ে।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫২

সামিয়া বলেছেন: আমারো ভালো লাগলো আপনার আন্তরিকতার, ভালো থাকুন।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৪

চিটাগং এক্সপ্রেস বলেছেন: চমৎকার বলেছেন

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১০

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩০

বিজন রয় বলেছেন: আপনি কি সামিয়া ইতি?

প্রায় দুই বছর পর পোস্ট দিলেন!!
ভাল আছেন আশা করি।
নিয়মিত হতে পারবেন কিনা জানিনা।

শুভকামনা।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১১

সামিয়া বলেছেন: ধন্যবাদ , জি আমি সামিয়া ইতি, হুম অনেকদিন পর, ভালো আছি, আপনিও আশা করি ভালো আছেন,

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভালো লাগলো।
ভালো থাকুন সব সময়।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সামিয়া আপু ব্লগে নিয়মিত হন আবার। যদিও আমিও বিজি
তারপরও মাঝে মাঝে পোস্ট দিয়া সামুর সাথে বন্ধুত্বতা বজায় রাখি

সুন্দর পোস্ট

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৮

সামিয়া বলেছেন: হ্যাঁ আপু ঠিক ই বলেছেন, একটিভ থাকার চেষ্টা করবো। ধন্যবাদ আপু শুভ কামনা।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৬

মনিরা সুলতানা বলেছেন: ওয়েলকাম ব্যাক ইতিমনি !

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৯

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু

৯| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: রাইট।
সঠিক কথা বলেছেন।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই

১০| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৪

মিরোরডডল বলেছেন:




অনেক দিন পর সামিয়ার লেখা, আমার প্রিয় ফুল শিউলির এতো সুন্দর একটা ছবি নিয়ে আসা।

কথা সত্যি, হারানো প্রিয়জনদের মনে পড়লেই বুকের ভিতর একটা চাপা কষ্টবোধ হয়।

মানুষ মাত্রই ভুল করে। মানুষের কর্ম যদি খারাপ হয়, সেটার সমালোচনা করা যায় কিন্তু একটা কর্মের জন্য সমগ্র মানুষটাকে জাজ করতে নেই। খারাপের পাশাপাশি ভালো যে দিকগুলো থাকে, সেটাকে এপ্রিশিয়েট করতে হয়।

কারো অনুপস্থিতিতে তার খারাপ দিকটা ছাড়িয়ে ভালো স্মৃতিগুলোই বার বার মনে পড়ে।

এতোদিন পর সুন্দর একটা লেখা নিয়ে আসার জন্য সামিয়াকে থ্যাংকস।


০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২২

সামিয়া বলেছেন: মন্তব্য পড়ে আবেগাপ্লুত হয়েছি , আমি তো ভেবেছিলাম সবাই ভুলে বসে আছে, হুম ব্লগটাকে মিস করি অনেক, জীবনে আসলে প্রতিটা সময়ই মূল্যবান।
খুব সুন্দর বিশ্লেষণী মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো লেখা। ভুল করলে সেটা স্বীকার করা উচিত। অনেকে ভুল করেও স্বীকার করতে চায় না। তখন সমস্যা হয়। আবার অনেকে একই ভুল বারবার করে। আবার দুইজন মানুষের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ছাড় দেয়ার মানসিকতা থাকা প্রয়োজন। কারণ কেউই ভুলহীন না।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৪

সামিয়া বলেছেন: বাহ চমৎকার বিশ্লেষণ, ভাল আছেন আশা করি,
সুন্দর কথাগুলোর জন্য ধন্যবাদ।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৯

ডার্ক ম্যান বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: আবার দুইজন মানুষের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ছাড় দেয়ার মানসিকতা থাকা প্রয়োজন। কারণ কেউই ভুলহীন না
নিজের ভুল তো সবাই স্বীকার করতে পারে না । যে ছেড়ে চলে যেতে চাই, তাকে অবশ্যই ছাড় দেওয়া উচিৎ ।

আফা মনি । আপনি কেমন আছেন। ইনায়া কেমন আছে।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৯

সামিয়া বলেছেন: কার জীবনে কে ছেড়ে যেতে চায় বুঝলাম না, যাই হোক আমার সানা ভাল আছে, তার নাম ইনায়া না
ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.