নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

কুয়াশা

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৪

প্রকৃতি ব্যক্তি অনুযায়ী একেকজনের মনের উপর একেক প্রভাব বিস্তার করে থাকে, কেউ বৃষ্টি দেখে খুশি হয় কেউ হয় বিরক্ত, কেউ গরমে অস্থির হয়ে যায় কেউ নির্বিকার, কেউ কুয়াশা দেখে অবাক হয় কেউ আবার শ্বাসকষ্টে ভোগে; আজকে অতিরিক্ত কুয়াশা ছিল সকালে সেটা দেখে কারো কারো শ্বাসকষ্ট হয়েছে, আমায় বললো আমার তোলা কুয়াশার ছবিগুলো দেখেও তাদের শ্বাসকষ্ট ফিল হচ্ছে, আমি তাদের দুঃখে দুঃখিত হলাম‌ বললাম শ্বাসকষ্ট কি অতিরিক্ত বেড়ে গিয়েছে আপনার? পানি খাবেন পানি দিতে বলি?

এইটা হলো রাজা মামার চায়ের দোকান এয়ারপোর্টের অপজিটে, রেলস্টেশনের ঠিক পেছনে ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে চা পরিবেশন করেন রাজা মামা, তিনি রাজার মতনই সেজে গুজে থাকেন যতক্ষন তিনি দোকানে থাকেন।
এই হলো রাজা মামার চা

এক এক্স মেয়ে কলিগের বিয়ে হয়েছে, যে কোন হাই সোসাইটির বিয়ের আয়োজন থেকে কম নয়, উনার বাবা আমাদের অফিসের পুরানো কর্মচারী উনি উনার মেয়ের বিবাহের দোহাই দিয়ে এক লক্ষ টাকার আবেদন করেছিলেন, আমরা কনফিউজড কেনো তাকে অনুদান দিবো উনার স্যালারী ভালো, ইডি স্যার কর্তৃক সেই ফাইল রিজেক্টটেড হলো, উনি নাছোড়বান্দা মালিক পক্ষের এক স্যারকে ধরলেন; কাজ হলো; শেষে তাকে বাধ্য হয়ে টাকা দেয়া হলো জাকাত ফান্ড থেকে।
কিছুক্ষন আগে অবাক হয়ে তার মেয়ের বিয়ের ছবি দেখছিলাম বিয়ের মঞ্চের পেছনেই গিয়েছে কয়েক লাখ সম্ভবত!!!!!

মেইন রোডে অজানা জ্যামের কারনে গাড়ি ভেতরের রাস্তা দিয়ে আসার সময় ছবি তুলেছিলাম সকালে, ঐ মূহুর্তে এক দম্পতি মরে পড়েছিল প্রধান সড়কে, তারা মোটরসাইকেলে ছিল আজমেরী গাড়ি তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, এইমাত্র নিউজে দেখলাম। জীবন একেকসময় একেকজনের কাছে একেকরকম।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৩

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ভেবেছিলাম চা এর কাপে কুয়াশা লেগে আছে :|

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৮

সামিয়া বলেছেন: কুয়াশা কি তুষার যে চা এর কাপে লেগে থাকবে!

২| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: আমি একজন চা প্রেমিক।
রাজা মামার চা খেয়ে দেখতে ইচ্ছা করছে।

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫১

সামিয়া বলেছেন: অবশ্যই খেয়ে দেখেন এসে, লোকেশন তো হাতের কাছেই,এক কাপ চায়ের দাম ২০ টাকা মাত্র। আর এই যে রাজা মামা

৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




নারী ও শিশু নিয়ে অবশ্যই অবশ্যই বাইক সাবধানে চালানো উচিত।

এখন আপনাদের কলিগের মেয়ে যদি কিছুদিন পর সেই টাকার জন্য তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে দেন তাহলে করণীয় কি? বিয়ের অকারণ খরচেন জন্য পাত্রপাত্রী সহ পাত্রপক্ষ ও পাত্রীপক্ষ উভয়ে দায়ী। এরা সমজের কলঙ্ক।

এই সব চায়ে নেশাদ্রব্য দেয়া হয় যাতে চা খেতে বারবার লোকজন আসেন।

আপনার লেখা আজ বেশ অগোছালো হয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০০

সামিয়া বলেছেন: আপনি মন দিয়ে লেখাটা না পড়ে মন্তব্য দিলেন নাকি বুঝতে পারেননি, বিয়েতে অতিরিক্ত খরচ এখানে আউট অফ সাবজেক্ট উনি জাকাত নিয়েছেন যা গরীবদের জন্য নির্ধারিত। ছবি অনুযায়ী ক্যাপশন, রচনা তো লিখিনাই ভাইয়া। :)

৪| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




উনি জাকাত নিয়ে হোক আর যেভাবেই হোক টাকা নিয়ে খরচ করেছেন যা আপনার কাছে হয়তো ভালো লাগেনি যার কারণে আপনি লিখেছেন “কিছুক্ষন আগে অবাক হয়ে তার মেয়ের বিয়ের ছবি দেখছিলাম বিয়ের মঞ্চের পেছনেই গিয়েছে কয়েক লাখ সম্ভবত!!!!! - আমার কাছে ভালোও লাগেনা, মন্দও লাগে না - অর্থাৎ আমার কিছুই আসে যায় না। এরা সমাজ নষ্ট করছে এর দায়ভার তাদেরই নিতে হবে, আমার না। ইজ ইট ক্লিয়ার?

