নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

এইটা গল্প না। ভালো লাগলো, শেষটা এমন না হলেও পারতো না লিখে ইন্না লিল্লাহ লিখুন

০৩ রা মে, ২০২১ সকাল ১১:৪০



আমি উনাকে প্রথম দেখার পর অবাক হই প্রচুর; মনে হয় হ্যান্ডসাম বুঝি একেই বলে, নাক কান চুল চোখ চেহারা দৈহিক গড়ন মিলে বলিষ্ঠ পার্সোনালিটি। উনি গাড়ি থেকে নেমে লবি পাড় হয়ে আমার আগেই লিফটের কাছে পৌঁছে গেলেন; বাটন চাপলেন, লিফট উঠি উঠি করছিলো; সেই মূহূর্তে আমাকে দেখে ওটা থামিয়ে দেওয়ায় আমি চির কৃতজ্ঞ হয়ে মৃদু হাসি দিয়ে ধন্যবাদ বললাম, জবাবে উনি চুপ করে আছেন দেখে আমি দ্বিতীয় বারের মতন উনার মুখের দিকে তাকাতেই মৃদু হাসলেন। ঐ আমাদের প্রথম দেখা।

এইভাবে আমাদের অফিসে কাজে কর্মে দেখা হয়, অপরিচিতের মতন কথা না বলে দিনের পর দিন কেটে গেছে যদিও ততদিনে অন্য সকল ফিমেল মেল কলিগদের সাথে কথা টথা বলে সম্পর্ক নরমাল হয়ে গেছে। কিন্তু এসব নিয়ে কেউ খুব একটা ভাবে না আমিও ভাবিনাই রিজার্ভ থাকতে পছন্দ করা লোক হয়তো।

একদিন অনেক আগের দিনের মতন লিফটে তার সাথে দেখা, সে যাবে আঠারো তলায় আমি একুশ, একটা ঝগড়া করার জন্য রেডি ধরনের মহিলা উঠে উনার কাছে জানতে চাইলো আইটি কোন ফ্লোরে বসে? সে জবাব না দিয়ে হাসলো, একই কথা মহিলা আবার জানতে চাইলেন সে জবাব না দিয়ে আবারো হাসার অপরাধে নানান সব কথা বলে তাকে অপমান অপদস্থ করতে করতে থাকা অবস্থায়; আমি ঘটনার মাঝখানে নাক গলিয়ে বলে দিলাম তার আইটি কই পাওয়া যাবে, সে আমাকে প্রশংসা করতে করতে তাকে অভদ্র টাইটেল দিয়ে বেরিয়ে গেলেন, খুব নিচু গলায় বললাম এইট ফ্লোর বললে তো মহিলা এতগুলো কথা শুনাতো না, সেদিন তার হৃদয় আকাশে জমা ঘন কালো মেঘ ভর্তি চেহারা নিয়ে সরি জাতীয় ইশারা করলেন। আমি ভাবলাম সহজ সরল বোকা লোক।

উনার সাথে আমার দেখা হয়েই যেতো মাঝে মাঝে, নতুন অফিসের একেক বিল্ডিংএ একেক department তারপরও।
সব সময় একমনে উনার কম্পিউটারে মাথা গুঁজে কাজ করতেন; উনি কাজের প্রতি অতিরিক্ত সিনসিয়ার।

এইতো গত মাসে এক অদ্ভুত কথা শুনলাম; আমাদের অফিসে এক কলিগ আছেন খুবই হ্যান্ডসাম কিন্তু কথা বলতে পারেন না, আমার অবচেতন মন তাকেই ধরে নিয়ে আহত হলো সেদিন। গত সপ্তাহে উনার সাথে দেখা, পাঞ্চ করে দরজা খুলে মাথা ঝুকে হাত দিয়ে ইশারা করলো বের হতে, চট করে মাথায় এলো, আচ্ছা একবার কি জিজ্ঞেস করবো! আপনি কথা বলতে পারেন না?! দীর্ঘ লন ধরে হেঁটে সামনে লবি পার হতে হতে ভাবলাম এই কথা কখনোই তাকে জিজ্ঞেস করা যাবেনা,যদি ব্যাপারটা সত্যি হয়ও, তার পায়ে পায়ে হেঁটে চলে যাওয়া সেদিন মূহুর্ত মাত্র অজানা অস্বস্তিতে ফেললো আমায়।

পরের তিন দিন পর পর রোস্টার ডিউটি ছিল আমার, এরপর ফ্রাইডে সাটারডে অফ, এরপর দিনও রোস্টার। ছয়দিন পর অফিসে গিয়ে একে ওকে বলতে শুনলাম আমাদের অফিসে একজন কলিগ আছেন যিনি নাকি কথা বলতে পারতেন না তিনি করোনায় মারা গেছেন।

রক্তের সম্পর্কের কেউ না, তেমন করে পরিচয় ও নেই, কথা নেই, একত্রে চলাফেরা নেই, কোন আবেগ নেই, অনূভুতি নেই, কিন্তু তার উপস্থিতিটাই পৃথিবীতে একটা দরকার হয়ে দাঁড়ানো একটা আত্মিক টানের সম্পর্ক পৃথিবীতে আছে। সেই সম্পর্কের জের ধরে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো।

মরিলেএএএএএএএ
কান্দিস না আমার দায় ।। রে যাদু ধন ……
মরিলে কান্দিস না আমার দায় .......

