নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

তোমার মনের চোখ কই??

০২ রা অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৯

ছবিঃ আমার তোলা

মনের চোখের অনেক শক্তি আছে
আকাশে পাখা ছাড়া দু চারটা চক্কর
দিয়ে দেখা যায় দুনিয়ার কার্যকলাপ;
কোথায় কি হয়;
কোথায় কি হয় না।

যা কিছু পাওয়া হয় নাই
যা কিছু পাওয়া হবেনা কোনদিনও;
যা কিছু অতীত,
যা কিছু মানসিক,
যা কিছু ভয়,
যা কিছু দূর্বলতা,
যা কিছু রোগ ব্যাধি,
যা কিছু হাহাকার,
যা কিছু অন্যায়,
যা কিছু ব্যর্থতা,
যা কিছু পরিশ্রম দিন রাত্রি ভুলে,
যা কিছু আনন্দ
যা কিছু বেদনা,
যা কিছু আর নাই।

মৃত গাছ, মৃত বিড়াল, মৃত খরগোশটা,
যা কিছু ফিরে আসবেনা আর।
যা কিছু প্রতারনা,
যা কিছু অপমান,
যা কিছু স্বার্থপর,
যা কিছু ভুল ছিল তোমার আমার!
যা কিছু স্বপ্ন দেখি;
যা কিছু অপূর্ণ ঘুম।

একটি সোনালী সিঁড়ি;
সিঁড়ির অপর প্রান্তে তুমি;
মনের চোখ দিয়ে;
সিঁড়ির অপর প্রান্ত দেখি রোজ!
তুমি আমাকে কাঁদতে দেখো না?
তোমার মনের চোখ কই??

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: মনের চোখ যারতার থাকে না
ভালবাসতে হয় ভাবনা-----------

০২ রা অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৯

সামিয়া বলেছেন: ভালো বলেছেন।।

২| ০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৪:০১

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: মনের চোখে কালা চশমা দেওয়া তাই দেখে না

০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২০

সামিয়া বলেছেন: হতে পারে :)

৩| ০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১:০৮

আহমেদ জী এস বলেছেন: সামিয়া,





মনের চোখ তো- এদিক যায়, সেদিক যায়! কখন কোথায় যে যায় তবুও দেখার সবকিছু কি ফুরোয়!!!!!!!!!!!

০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২০

সামিয়া বলেছেন: সেটাই তো কথা :)

৪| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: মনে হয় সুখে আছেন। আবার মনে হচ্ছে দুঃখে আছেন।

০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২১

সামিয়া বলেছেন: ঘটনা দুটাই সত্য :)

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩২

এম ডি মুসা বলেছেন: আজকে আমার ই এক্স কে দেখলাম, তার সন্তান সহ আমাকে দেখে না দেখার ভান করে চলে গেছে । আমাকে দেখে যেনো কত দ্রুত বেগে চলে যাবে সেটার হিসাব করেছে , কিন্তু আমি না দেখার ভান করছি, মনে মনে ভাবছি এই মানুষটা একদিন আমাকে না দেখলে পাগল হয়ে যেতো আমার কাছে বাসায় চলে আসতো বাবা মার ধার ধরতে না , সেই মানুষটা আজ চিনে না । কিন্তু আমাকে বলছিল যে তার বাবা যদি জোড় করে বিয়ে দেয়ে েআমি যেন তর সাথে যোগাযোগ রাখি, কিন্তু আমাকে সে বিয়ের পরও ফোন দিয়েছে নাম্বার টি বদলে নিয়েছি তার জন্য হয়তো আমার সাথে অভিমান বেড়েছে, আমাকে চিনে না,, তবু যে তার চুপ করে যাওয়ার মনের ভাষা বুঝতে পারছি । মনের চোখ দিয়ে দেখলাম, আমি কখনো রিলেশন করতে যাইনি তুই আমাকে টেনে নিয়ে নীচে ফেলে দিয়ে গেছেস আর আজ আমাকে দেখে লুকানো পৃথিবীটা আসলেই কিছু না কেউ কারোনা সত্যি কারের

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪০

সামিয়া বলেছেন: আহারে! অনেক কষ্ট!

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪

এম ডি মুসা বলেছেন: আমি ছোট কালে সিনেমা দেখলে বা নাটক দেখলে মাঝে মাঝে কিছু নাটক বা কাহিনী যেন আমার নিজের লাইফ মত মিলে যায়, আর আপনার কবিতা পড়ার পর বক বক করে নিজের কথা গুলো মনে পড়ে গেছে। সরি। তবে কবিতা হয়তো এটা্ যেটা নিজকে জাগ্রত করে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪২

সামিয়া বলেছেন: আসলে এসব ভীষণ কষ্টের ব্যাপার, গল্প কবিতা মনে করিয়ে দেয়া উপলক্ষ মাত্র, এগুলো অন্তরে সারাক্ষন ই জাগ্রত থাকে। যাই হোক সুন্দর জীবনের জন্য দো আ রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.