আপনি অতি সাধারন লেখা লিখেছেন, না বোঝার কোনো কারণ নেই। আগামীতে হিব্রু ভাষায় লিখবেন তাও বুঝে নিবো।

আমি নিশ্চয় কোথাও বলিনি আপনি রচনা লিখেছেন? - এটাই আপনার জন্য আজকের কমপ্লিমেন্ট।

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৫

সামিয়া বলেছেন: এ্যাবিলিটি থাকা সত্ত্বেও জাকাত নেয়া হারাম। ওটাই ছিল ম্যাসেজ। আপনি এত রেগে গিয়েছেন দেখে হাসি পাচ্ছে খুব আমি আর কি ই বা বলবো!!! হাহাহাহাহাহাহা :) :) :) :)

৫| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



কিছু মানুষের চেহরা থাকে কান্নার মতো, তাকে দেখলেই মনে হয় কান্না করতেছে। কিছু মানুষের চেহারা থাকে হাসি হাসি সব সময় হাসিখুশি। আর কিছু মানুষের কথা - কথা বলার ধরণ আর চেহারা দেখে মনে হবে রাগ হয়ে আছেন - আমার কথাই এমন মনে হবে রাগ হয়ে আছি। আমি রাগ করিনি।

বাই দ্য ওয়ে আপনি বিয়েতে জাননি কেনো? আমার কাছে বিয়ে বাড়ির সবচেয়ে মজাদার খাবার বোরহানি।

আপনাকে হাসাতে পেরেছি - এটি আজকের সুসংবাদ। চলুন - আমিও হাসছি। আমার আজকের দিনের শেষ চা। চা’তে চিনি অতিরিক্ত হয়েছে।


১৯ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪০

সামিয়া বলেছেন: বিয়েতে তো ইনভাইটেড ছিলাম না। চায়ে এক স্লাইস লেবু দিয়ে নিলে চিনি সহনীয় মাত্রায় চলে আসে। ব্লগে আসিই একটু রিল্যাক্সের জন্য তাই হাসতে পারাটা কিন্তু বিশাল ব্যাপার ধন্যবাদ আপনাকে সেইজন্য।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: রাজা মামার চায়ের দোকানের নাম শুনেছি যাওয়া হয়নি। অথচ প্রায়ই ঐদিকে যাই ।

১৯ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪১

সামিয়া বলেছেন: একদিন সময় করে যেয়ে টেস্ট করে দেইখেন সেই ভালো লাগবে :)

৭| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



মোটর সাইকেলের খবরটা পোষ্টে কেন যোগ করলেন?

১৯ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৫

সামিয়া বলেছেন: ব্লগটি পোস্ট করতে করতে নিউজটা স্ক্রীনে ভেসে উঠলো আর মনে হলো আহা আমি শীত উপভোগ করতে করতে ছবি তুলছিলাম আর ঠিক অপজিটে তক্ষুনি এক দম্পতি প্রান হারালো এই ফিলিংস থেকে।

৮| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২০

মা.হাসান বলেছেন: অ্যাক্সিডেন্টের খবরটা অনলাইন পত্রিকায় দেখেছি। দুজনের বয়সই বিশের কোঠায়। একজন থাকা আরেক জন চলে যাবার চেয়ে এটাই মনে হয় ভালো।

আজ থেকে দশ বারো বছর আগের কথা। সরকারি কর্মচারিরা তখনো পুরাতন স্কেলে বেতন পেতেন। আমার স্বল্প পরিচিত এক সরকারি কর্মচারিকে তার মেয়ে বিয়ের সময়ে বলেছিলো - ২০ হাজার টাকার কম দামের কোনো সাড়ি যেন বিয়ের জন্য কেনা না হয়। ওনার মাসের বেতন তখন কুড়ি হাজার টাকার কম ছিলো। কেউ কেউ লোক দেখানোর জন্য আয়োজন করে। কেউ বিপদে পড়ে করে।

রাজা মামার চায়ের কাপে তুষারের মতো গুড়া গুড়া কিছু দেখা যায়। গুড়ো দুধ? নাকি অন্য কিছু ?

কুয়াশার কারণে প্রথম ছবিটাকে খুব বিষন্ন মনে হচ্ছে। কুয়াশা এত বড় পরিবর্তন করতে পারে আগে ভেবে দেখি নি।

২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৪

সামিয়া বলেছেন: উনি চায়ের ভেতর অনেক কিছু দেন ওগুলো বিস্কিটের গুঁড়া সম্ভবত, খেতে ভালো জিনিষটা।
আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রেরণা। ভালো থাকুন সুস্থ থাকুন।

৯| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১১

এম. হাবীব বলেছেন: ঠান্ডা/ কুয়াশা পড়লে শ্বাসরুগীদের কষ্ট বেড়ে যায়; তাই বলে কুয়াশার ছবি দেখলেও? :) :)
এয়ারপোর্টের কাছে থেকেও রাজা মামার চা খাওয়া হয়নি। এখনতো মনে হচ্ছে পরখ করে না দেখলেই নয়, যতই দেরি করছি লেইট হয়ে যাচ্ছে; দ্রুতই খেয়ে দেখবো ইনশাআল্লাহ্।

২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭

সামিয়া বলেছেন: ঐটা তো এ্যাবনরমালিটি। কিছু মানুষ জীবনভর চাকরী করতে করতে এ্যাবনরমাল হয়ে যায়। রাজা মামার চা কিন্ত আসলেই ভালো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.