নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের প্রথম রবির কিরনে
আলো ছড়ায়না
এখানকার পৃথিবীতে,
কুয়াশা একটা কারন হতে পারে তার।
ফুট ওভারব্রিজে শুয়ে থাকা
খোড়া ভিক্ষুকটাও হতে পারে
অন্ধকারের কারন,
তীব্র শীতে কেঁপে কেঁপে
ভিক্ষা চায়
তাপের প্রয়োজন নেই তার
শীতের কাপড়েরও চাহিদা কম।
পথচারী শত শত প্রতিদিন;
আলোর আসা যাওয়ার বাঁধা।
আমার কি করার আছে!
আমার তো হাঁটতে হয় সেই পথে;
যে পথে সকলে হাঁটে।
মানতে হয়; রেষারেষি ঘৃনা,
দেখতে হয় সর্ষে ফুল!
বলতে হয়;
সব থেকে
ভালো সর্ষে ফুল আপনার।
এত অতিরিক্ত ভালো আপনি।
বেশি করে যত্ন নেন নিজের।
ছবি: আমার তোলা,
১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২২
সামিয়া বলেছেন: ধন্যবাদ, বাস্তব অনেক কঠিন ভাই।
২| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫
চাঁদগাজী বলেছেন:
সর্ষেফুল কিসের প্রতীক?
১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫১
সামিয়া বলেছেন: এখানে বিভ্রান্তি হিসেবে বুঝিয়েছি
৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০১
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ।পাঠে মুগ্ধ হলাম।
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪০
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো আপি
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪০
সামিয়া বলেছেন: ধন্যবাদ আপু
৫| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ আছে। সামান্য ধারও আছে।
১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৮
সামিয়া বলেছেন: মন খারাপের রেশ ও বিদ্যমান
৬| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৯
এম ডি মুসা বলেছেন: ঠিকই আসলে বাস্তব অনেক কঠিন।।
আরেকটি মন্তব্য করলাম ।
আজকাল ছন্দ নিয়ে বিতর্ক আছে।
কবিতা লেখা নিয়ে দুটি প্লাটফর্ম তৈরি করে।
যে যার মত লিখে যাক সেটাই
১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৭
সামিয়া বলেছেন: ধন্যবাদ আবারো
৭| ১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাস্তববাদী লেখা। সুন্দর, সাবলীল আর এক কথায় অসাধারণ
১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৭
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৭
এম ডি মুসা বলেছেন: খুব বাস্তববাদী লেখা।