নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃনেট
বন্ধুরা খেলাধূলা তো ভালোই পারো
আগে জানা থাকলে সুবিধা হতো
হাতুড়ির জন্য মাথা পেতে প্রস্তুত থাকতাম।
ঝুঁকে দাঁড়িয়ে থাকতাম তোমাদের হুকুম মত!
কত ভালোবাসতাম তোমাদের।
মহাজ্ঞানীদের বানীতো উপেক্ষা করেছি চিরকাল
কে জানতো এমন দিন আসবে
অন্ধকারে নিজের ছায়াও ছেড়ে যায়,
আর উপকারীর হাড্ডি চিবায় বাঘ।
ন্যাশনাল জিওগ্রাফির সাপ খোপ বাঘ ভাল্লুক দেখতাম মায়ায়
সেই মায়ায় তোমরাও ছিলে আপন।
ধরে নিয়েছি মহাজ্ঞানীরা ভুল;
সব সঠিক তোমরা নিয়ে বসে আছো অন্তরে।
ন্যাড়া হয়ে কতবার বেল তলায় গেলাম আল্লাহ!
গুনে রাখিনাই।
চড়ুই পাখি আমি একলাই একশো
এক পয়সা হাতে নিয়ে হয়রান
রাজার যত ধন আমার আছে তার অধিক।
সেই বিশ্বাসে ভূমিকম্পে উপড়ে পড়লো
বটগাছ।
তছনছ হলো পরিবেশ।
জানের জানেরা
আমার মাথায় কর্কশ কাক ঢেলে দাও
ওরা রাত দিন অতিষ্ঠ করুক আরো
যতখানি তোমরা চাও তারও বেশি ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২০
সামিয়া বলেছেন: ঠিক ধরেছেন।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লেগেছে আপি
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০
সামিয়া বলেছেন: ধন্যবাদ আপু
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লেখা। পড়ে ভালো লাগলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৯
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৫
ঢাবিয়ান বলেছেন: সুন্দর কবিতা
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৬
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০১
ইমতিয়াজ ১৩ বলেছেন: মর্ম বুঝতে কিঞ্চিত সময় লেগেছে বৈকি।
বহি:প্রকাশের ভাষা এমন হয় !!! ???
ভাল লাগলো আপনার লেখা কবিতা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭
সামিয়া বলেছেন: সবাই মর্ম বুঝুক চাইনি,
একেকজনের ভাষা একেকরকম।
ধন্যবাদ।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩১
মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে আপনার লেখা পড়লাম আপু!
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১১
সামিয়া বলেছেন: হ্যাঁ তাই তো অনেকদিন হয়ে গেল, কি অবস্থা সব খবর ভালো??
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: আমি কিতা কইতাম,কিচু কওনের ভাষা নাইককা ।
শুধু এটাই কই " আগে জানলে মাথা পাইতা খাড়াইয়া থাকতাম ,তুমি হাতুড়া দিয়া বাড়ি মাইরা মজায় মজায় মাথা ভাংতা" - আমি যে তুমাদেরকে কত বালাবাই তাহলে তা বুজতা ।
ইবাভেও ভালবাসা প্রকাশ করা যায় ,তা আগে জানা ছিলনা।জয়তু ভালবাসা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৩
সামিয়া বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা কমেন্টের জবাবে 1 ঘন্টা হাসি হবে হাহাহাহাহা হিহিহিহি হিহিহিহি কবিতার সেইরকম অনুবাদ হয়েছে হাসতে হাসতে হাসতে মন ভালো হয়ে গিয়েছে। থ্যাঙ্ক ইউ এত মজার কমেন্ট করবার জন্য।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৪
পদ্মপুকুর বলেছেন: ওহ কবিতা, কবিতা তোমায় আজকে দিলাম ছুটি...
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৫
সামিয়া বলেছেন: কবিতার অদ্ভুত শব্দচয়নে মুগ্ধ হয়ে কি ভাষা হারিয়ে ফেলেছেন??
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৯
রাজীব নুর বলেছেন: আমি যে কেন কবিতা লিখতে পারি না!!
আমাকে শিখিয়ে দেন প্লীজ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৬
সামিয়া বলেছেন: আপনার লেখা কবিতা তো কত সুন্দর হয়।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
শানে নযুল না পড়লে, কিছু বলতে পারবো না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩১
সামিয়া বলেছেন: শানে নুযুল হচ্ছে কবি জসীম উদ্দিনের প্রতিদান কবিতা-
"আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী-
পথে পথে আমি ফিরি তার লাগি,
দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।
আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,
যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি।
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান,
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।"
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৬
পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: কবিতার অদ্ভুত শব্দচয়নে মুগ্ধ হয়ে কি ভাষা হারিয়ে ফেলেছেন??
কাছাকাছি। তারচেয়ে বেশি বাক্যহারা হয়েছি যখন উপরে অনেকেই কবিতাটা বুঝতে পেরে ভালো বললেন... আমি ক্যান কবিতা বুঝি না? (কান্তে কান্তে পইড়া গেছি টাইপের ইমো হবে)...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬
সামিয়া বলেছেন: এইটা তো হাট্টিমাটিম টিম- তারা মাঠে পারে ডিম ধরনের সহজ কবিতা তাই সবাই বুঝে গেছে, তবে ভালো তো খুশি করার জন্য একটু বলতে হয়! তাই সবাই ঐ কথা বলেছে, এমনিতে এইগুলা ভালো কিছু না।
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার লেখা কবিতা তো কত সুন্দর হয়।
দূর, কি যে বলেন!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৮
সামিয়া বলেছেন: আসলেই, আমি আপনার সব কবিতা আনন্দ নিয়ে পড়ি, ভালো লাগে।
১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন। অনেক ভালো থাকুন।
১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫০
রক্ত দান বলেছেন: পড়ার মত কবিতা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৬
সামিয়া বলেছেন: একটা অফিসিয়াল ষড়যন্ত্রে পড়ে গিয়েছিলাম, প্রচন্ড মন খারাপ ছিল লেখার সময়, একদম তিক্ততায় কালি হয়ে গিয়েছিল মনটা,অনেক কষ্টের প্রতিফলনে কবিতায়। ধন্যবাদ।
১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতাটা মোটামোটি হয়েছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৮
সামিয়া বলেছেন: কথাটা হবে মোটামুটি, ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১১
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ক্ষোভ এবং দুঃখে আর্দ্র মনের বহিঃপ্রকাশ।