নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাড়া বাড়ানোর কারনে ক্ষুব্ধ দেশের জনসাধারণ; যাত্রীদের অনেকেই মাথা খারাপের মতন আচরন করতেছেন, কেউ বলতেছেন ভাড়া এখনো বাড়ানোর ঘোষনা হয় নাই তুমি মূর্খ হেল্পার এখনি বেশি ভাড়া আদায় করতেছো ক্যানো তোমারে চড় লাত্থি মারতে মন চাইতেছে গাঁধা।
হেল্পার নাছোড় বান্দা সে খবর দেখাতে প্রস্তুত, বেভুলো যাত্রীরা সেই খবর দেখবে না বেশি ভাড়া ও দেবে না; খবর যদি দেখতেই হয় তবে তাদের মতে তা হেল্পার এবং ড্রাইভারেরই দেখা উচিত দেখে সকলের উদ্দেশ্যে জানানো উচিৎ; যে ভাড়া বাড়ানো হয়নাই আসলে, তারা মিথ্যা সংবাদ ছড়িয়ে বাস যাত্রীদের সাময়িক অসুবিধায় ফেলার জন্য ক্ষমা প্রার্থী; এই আকাঙ্ক্ষা নিরানব্বই শতাংশ যাত্রীরা অন্তরে ধারন করে ভাড়া বের করছেন না, এক মেয়ে যাত্রী ভাড়া না দিয়ে নেমেই গেলেন, তাকে যেনো আর কখনো রাইদাতে তোলা না হয় সেই ঘোষনা দিলেন হেল্পার, প্রতিবাদে হেল্পারের বিরুদ্ধে আরেক তরুনী মাঠে নামলেন, পুরুষ যাত্রীরা চুপ, ট্র্যাক ভিন্ন ভিন্ন দিকে দ্রুত প্রবাহিত হতে থাকায় আমার মতন বোকারা বাকী এক শতাংশের ভেতর অবস্থান ও ভাড়া প্রদান করায় সকলে ক্ষুব্ধ হলেন, বললেন আপনাদের কি ভাড়ার সাথে সাথে বেতন ও বাড়াইছে আগ বাড়াইয়া বেশি ভাড়া প্রদান করিলেন ক্যানো আপনাদের জেল হওয়া উচিৎ। গত দুইদিন পরিবহনহীন সড়কে সীমাহীন ভোগান্তির পর আজ সকালের বেশির ভাগ পাবলিক বাসের দৃশ্যপট ছিল এইরকম।
ছবি: বড় ভাইয়ের তোলা
০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৬
সামিয়া বলেছেন: হুম, আমরা জিম্মি।
২| ০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: আমজনতার জন্য এ এক অমীমাংসিত ও অনির্ধারিত কিন্তু জীবনের এক নিষ্ঠুর অংশের সমষ্ঠি যেখানে সে চাইলেই ভাল আচরন করতে পারেনা আবার এড়িয়ে যাবারও কোন পথ খোলা নাই তার জন্য ।
পুরা বাঁশ (বাস) ভাড়া ই যাচছে যার পকেট থেকে (অথচ পকেট প্রায় গড়ের মাঠ তবে এটা না তার ঘরওয়ালী বিশ্বাস করে না বাহার ওয়ালি/মাননীয় সরকার বাহাদুর )।আর এত সব প্যারার মাঝে সে কিভাবেই বা ভাল আচরন করবে?
০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৭
সামিয়া বলেছেন: সে_____ টা_____ই_____ তো ____ কথা!!!!!!!!!!!!!
৩| ০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: যত যাইহোক শেষ পর্যন্ত মারা খায় পাবলিক।
০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪১
সামিয়া বলেছেন: হুমমমমমমমমমমমমমম আমরা ক্যানো যে সাধারণ পাবলিক
৪| ০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: পাবলিকের উপরই যত খরা । প্রতিবাদ করা উচিত
০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১০
সামিয়া বলেছেন: প্রতিবাদ করে কি হবে আপু!!! প্রতিবাদ করে কি কিছু হয়???
৫| ০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপা দেশের বাইরে, ভাড়ার কি হবে, সরকারের ২৬ লাখ কর্মচারী জানে না! আপা ডলার নিয়ে ফিরে আসবে, তখন দেখা যাবে, ভাড়ার কি হয়!
