নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

পথের সাথে

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৯


ছবি: নেট

মাস্ক দিয়ে মুখ ঢাকা থাকলেও কিছু মানুষ মুখ না দেখে বুঝতে পারে কখনো কখনো অপরের মনের বেদনা।
সাহস করে বলেই ফেলে 
-মাগো এত মন খারাপ করতেছেন আপনি আর আমি আপনের জন্য নাস্তা না খাইয়া দাঁড়িয়ে আছি।
-আমাকে যেইখানে নামিয়ে দেবেন সেইখানে খাবার জন্য আপনার উপযুক্ত জায়গা নাই? মাথা নাড়তে নাড়তে বলে -আছে, 
সে চলতে থাকে দ্রুত বেগে তারে বলে দেয়া হয়নাই আজ আমার দেরি হয়ে গেছে তবু বুঝে যায়, লেখাপড়া না জানা ঘড়ির সময় বুঝতে না জানা লোক সে।
সে আমার অঘোষিত খেয়াল রাখা অজানা মানুষ। আমাকে অফিস বাস পর্যন্ত পৌঁছে দেয়া রোজ সকালে তার দায়িত্ব মনে মনে ধরে নিয়েছে।
চলতে চলতে মানুষের ব্যস্ততা মনে করিয়ে দেয় নিজের কাজের কথা, অথচ নিজের বলে কিছু নাই এই জগতে,ছোট্ট পাখিগুলার মতন এই আছে এই নাই ধরনের আসা যাওয়া জীবনের।

পথে ছোট একটা কবরস্থান পার হই, তারা আজ যেখানে আছেন আমরা কাল সেখানে থাকবো। এত দম্ভ আর অহংকার যে দেখাই কবরবাসীরা কি তার থেকে কম ছিল!! তারা এর থেকে বেশি চেহারা ও সম্পদের মালিক থাকা সত্ত্বেও এখন তারা ঐ মাটির নীচে। কথা গুলো লেখা কবরস্থানের দেয়ালে দেয়ালে। 

আমি ভাবি কবরস্থানের পজিশন ভালো চারদিকে মার্কেট হই চই এর মাঝে তাদের নিশ্চয়ই একা একা লাগেনা আমার মতন অথবা লেগে থাকতে পারে; দুনিয়ার সাথে মাটির যে দেয়ালের দূরত্ব সেই দূরত্ব কয়েকশো মাইলের কম কি।
আমি আজ যেখানে আছি কাল এইখানে থাকবো না তোমরা থাকবে তোমাদের অসহ্য করবার জন্য নতুন কেহ আসবে। 
ভাবতে ভাবতে মায়ের মুখ স্মরণ হয় । পৃথিবীতে ঐ একটাই শান্তির জায়গা। 




মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৯

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: একদিন সব শেষ হয়ে যাবে, শেষ হয়ে যেতে হবে...

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৮

সামিয়া বলেছেন: হুম

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০

মানিক_চন্দ্র_দাস বলেছেন: শেষ নিদ্রায় সব শেষ হয়

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৪

সামিয়া বলেছেন: হুম সব শেষ হয়

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪১

এম. হাবীব বলেছেন: লেখাপড়া না জানা ঘড়ির সময় বুঝতে না পারা লোকগুলোর সেন্স অব হিউমার খুব শক্তিশালী হয়; তারা দ্বায়িত্বকে গুরুত্বের সাথে নেন। আসলে এই ক্ষণস্থায়ী লাইফে অহংকার করা বড় নির্বোদেরই পরিচয়... ছবিটা বেশ প্রাসঙ্গিক এবং লেখনি বরাবরের মতই ভালো হয়েছে...

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৫

সামিয়া বলেছেন: বেশ্ ভালো ভালো কথা গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ অনুপ্রেরণায়।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩১

করুণাধারা বলেছেন: কবরের কথা মনে রাখা ভালো, দুনিয়ার মোহ কমে হয়।

আগে একটা পোস্টে বনানী কবরস্থানে যাবার কথা লিখেছিলেন, অনেক ছবি ছিল সাথে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৬

সামিয়া বলেছেন: আপনার আমার সেই পোস্ট মনে আছে !! কত কিছু ঘটে গেলো তারপর। অনেক ধন্যবাদ ভালো থাকুন।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



কি ব্যাপার? ঐ কবরস্হানের পাশ দিয়ে না গিয়ে, অন্য পথে যাবেন; আপনার মনে ভয় ঢুকে গেছে, মোল্লারা আপনাকে পেয়ে বসবে!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৮

সামিয়া বলেছেন: কবরস্থানের রাস্তাটা ফাঁকা থাকে। জ্যামে পড়তে হয় না।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫১

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টি সন্ধ্যায় পড়েছিলাম মোবাইল থেকে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৬

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: এই গানটা শোনেন- https://www.youtube.com/watch?v=Av8ev7rzO74

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২০

সামিয়া বলেছেন: শুনলাম, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.