ছবি: আমার তোলা

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২১ সকাল ১১:৫৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: ছবিটা সুন্দর হইছে, তবে গল্পের শেষটা ভিন্নও হতে পারতো।

০৩ রা মে, ২০২১ সকাল ১১:৫৯

সামিয়া বলেছেন: এটা গল্প না , আমার কলিগের কথা লিখেছি,

২| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:০৪

সোহাগ তালুকদার বলেছেন: ভাল লাগল

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:১৫

সামিয়া বলেছেন: :(

৩| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:০৭

জটিল ভাই বলেছেন:


লেখক বলেছেন: আমাদের এক কলিগ মারা গিয়েছেন তার কথা লিখেছি

বুঝাতে চেয়েছি জীবন নাটকের শেষ দৃশ্যটা আল্লাহ্ চাইলে এতো বেদনাদায়ক নাও করতে পারতেন। অনেক টাচি :(

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:১৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ , শিরোনাম পাল্টে দিয়েছি তিনটা মন্তব্য পড়ে তখন।

৪| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:১৭

জটিল ভাই বলেছেন: ইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহিরাজিউন......
(লেখকের নিকট অনুরোধ, অসামঞ্জস্যপূর্ণ মন্তব্যগুলো মুছে দিন)

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:২৩

সামিয়া বলেছেন: এটা ব্লগে হয় , অসামঞ্জস্যপূর্ন মন্তব্য, আচ্ছা মুছে দিচ্ছি । আবারো ধন্যবাদ।

৫| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহহি রাজেউন।
আল্লাহ তাকে বেহেশবাসী করুন। আমিন

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:২৪

সামিয়া বলেছেন: আমিন

৬| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আল্লাহ তাকে জান্নাত দান করুন

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৪৯

সামিয়া বলেছেন: আমিন

৭| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:২৬

নেওয়াজ আলি বলেছেন: ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহহি রাজেউন।
আমিন

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৪৮

সামিয়া বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুক।

৮| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৩২

শেহজাদী১৯ বলেছেন: ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহহি রাজেউন।

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৪৮

সামিয়া বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুক।

৯| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৪৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: দু:খিত


ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৪৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ , আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন।

১০| ০৩ রা মে, ২০২১ দুপুর ১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই বেদনাদায়ক ঘটনা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি খুব ভালো মানুষ ছিলেন, আপনার বর্ণনায় ফুটে উঠেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

০৩ রা মে, ২০২১ দুপুর ২:০১

সামিয়া বলেছেন: ধন্যবাদ , আমিন ।

১১| ০৩ রা মে, ২০২১ দুপুর ১:৫৪

মা.হাসান বলেছেন: সামাজিক ক্ষেত্রে মানুষের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়াও এবাদত। ওনার নাজাতের জন্য প্রার্থনা করছি।

০৩ রা মে, ২০২১ দুপুর ২:০২

সামিয়া বলেছেন: আমিন

১২| ০৩ রা মে, ২০২১ বিকাল ৩:০১

ডার্ক ম্যান বলেছেন: রক্তের সম্পর্কের চেয়ে কখনো আত্মার সম্পর্ক আবার কখনোবা আর্থিক সম্পর্ক বড় হয়ে উঠে । কেমন আছেন আপনি

০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:১৫

সামিয়া বলেছেন: আলহামদুলিলাহ আছি ভালো আছি

১৩| ০৩ রা মে, ২০২১ বিকাল ৫:০৪

অধীতি বলেছেন: ছবিটা সুন্দর! খুব সুন্দর!!
গল্পটা একটা মায়া এবং সাথে শূন্যতার সৃষ্টি করল হৃদয়ে।

০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:১৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ , এটা বাস্তব ঘটনা।

১৪| ০৩ রা মে, ২০২১ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:



বয়স কেমন ছিলো?

০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:২০

সামিয়া বলেছেন: ৪২/৪৪, দুইটা বাচ্চা আছে তার।

১৫| ০৩ রা মে, ২০২১ বিকাল ৫:২৬

কালো যাদুকর বলেছেন: সত্য ঘটনাই সব সময কষ্ট দায়ক হয়।

০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:২১

সামিয়া বলেছেন: অনেক কষ্ট

১৬| ০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:২৯

খায়রুল আহসান বলেছেন: মুচকি হাসি দিয়েই তিনি সবার সব প্রশ্নের জবাব দিতেন, কারণ একমাত্র এ ভাষাটাই তার জানা ছিল। কি অদ্ভূত সুন্দর একটি ভাষা!
তার পারলৌকিক কল্যাণ কামনা করছি। আল্লাহতা'লা তাকে জান্নাত নসীব করে দিন!
পোস্টে প্রথম ভাল লাগা + +।

০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:২৭

সামিয়া বলেছেন: খুব সুন্দর মন্তব্য ভাইয়া, আমিন আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুক।

১৭| ০৩ রা মে, ২০২১ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার একটা গল্প আছে এমনি

০৪ ঠা মে, ২০২১ সকাল ১১:২৮

সামিয়া বলেছেন: বলেন না শুনি

১৮| ০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:১৩

মনিরা সুলতানা বলেছেন: ইন্নালিল্লাহে ও ইন্নাইলাইহে রাজিউ!
এই নিদান কালের পরিচিত গল্প :(

০৫ ই মে, ২০২১ রাত ৯:৪০

সামিয়া বলেছেন: হুম :(

১৯| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: প্রতিটা মৃত্যু আমাকে কষ্ট দেয়।

০৫ ই মে, ২০২১ রাত ৯:৪০

সামিয়া বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.