নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা চিত্র

১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৭

এই ছবিটা এবার উইমেন্স ডে তে তোলা, এটা ডি এস এল‌আর দিয়ে তুলিনি, ফোনে তোলা।

যখন তখন মাথার উপড় একটা পুরো আকাশ ভেঙ্গে পড়ার যে কমপ্লিকেটেড দুনিয়া, সেই দুনিয়ার নানা রং নানা সৌন্দর্য নানা দৃশ্যপট ক্যামেরা বন্দী করে রাখার নাম ফটোগ্রাফি, ফটোগ্রাফির এই সংজ্ঞা আমি নিজে এইমাত্র ভেবে ভেবে বের করলাম।আর মনে হতে লাগলো এর থেকে আরো ভালো সংজ্ঞা ভাবা উচিৎ ছিল। সব কিছুতে দুঃখের ঝুড়ি নিয়ে বসা আজকাল অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এটা অন্তরের সাথে দুনিয়ার সঠিক কম্যুনিকেশনের সমস্যার জন্য হয়ে থাকতে পারে।

এই ছবিটা তুলেছিলাম যেদিন সেদিন সেই সময়ে মৃদু বৃষ্টি হচ্ছিল।

ঐ একই দিনে তোলা এই ছবিটা

কৃষ্ণচূড়া

বালু নদী, সাঁতারকুল

উত্তরা হাইস্কুলের একটা অনুষ্ঠানে তোলা ছবিটা

বুড়িগঙ্গা

ইতিহাসের সাক্ষী দেয়ালে রাখা একটি হাত, জায়গার নাম না বললেও সবাই কম বেশী চিনে থাকবেন।

সবাই ভালো থাকুন। শুভ বিকেল।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপিনিওতো ছবি আপুর মতো
চমৎকার ছবি তোলেন !!
অসংখ্য ধন্যবাদ মন ভালো
করার কতগুলাে ছবি দেখবার
সুযোগ করে দেবার জন্য।

১৪ ই জুন, ২০২১ রাত ৮:০৯

সামিয়া বলেছেন: কি যে বলেন ছবি আপু আমার থেকে অনেক ভালো ছবি তোলে ভাইয়া, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

গফুর ভাই বলেছেন: সময়ের সাথে ক্ষয়ে যাওয়া শহর।অনেগ ঘুড়ে বেড়িয়েছি অই জায়গায় অনেক কিছুই স্মৃতির অতলে পড়ে আছে।

১৪ ই জুন, ২০২১ রাত ৮:০৯

সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ গফুর ভাই

৩| ১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ও তৃতীয়টা সবচেয়ে ভালো হয়েছে।

১৪ ই জুন, ২০২১ রাত ৮:১০

সামিয়া বলেছেন: আপিজি কি সুন্দর ছবি তুলেন, আপনার সামনে আমার ছবি কিছুই না, ধন্যবাদ ভাইয়া।

৪| ১৪ ই জুন, ২০২১ রাত ৮:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আপিজি কি সুন্দর ছবি তুলেন, আপনার সামনে আমার ছবি কিছুই না, ধন্যবাদ ভাইয়া।



ধন্যবাদ ভাইজান

১৪ ই জুন, ২০২১ রাত ৮:৫৯

সামিয়া বলেছেন: ওপস!!! টাইপ মিস্টেক হয়ে গিয়েছে!! লিখেছিলাম আপনি যে কি সুন্দর ছবি তুলেন হয়ে গেছে আপিজি হাহাহা

৫| ১৪ ই জুন, ২০২১ রাত ৯:৫৪

জটিল ভাই বলেছেন:
ছবির মতোই সুন্দর আপনার ছবিগৃলো :)
(ছবি বলতে আমি কিন্তু আভীর কথা বুঝিয়েছি :P )

১৫ ই জুন, ২০২১ সকাল ১১:১৩

সামিয়া বলেছেন: বুঝেছি, ছবি আপু আরো ভালো ছবি তোলে, ধন্যবাদ জটিল ভাইয়া।

৬| ১৪ ই জুন, ২০২১ রাত ১১:১২

আখেনাটেন বলেছেন: আপনার ফটোগ্রাফির সংজ্ঞা ভালো লাগল সাথে ছবিও। তবে শেষের ছবিটির জায়গা চিনতে পারলাম না।

১৫ ই জুন, ২০২১ সকাল ১১:১৫

সামিয়া বলেছেন: শেষের ছবিটা পানাম নগর সোনারগাঁ থেকে তোলা।

৭| ১৪ ই জুন, ২০২১ রাত ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর হইছে আপি। মাশাআল্লাহ

১৫ ই জুন, ২০২১ সকাল ১১:১৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপু, আপনার ছবি আরো বেশি সুন্দর

৮| ১৫ ই জুন, ২০২১ রাত ২:১০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে। চালিয়ে যান !

১৫ ই জুন, ২০২১ সকাল ১১:১৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৯| ১৫ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৪

ডার্ক ম্যান বলেছেন: Every picture shows a spot with which the artist has fallen in love.

Alfred Sisley

১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৪৮

সামিয়া বলেছেন: Nice quotation, thanks...

১০| ১৫ ই জুন, ২০২১ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: সামিয়া,




আসলেই, অন্তরের সাথে পুরো আকাশ ভেঙে পড়ার যে জটিল দুনিয়া তার সাথে সঠিক কম্যুনিকেশনের সমস্যা হলেই দুঃখেরা ঝাঁক বেঁধে আসে।

মোবাইল বন্দি চিত্রগুলো ভালো হয়েছে। ফুলের ছবি দু'টো বেশী।

১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৪৯

সামিয়া বলেছেন: সুনদ্র মন্তব্য এর জন্য ধন্যবাদ।
আপনার মন্তব্য অবশ্য সব সময় ই সুন্দর।

১১| ১৬ ই জুন, ২০২১ সকাল ১১:৩০

ফয়সাল রকি বলেছেন: B-)

১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৫০

সামিয়া বলেছেন: ? ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.