নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মেঝো আপা যখন অসুস্থ ছিল ও তার মৃত্যুর আগ পর্যন্ত বুঝিনাই যে মৃত্যু শকুনের মতন মাথার উপড় উড়াউড়ি করতে থাকা অদ্ভুত চিরস্থায়ী সস্তা পদ্ধতি, যা কথা বলতে বলতে দোয়া চাইতে চাইতে কিচ্ছু হবেনা অথবা ব্যাপারটা কিছুইনা, মরন কল্পনায়ই থাকেনা, হাসপাতালে যেতে যেতে, কাজ কর্ম করতে করতে, দীর্ঘ অসুখে ভুগতে ভুগতে, অথবা কোন সিমটম ছাড়াই সন্তানের সাথে মায়ের, বোনের সাথে ভাই ও বোনের, স্বামীর সাথে স্ত্রীর একরকম ভাবে নিঠুরের মতন অনিচ্ছায় অনন্তকালের জন্য পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার বিচ্ছেদ তৈরির নাম হলো মৃত্যু।
সে সময় আমার প্রাক্তন ডিপার্টমেন্ট হেড স্যার তার শুভ্র শান্তির ঠান্ডা চিন্তা ভাবনা মুক্ত রুমে বসে বললেন; মন শক্ত করেন আমি অনেক মৃত্যু দেখেছি এই জীবনে, এটা যেমন কঠিন তেমনই ডালভাতের মতন সহজ একটা ব্যাপার, বলে তার জীবনের একটা অভিজ্ঞতা মনে করলেন,
তার শ্বশুর যিনি হয়েছিলেন তিনি এক ঈদে তাকে দাওয়াত করে তার একমাত্র মেয়েকে স্যারের কাছে বিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন এবং ভেবেচিন্তে তাকে তার সিদ্ধান্ত জানাতে বলেন এই কারনে যে স্যার তখন ও ছাত্র ছিলেন।
স্যার খাওয়া শেষ করে মানা করে দেয়ার জোর সিদ্ধান্ত নিয়ে উনার কাছ থেকে বিদায় নিয়ে ভেতর বাড়ি থেকে বের হয়ে গেট পর্যন্ত পৌঁছানোর পর ভেতর থেকে কান্নার রোল শুনতে পেয়ে আবার ভেতর বাড়ি যান এবং মর্মাহত হয়ে দেখেন তার শ্বশুর বিনা রোগ ব্যাধি উপকরণ উপলক্ষ্য ছাড়াই এই মাত্র মারা গিয়েছেন।
মৃত্যু এত সহজ আর যখন তখন; এই ব্যাপারটা সেদিন থেকে তিনি অন্তর দিয়ে বিশ্বাস করেন।
আমাদের এক কলিগ ভাইয়া গতকাল আমাদের জানালেন তিনি বাবা হয়েছেন এগারো দিন, ছুটিতে ছিলেন ঐদিনই জয়েন করেছেন।
অফিসে আসার পথে তার স্ত্রী বলছিলেন শরীরটা কেমন জানি লাগছে তার, বললেন অফিস করে বাসায় গিয়ে যেন ডাক্তারের কাছে নিয়ে যায়। তিনি বাসায় তার স্ত্রী ও নবজাতক কন্যাকে রেখে অফিসে এলেন, এমনিতেই অনেক ছুটি কাটানো হয়ে গিয়েছে।
দুপুরের পর থেকে উনার স্ত্রী ফোন ধরছিলেন না, হয়তো ঘুমাচ্ছন হয়তো শরীর আরো খারাপ করেছে মনে মনে ধরে নিলেন।
অফিস শেষে বাসায় পৌছে বাইরে থেকেই বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পেলেন, দ্রুত কমন চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলেন।
তার জীবনে অবিশ্বাস্য নির্মম খারাপ ধাক্কাটাই এসে লাগলো। তার স্ত্রী দিনের কোন একসময় মারা গিয়েছেন, হাত পা বরফ আর শক্ত হয়েছিল। বাচ্চাটি তার মৃত মায়ের পাশে একা একা শুয়ে অমন কতক্ষন ধরে যে কাঁদছিল!!
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৩
সামিয়া বলেছেন: মৃত্যু নিষ্ঠুর
২| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দু:খজনক হলেও এটাই বাস্তবতা মন শক্ত করুন । ইদানিং খুব ভয়ে ভয়ে থাকি ফোন এলেই চমকে চমকে উঠি । কি জানি কখন কার কি খবর আসে ।
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪৬
সামিয়া বলেছেন: সময় দিন দিন শুধু খারাপের দিকেই যাচ্ছে, আর কখনো কি পৃথিবী স্বাভাবিক হবেনা!!!