০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১১
সামিয়া বলেছেন: ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি তো অলরেডি হয়ে গিয়েছে
৬| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩১
অপু তানভীর বলেছেন: ঢাকার পরিবহন ধর্মঘট এখন আমাকে খুব একটা স্পর্শ করে না । অনেক দিন আগে কেবল শখের বসে আমি সাইকেল চালানো শুরু করেছিলাম ঢাকাতে । কিন্তু করোনার পরবর্তি কালে আমি পাবলিক বাসে ওঠা এক প্রকার বন্ধই করে দিয়েছি । যেখানে যেতে হয় সাইকেল ব্যবহার করি সব সময় । বেশি দুরে গেলে অবশ্য সিএনসি কিংবা উবার ব্যবহার করতে হয় ।
ঢাকাতে এখন প্রচুর মানুষ সাইকেল চালাচ্ছে ।
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৮
সামিয়া বলেছেন: আপনি আপনার নিজের ভেহিকেলে চলাফেরা করছেন এটা সব থেকে ভালো ব্যাপার। খুব ভালো কাজ করেছেন সাইকেল কিনে, এক্সসাইজ ও হচ্ছে। আমার মাঝে মাঝে ইচ্ছে হয় স্কুটি কিনি।
৭| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১২
Abida-আবিদা বলেছেন: ৫ টাকার ভাড়া ১০ টাকা হলে সাধারণ নাগরিকের ভোগান্তি। তাতে অসদুপায়ি ধনীদের কিছু আসে যায় না। এক্ষেত্রে ঊর্ধ্বতন প্রশাসনের উচিৎ বাস পরিসেবার সাথে সংশ্লিষ্ট সকলের মঙ্গলের চিন্তা করা। জনগনের উচিৎ ধৈর্যধারণ করা।
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৯
সামিয়া বলেছেন: আমরা আমজনতা ধৈর্য্যের ভেতরই আছি।
৮| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই সব দেখে দেখেই বয়স বাড়লো।আবার ভাড়া পারবে আবার এইসব দেখবেন।
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪০
সামিয়া বলেছেন: আহারে আমাদের মধ্যবিত্ত জীবন।
৯| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩০
রাজীব নুর বলেছেন: বাসের ভাড়া এমনিতেই সব সময় বেশি নেয়। এখন তো গলা কাটছে। এটা অন্যায়।
আমি সাধারনত বাসে উঠি। নিজেদের গাড়িতেই চলা ফেরা করি। কিন্তু আমি সব সময় অসহায় মানুষের দলে থাকি। থাকতে চাই।
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪১
সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা
১০| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: আরেকটা কথা বলতে ভুলে গেছি। আপনার ভাই ছবিটা ভালো তুলেছেন। দশে দশ পাওয়ার মতো ছবি।
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪২
সামিয়া বলেছেন: তার থেকেও বেশি
১১| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৭
নেওয়াজ আলি বলেছেন: যেসব গাড়ি সিএনজিতে তাদের লাভ আর লাভ দেখার কেউ নাই। ফেনী হতে ঢাকা জনপ্রতি ৪০ টাকা বেড়েছে।
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৩
সামিয়া বলেছেন: অন্যায় করতে করতে আর কতদূর যাবে!
১২| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৫৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে সরকারি সেক্টরগুলো হয়ে গেছে লুটেরাদের সম্পত্তি ! আর বেসরকারি সেক্টরগুলো হয়ে গেছে ডাকাতদের আখড়া !
আর এই দুই ফাঁটাবাঁশের মাইনক্যা চিপায় পড়া পাবলিক হারিয়ে ফেলেছে সকল প্রতিবাদের ভাষা !
০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৪
সামিয়া বলেছেন: প্রতিবাদ যেই করছে সেই বিপদে পড়ে যাচ্ছে আরো, তাই পরিবার পরিজনের কথা শুনে সব চুপ হয়ে থাকে। আপনার কমেন্টে ১০০ লাইক দেয়া হলো।
১৩| ১০ ই মার্চ, ২০২২ রাত ১১:১৩
খায়রুল আহসান বলেছেন: একজন সচেতন নাগরিক হিসেবে এই হতচ্ছাড়া নাগরিক জীবনের বিড়ম্বনা নিয়ে পোস্ট লিখার জন্য আপনাকে ধন্যবাদ, সামিয়া।
০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৪
সামিয়া বলেছেন: অনেক অনেকদিন পর, আশা করি ভাল আছেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩
আরিফ চৌধুরী বলেছেন: ৫০% বেশী ভাড়া নিচ্ছে।