নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ নভোনীলের দালানকোঠা
এই দৃশ্যটা আমার প্রতিদিন দুইবার দেখতে হয়, অফিসে যাওয়ার এবং ফেরার পথে, দূরে যে বিল্ডিং দেখা যাচ্ছে সেটা ইউনাইটেড ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস, তার একটু দূরে যে বিল্ডিং সেটা ইউনাইটেড গ্রুপের কোয়াটার। দুই দিন আগে অফিস থেকে যাওয়ার পথে গাড়িতে বসে তুলেছি ছবিটি, সারাদিন বৃষ্টির পর হঠাত ঝক ঝকে আলোকিত রোদ ছড়িয়ে পড়েছিলো চারপাশে, সাময়িক ছিল সেই আলো যদিও।
ছবিঃ বসন্ত তবে এসেই গেল, বুঝলে!
দেখে মনে হচ্ছে পাশেরজনের মান ভাঙ্গানোর চেষ্টা চলছে, ছবিটা তুলেছিলাম সাফারি পার্ক থেকে।
ছবিঃ আমার কোন দুঃখ নেই
এই ছবিটা তোলার সময় সত্যি বৃষ্টি হচ্ছিলো কিন্তু সেটা ক্যামেরায় ধরতে পারছিলাম না স্পষ্ট করে, তাই গ্লাস দিয়ে উপর থেকে পানি ঢালতে হয়েছিলো।
ছবিঃ সূর্য ডোবার কালে, এক মিনিট মৌনতা এটাও আমার রোজ যাওয়া আসার পথে তোলা, আমি ঢাকার খুব সুন্দর সুন্দর রাস্তা দিয়ে চলাফেরা করি।
ছবিঃ দল বেঁধে দোতরা এই ছবিটা তুলেছি টি এস সি চত্বর থেকে, তেমন আহামরি কিছুনা বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছিলো এদেরকে।
ছবিঃ ঝিল-পুকুরের জাল
ছবিটা তুলতে বেশ ঝামেলা করতে হয়েছিলো, চার পাঁচ জন ডানপিটে ছেলে মেয়েকে পুকুরে ঢিল ছুঁড়ে স্প্লাশ করার কাজে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ঝামেলা হচ্ছিলো এরা সুযোগ পেয়ে এক সাথে অনেক মাটি ইট ছুঁড়ে দিচ্ছিল পুকুরে, ছবি তুলতে তুলতে আর এদের শান্ত রাখতে রাখতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, ছবি তোলা মাঝে মাঝে এক প্রকার যুদ্ধ ও।
ছবিঃ হলুদ রঙা স্বপ্ন একটা সাধারণ স্নাপ একটা সাধারণ হলুদ রঙা স্বপ্ন এটি।
ছবিঃ প্রিয় আকাশ তুমি এভাবেই থেকো
প্রথম ছবিটার কয়েক মুহূর্ত আগে এই ছবিটা তুলেছিলাম।
ছবিঃ সাধের কৃষ্ণচূড়া
কৃষ্ণচূড়া নিয়ে আর কি বলবো বসন্ত এলেই ঢাকা শহরে এই ফুল গুলোর জন্য আনন্দ আনন্দ ভাব আসে।
ছবি ব্লগ প্রতিযোগিতায় এটি আমার প্রথম পোস্ট, প্রতিযোগিতায় সবাই যারা অংশ গ্রহন করেছেন তাদেরকে শুভকামনা ও শুভেচ্ছা, এছাড়া এই প্রতিযোগিতায় সকল ব্লগারদের অংশগ্রহণ কামনা করছি।
১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:১৩
সামিয়া বলেছেন: ধন্যবাদ জাদিদ ভাই, আরও দুটি পোস্ট দেয়ার সুযোগ তো রয়েছে, আমি চেষ্টা করবো আরও ভালো কিছু করার।
২| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:১৮
সিগনেচার নসিব বলেছেন: চমৎকার কিছু ছবি দেখে ফেললাম।
অংশগ্রহনের জন্য অবিরত শুভেচ্ছা।
১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:২৫
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৪০
হাবিব বলেছেন: ওয়াও!! দারুণ সব ছবি
১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০১
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৪
আহমেদ জী এস বলেছেন: সামিয়া,
সুন্দর ছবি । ৩, ৭ আর ৯ নম্বর ছবি বেশী ভালো লেগেছে।
সফলতা কামনায়।
১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৫| ১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩০
রানার ব্লগ বলেছেন: সুন্দর ছবি গুলো
২০ শে জুন, ২০২১ সকাল ১০:৪২
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:১২
কামাল১৮ বলেছেন: ৫ নং একতারা
২০ শে জুন, ২০২১ সকাল ১০:৪৩
সামিয়া বলেছেন: আচ্ছা! ওটা একতারা হবে?
৭| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:২৫
মিরোরডডল বলেছেন:
পাখির ছবিটা অনেক কিউট
ছবি:৪ কি ৩০০ ফিটের রাস্তায় ?