৩| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: মৃত্যু এত কাছে আমাদের কেউ জানি না কখন হবো ধরাশায়ী। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এবং সহজ সরল শুদ্ধ জীবন যাপন দান করুন। পাপমুক্ত রাখুন আমাদের। ইমানের সাথে যেন মরতে পারি আল্লাহ কাছে এই কামনা
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৩
সামিয়া বলেছেন: আমীন
৪| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৭
করুণাধারা বলেছেন: মৃত্যু কখন কীভাবে আসবে জানিনা। শুধু প্রার্থনা আল্লাহর ক্ষমা অর্জন করে যেন ঈমানের সাথে মৃত্যু হয়।
ছোট বাচ্চাটি এভাবে মাতৃহারা হলো... খুব মনখারাপ হলো পড়ে। কী কারণে মারা গেলেন জানা গেছে কি?
আপনার অফিসের যে মেয়েটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মুখে পৌঁছে গেছিল, যাকে নিয়ে পোস্ট দিয়েছিলেন, তার কী হলো?
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৬
সামিয়া বলেছেন: অফিস মেইলে মৃত্যুর কারন লিখেছে দেখলাম shortness of breath, details জানিনা আর। বাচ্চাটি কে আল্লাহ ভালো রাখুক।
সড়ক দুর্ঘটনায় আহত কলিগ পুরোপুরি সুস্থ হয়েছে, মেমোরি ফিরে পেয়েছে, পায়ে রড লাগিয়ে দিয়েছে একা চলাফেরা করতে পারে, তবে খুড়িয়ে হাঁটে বলে চাকরীতে আর নেয়া হয়নি। তার বিয়ে হয়েছে, কয়েকদিন আগে তার একটি বাবু ও হয়েছে, একদিন অফিসে এসেছিল, আমি তো খুশিতে তাকে জড়িয়ে ধরেছিলাম।
৫| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: মৃত্যু সর্বদাই আমাদের চারপাশে.....
২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৪
সামিয়া বলেছেন: হুম...
৬| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৯
ডার্ক ম্যান বলেছেন: The life of the dead is placed in the memory of the living.
Marcus Tullius Cicero
২৪ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪০
সামিয়া বলেছেন: True ...
৭| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: বোন মৃত্যু শব্দটাই আমি ভয় পাই।
তিন মাস আগে আব্বা মারা হঠাত গেলেন।
প্রতিটা মৃত্যু আমাকে কষ্ট দেয়। যন্ত্রনা দেয়।
২৪ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪০
সামিয়া বলেছেন: হুম.....
৮| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:০৩
কল্পদ্রুম বলেছেন: আপনার মৃত্যু বিষয়ক মনোভাব ভালো লাগলো।যদিও এই অন্তিম সিদ্ধান্তে পৌছানো ও তাতে স্থির থাকা সহজ নয়।
২৪ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪১
সামিয়া বলেছেন: হুম,
৯| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১১:৩০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুঃখের কথা বেশি মনে না করাই ভাল।বেঁচে থাকাই জীবন।
২৪ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪১
সামিয়া বলেছেন: হুম বেঁচে থাকাই বড় ব্যাপার
১০| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: মৃত্যুর কথা ভুলে গিয়ে জীবন উপভোগ করাই শ্রেয়।
২৪ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪২
সামিয়া বলেছেন: জীবনমানেই যুদ্ধ, এতে উপভোগ করার কিই বা থাকতে পারে।
১১| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জীবনমানেই যুদ্ধ, এতে উপভোগ করার কিই বা থাকতে পারে।
জীবন মানে যুদ্ধ সে তো দরিদ্র জনগোষ্ঠির জন্য। সোণার চামচ মুখে নিয়ে যারা জন্মেছে তাদের জন্য না।
২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪০
সামিয়া বলেছেন: আফসোস, জীবন একেকজনের বেলায় একেকরকম।
১২| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৬
অক্পটে বলেছেন: আমার নিজের ছাঁয়াটাকেই আমার মৃর্ত্যু বলে মনে হয়। সব সময় আমার কাছে থাকে, জীবন তরী বাওয়া শেষ! হয়ে যাব ঐ পাড়ের বাসিন্দা।
২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩১
সামিয়া বলেছেন: ঐপাড়ের বাসিন্দা তো সবাই একদিন না একদিন হবে
১৩| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪১
অক্পটে বলেছেন: নো ডাউট। ঐ যে যেমন বললেন, "এটা যেমন কঠিন তেমনই ডালভাতের মতন সহজ একটা ব্যাপার,"
২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৫
সামিয়া বলেছেন: হ্যাঁ আমার বোনের মৃত্যুর পর এই ধারণা হয়েছে আমার
১৪| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২০
ইসিয়াক বলেছেন: করনার এই সময়ে মৃত্যু আরো কাছাকাছি চলে এসেছে। গত সপ্তাহে আমার এক ছাত্রের বাড়ির সবাই করোনায় আক্রান্ত হয়। আজ জানলাম ওই ছাত্রের দাদী মারা গেছেন। তিনি আমায় খুব স্নেহ করতেন। কেন জানি না আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না তিনি আর এ পৃথিবীতে নেই।
১২ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২৬
সামিয়া বলেছেন: হুম,
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: মৃত্যু আমাদের থেকে বেশী দূরে না আসলে।