নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী দিবসে বেগুনি রং এর পোশাক ও দেখলাম দেশের অন্যসব উৎসবের মতন হয়ে গেছে প্রায় সব নারীর পড়নে বেগুনি পোশাক, এই রংটি আসলে নারীর সুবিচার ও মর্যাদার চিহ্ন,এটা প্রতিবাদের একধরনের প্রতীক ও বলা যায়।
অ্যালিস ওয়াকার রচিত দ্য কালার পারপল বইটি ও নারী দিবসে বেগুনি রং এর অনুপ্রেরণা। এই বইতে তিনি তুলে ধরেছেন নারীদের অধিকারের কথা। মনে করা হয়, সেখান থেকেই নারীর সঙ্গে জুড়ে গেছে এই রংটা।
তাই নারী দিবসে পারপল পোশাকের রংটার মাধ্যমেই জানান দেয় নারীরা তাদের অধিকার প্রয়োজনের কথা।
এই অধিকার আদায়ের সংগ্রাম এই বেগুনি রঙের মাজেজা কেউ মানুক আর না মানুক নারী বলে আমাদের জীবন সত্যিকার অর্থেই বেশি বেশি চ্যালেঞ্জের, বেশি বেশি পরীক্ষার, বেশি বেশি সেক্রিফাইস, বেশি বেশি জবাবদিহি, বেশি বেশি ইন্সিকিওরের কারনে; অনেক সময় জনগনের একটা বৃহৎ অংশ হয়েও আমরা চেষ্টা করেও পিছিয়ে থাকা জাতি(কম বেশি)।
নারী বলে পরিবারের ছেলেটির তুলনায় বঞ্চিত অথবা একেবারেই বঞ্চিত, পরিবারের সাপোর্ট পেলে দেখা যায় সমাজে অথবা কর্মক্ষেত্রে বঞ্চিত হতে হয় পথ চলতে কোনো না কোনো বঞ্চিত হবার গল্প থাকেই নারীদের। আমি সেদিনই এক মহিলা কুকের স্যালারী দেখলাম অনলি ৭,৫০০ টাকা, অথচ পুরুষ কুকের ২২ থেকে ২৪ হাজার টাকা, এই ভিন্নতা নারীদের বেলায় সবখানে ভাই।
যারা বলে এখন আর সেই যুগ নাই এখন নারীরা শক্তিশালী হ্যান করছে ত্যান করছে, তারা বাস্তব সমাজের চিত্র কম জানে বলে আমার মনেহয় এবং এর পরিবর্তন কত শত বছর পর পৃথিবীতে হবে আদৌ হবে কিনা আমার সন্দেহ। যাই হোক বেগুনি রঙের নারী দিবসের শুভেচ্ছা সবাইকে।
পুরুষ দিবস ও কিন্তু আছে ১৯ নভেম্বর, সেইদিন পুরুষদের নীল রং পড়ার নিয়ম, এই নীল রং পড়ার নিয়ম কেন পুরুষের গুগোল ঘাটাঘাটি করে দেখতে হবে।।
ছবি:সেলফি
০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৪
সামিয়া বলেছেন: সব শ্রেনীর সব বয়সের নারী কম বেশি ঘরে বাইরে চাকর।
২| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৫
তারেক ফাহিম বলেছেন: নারী নির্যাতন অনেকটা কমেছে।
০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৬
সামিয়া বলেছেন: কমলো আর কই!! প্রতিদিন নারীদের কোন কোন নির্যাতনের নিউজ থাকেই পত্রিকায়।
৩| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৮
চাঁদগাজী বলেছেন:
গড়ে, বাংলাদেশের পুরুষেরা নারীদের চেয়ে কম সংসারী, পড়ালেখায় পেছনে; কিন্তু বাংলার ক্ষমতাশালী নারীরা ভালো নয়।
০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:২১
সামিয়া বলেছেন: ১০০% সত্যি
৪| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: একটা মানুষ দিবস থাকা উচিৎ। আছে কিনা জানিনা থাকলে বঞ্চনা বৈষম্য কমতো ।
০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৪
সামিয়া বলেছেন: Human rights day আছে, ১০ ডিসেম্বর।
৫| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: নারী দিবসের শুভেচ্ছা আপি
০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৪
সামিয়া বলেছেন: ধন্য আমরা নারী।