ওখানে এরকম সানসেট দেখেছিলাম ।
২০ শে জুন, ২০২১ সকাল ১০:৪৪
সামিয়া বলেছেন: এটা ২০০ ফিট, বসুন্ধরার পেছনে, ধন্যবাদ, ভালো থাকুন।
৮| ২০ শে জুন, ২০২১ ভোর ৬:২৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার কাছে ৫, ৭, ৮, ১০ নম্বর ছবিগুলো বেশ ভালো লেগেছে। অনেক অনেক শুভ কামনা রইল।
২০ শে জুন, ২০২১ সকাল ১০:৪৫
সামিয়া বলেছেন: আপনার মুল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ,
৯| ২০ শে জুন, ২০২১ সকাল ৭:০১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: তিন ও ছয় নম্বর ছবি দুটি বেশি ভালো হয়েছে ! ক্যাপশনগুলো ভালো লাগলো ! শুভ কামনা |
২০ শে জুন, ২০২১ সকাল ১০:৫৩
সামিয়া বলেছেন: নিজের কাছে তো নিজের তোলা সব ছবিই ভালো, কিন্তু আদারস অপিনিয়নে এ্যাকচুয়ালটা বোঝা যায়, অশেষ ধন্যবাদ আপনার মুল্যবান মতামতের জন্য।
১০| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:২৮
শাহিন বিন রফিক বলেছেন:
আমার খুব ভাল লেগেছে, ব্লগে প্রতিযোগিতা হচ্ছে দেখেই আনন্দে নাচতে ইচ্চে করছে।
২০ শে জুন, ২০২১ সকাল ১১:৩০
সামিয়া বলেছেন: আসলেই ব্যাপারটা আনন্দের, একটু গান ছেড়ে নাঁচুন না, ফিজিক্যাল এক্সারসাইজ হবে মাইন্ড ও ফ্রেশ হবে।
১১| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:১৭
কল্পদ্রুম বলেছেন: ছবি সুন্দর হয়েছে। ছবির শিরোনামের লেখাগুলোও ভালো লেগেছে। সাধারণ ভাষায় চমৎকারভাবে গুছিয়ে লিখেছেন।
২০ শে জুন, ২০২১ দুপুর ১২:২৮
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার। ভালো থাকবেন।
১২| ২০ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৮
আখেনাটেন বলেছেন: আপনি বরাবরই ছবি ভালো তোলেন....।
চমৎকার ছবিব্লগ.....। শুভকামনা.....।
২২ শে জুন, ২০২১ দুপুর ২:৪২
সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
১৩| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবি শুধু ছবি। চারিদিকে ছবি!
২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৫২
সামিয়া বলেছেন: হাহা আসলেই, অসংখ্য ধন্যবাদ
১৪| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:০৫
অপু তানভীর বলেছেন: পুরো আকাশের বিপরীতে একটা লম্বা বিল্ডিং । এই ধরনের ছবি আমার বেশ পছন্দ । প্রথম ছবিটার মত ।
আর পাখি দুটোর ছবি বেশ এসেছে । তবে সব চেয়ে চমৎকার হয়েছে পুকুরের ছবিটা ।
২৪ শে জুন, ২০২১ দুপুর ২:৪১
সামিয়া বলেছেন: পুকুরের ছবিটা তুলতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, আকাশ ওয়ালা ছবিটি আমার কাছে অতিরিক্ত ভালো, এটা তুলতে আমার তেমন কষ্ট করতে হয়নি, ধন্যবাদ , ভালো থাকুন।
১৫| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৪২
আমি সাজিদ বলেছেন: ঝিল পুকুরের জাল, এই ছবিটি বেশ ভালো লেগেছে।
২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৮
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
১৬| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৯:২২
অপু তানভীর বলেছেন: ব্লগারদের তোলা পছন্দের কিছু ছবি নিয়ে একটা ছবি পোস্ট দিয়েছি যেখানে আপনার একটা ছবি ব্যবহার করেছি। আশা করব এতে আপনার আপত্তি নেই। নিজের ভাল লাগা প্রকাশের জন্য ছবি গুলো ব্যবহার করা হয়েছে। দয়া করে একবার চোখ বুলিয়ে আসার অনুরোধ রইলো। আর যদি আপত্তি থাকে সেটাও জানিয়ে আসার অনুরোধ থাকলো।
০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪২
সামিয়া বলেছেন: একদম আপত্তি নেই, অফলাইনে আপনার পোস্ট দেখেছি , আচ্ছা আবার চোখ বুলিয়ে আসি, ধন্যবাদ কন্যার অমুক ।
১৭| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:২২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ হয়েছে ছবি ব্লগ আপু, শুভ কামনা রই্ল....
০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪২
সামিয়া বলেছেন: বিচারকরা বলছে অতিরিক্ত এডিট করে ফেলছি। ধন্যবাদ।
১৮| ০৫ ই জুলাই, ২০২১ রাত ২:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে অভিনন্দন
........................................................
অনেক সুন্দর সুন্দর ছবি দেবার জন্য
০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪৩
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
১৯| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: পাচ নম্বরটা বেশি ভাল লাগলো । ৭, ৯, ১০ সুন্দর ।+
০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪৩
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
২০| ০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সব ছবি। এই পোস্ট মিস হয়ে গেলো ক্যামনে
০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৩
সামিয়া বলেছেন: কি জানি আপু, তবে দারুন হলেও বিচারকদের ভালো লাগেনি, তারা বলছেন আমি নাকি অতিরিক্ত এডিট করেছি।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:০০
জাদিদ বলেছেন: বাহ! বেশ ভালো হয়েছে। তবে আপনার কাছে আমার আরো একটু বেশি প্রত্যাশা রয়েছে বৈকি!