৬| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: সকল নারীকে নারী দিবসের শুভেচছা।
আসলে সভ্যতার উন্নয়ন ও ক্রমবিকাশে নারীদের ভূমিকা অসীম। নারী ছাড়া এ দুনিয়া অপূর্ণ।তাইতো কবি বলেছেন,"কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী, প্রেরণা দিয়েছে -শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী" - নর-নারী মিলেই দুনিয়া আর তাদের মিলিত প্রচেষ্টাতেই দুনিয়া এগিয়ে যাচছে ,এটাই বাস্তবতা।
নারীর কর্মের মাঝেই নারীর মুক্তি তথা স্বাধীনতা নির্ভরশীল।আর নর-নারীর মাঝে সম্পর্ক প্রতিযোগীতার নয় সহযোগীতার ।আর এর মাঝেই মানব জাতির সর্বোত্তম কল্যাণ নিহিত।
০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৫
সামিয়া বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ
৭| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৬
ডার্ক ম্যান বলেছেন: নারী কি নদীর মতো
নারী কি পুতুল,
নারী কি নীড়ের নাম
টবে ভুল ফুল।
নারী কি বৃক্ষ কোনো
না কোমল শিলা,
নারী কি চৈত্রের চিতা
নিমীলিত নীলা
০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৬
সামিয়া বলেছেন: ছন্দে ছন্দে নারী নিয়ে সুন্দর কবিতা। ধন্যবাদ।
৮| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: একজন নারীকে সত্যি করে ভালবাসতে পারাটা হচ্ছে পৃথিবীর পবিত্রতম ধর্ম, সুন্দরতম উপাসনা।
০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৮
সামিয়া বলেছেন: ভালোবাসা লিংগ ভেদে সবার বেলায় সব কিছুর বেলায় প্রযোজ্য।
৯| ০৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০৮
মেহেদি_হাসান. বলেছেন: যারা তথাকথিত নারীবাদী সারাদিন নারীদের নিয়ে চিল্লায় তাদের দ্বারাই ঘরে/বাইরে নারী নির্যাতন হয়। সমাজে কিছু শিক্ষিত মানুষ আছে তারা ঘরে চাকরানী না রাখলে তাদের অভিজাত্য কমে যায়। মাঝে মাঝে চাকরানীর গায়ে হাতও তোলে।
০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৮
সামিয়া বলেছেন: হুম
১০| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:২০
শায়মা বলেছেন: তুমিও কি বেগুনী পরেছো সামিয়ামনি???
যাইহোক নারী দিবসের শুভেচ্ছা। সাফল্যময় জীবন হোক।
০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৯
সামিয়া বলেছেন: ধন্যবাদ, হ্যাঁ আপু আমি বেগুনি জামা পড়েছিলাম, অফিসিয়াল প্রোগ্রাম ছিল।
১১| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: এবারের মতো আগে কখনো নারী দিবস নিয়ে এতো পোস্ট মনে হয়ো কোথাও দেখিনি।
০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩০
সামিয়া বলেছেন: আমি নারী দিবসে সব সময়ই এটা নিয়ে পোষ্ট দেই, ধন্যবাদ ভাইয়া।
১২| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫০
ডার্ক ম্যান বলেছেন: ঐটা আমার না । হেলাল হাফিজ এর কবিতা
২৩ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৪
সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৫
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া, শেখ হাসিনা, মতিয়া চৌধুরী, রওশন এরশাদ, দীপুমনি, ইত্যাদিরা চাকরাণী বানায়েছে বাংলার গরীবের কিশোরী মেয়েদের।