নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনিতে করোনার সময় তার উপড় শীতের সিজন, পোশাক আশাকের ফ্যাশন বলে যে একটা ব্যাপার আছে সেইসব মন থেকে উঠে গিয়েছে আমার, সকালে নাক কান গলা ঢাকা টুপি সাথে লং সোয়েটার তার উপড়ে শাল জড়িয়ে অফিসের বাসে কোনরকম নিজেকে উঠিয়ে টুপি চোখ পর্যন্ত নামিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টায় থাকি।
তাতে ভালো কাজ হয় সবাই মোটামুটি চুপচাপ থাকে আমার রাতে ঘুম হয়নাই ভেবে ঘুমানোর স্পেস দেয়, জানালার পর্দা টেনে দিয়ে আমার চোখের উপরের রোদের আড়াল করে কেউ কেউ। স্টাফ বাসের এই সুবিধা অফিসের লোকজন নিয়াও একটা ফ্যামিলী জীবন।
প্রথমদিকে অফিসে কেউ কেউ সাফোকেশনের দোহাই দিয়ে এই শীতের দিনেও এসি অন রাখতো বলে সেখানেও করোনার প্রটেকশন স্বরুপ সোয়েটার দিয়ে মাথা কভার করে কাজ করা অবস্থায় একদিন এক স্যারের ডাকে হেড কভার করা সোয়েটার সরিয়ে তার দিকে তাকানোর চেষ্টা করতে করতে রিভলভিং চেয়ার থেকে ধুম করে নীচে পড়ে আছাড় পিছাড় খেতে খেতে উঠে দাঁড়ানোর পর এখন এসি চালানো কম হয় ভেতরে। সব খারাপের কিছু না কিছু নেয়ামত থাকে।
ডানে বামে পিছে সামনে করোনা আক্রান্ত মানুষজনের মাঝে অফিস করার পরও এখনো করোনা হয় নাই এটা বিস্ময়কর! হয়ে গেছে কিনা আল্লাহ মালুম।
তবে যদি আসলেই করোনা না হয়ে থাকে তার ক্রেডিট মাস্ক।
মাস্ক পড়া শুরু করার পর থেকে আমি লক্ষ্য করেছি তেমন ভাবে ঠান্ডা লাগেনি, ধুলাবালি থেকে ফুসফুস মুক্ত থাকছে, স্ক্রীন প্রোটেকশন হচ্ছে, লোশন ক্রিম লিপস্টিক লিপবাম ইউজ করতে হচ্ছে না, ইশারায় কথা বলা হয়ে যাচ্ছে এবং তুলনামূলক কম কথা বলা হচ্ছে।
মাস্কের সামাজিক সুবিধাগুলোও কম না; কাউকে চেহারা দেখাতে মন না চাইলে মাক্স দিয়ে মুখ ঢেকে রাখা যায়, তেমনি কাউকে দেখতে ইচ্ছে না করলেও একই ব্যবস্থা।
মাস্ক এর গুনাবলী নীচে আলোচনা করা হল।-
১। যত্রতত্র মাস্ক মুখ থেকে খোলা ঝামেলা তাই খাওয়া দাওয়া তুলনামুলক কম হওয়ায় অটো ডায়েট হয়ে যাচ্ছে।
২। মেয়েদের কসমেটিক্স খরচ কমে গিয়েছে ৮০ ভাগ।
৩। যাকে দেখতে ইচ্ছে করে না তাকে দেখা লাগেনা।
৪। ইশারায় ভাব বিনিময়ের এ্যাকটিভিটি বাড়ছে।
৫। গাছ লাগান পরিবেশ বাঁচান এর মতন কথা কমান কাজ বাড়ান অটোমেটিক হয়ে গিয়েছে।
৬। শত্রুতা কমে যাচ্ছে, কেউ কারো দিকে রাগী লুক দিলেও দেখা যাচ্ছে না কাজেই অপরজন তার উপর রেগে আছে এই বিষয়ে অজ্ঞাত ব্যক্তির স্বাভাবিক আচরণ শত্রুতা কমিয়ে দিচ্ছে।
৭। রহস্যময় চেহারার ইমেজ তৈরি হচ্ছে। যার দিকে ফিরেও তাকাতে ইচ্ছে করতো না মাস্ক পড়ার কারনে তাকেই এখন সব থেকে আধুনিক স্মার্ট মনে হচ্ছে।
সুতরাং মাস্ক পড়া কিন্তু ভালো ভালো। ভালো কথাটা দুইবার লিখেছি টাইপ মিস্টেক হয়নি।
ছবিঃ সেলফি,
মাথার উপড় সোয়েটার
১০ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫
সামিয়া বলেছেন: লিখিত সার্টিফিকেট চাই
২| ১০ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১১
এম. হাবীব বলেছেন:
১০ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৫
সামিয়া বলেছেন: Oh woooooooooooooooowwwwww you did it. Thank you thank you thank you thank youuuuuuuuuuuuuuuuuuuuuuuu
৩| ১০ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫০
ডার্ক ম্যান বলেছেন: মাস্ক এমনিতেই ভাল । আমি গত ৩ বছর ধরে ইউজ করছি ।
আপনি এত অনিয়মিত কেন ?? রাজকন্যা কেমন আছে ?
১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২১
সামিয়া বলেছেন: আমার রাজকন্যা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছে, লেখায় অনিয়মিত কারন কর্ম ব্যস্ত দিনের শেষে যেটুকু সময় পাই রাজকন্যার সেবায় দিয়ে দেই ৷ এইতো , আপনি আশা করি ভালো আছেন ৷
৪| ১০ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৯
এম. হাবীব বলেছেন: Welcome
৫| ১০ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: অফিসের ব্যস্থতার করনে লেখাটা পড়তে প্রায় ২ ঘন্টা লাগলো। কোন পরীক্ষায় প্রশ্ন আসলে অনায়াসে মাক্স নিয়ে লিখতে পারবো।
১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৭
সামিয়া বলেছেন: আমি তো সেদিন কাল্পনিক ভালোবাসা ভাই এর একটি পোস্ট সকাল নয়টায় পড়া শুরু করেছি শেষ হয়েছে বিকাল পাঁচটার , অফিস টাইমে এই ই হয়। মাস্ক বিষয়ক পোষ্ট দিয়ে যে পরীক্ষায় এ+ পাইয়ে দিলাম এখন এইজন্য আমাকে খাওয়ানো দরকার না??
৬| ১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা মাস্ক পরলে, টিকা কেনার দরকার হতো না।
১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৮
সামিয়া বলেছেন: ১০০% রাইট
৭| ১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার ছোট্ট অভিজ্ঞতা ভালো লেগেছে।
তবে বাঙালির এসি-প্রেম বা এসি-বিলাসিতা অনেকক্ষেত্রেই এখন অযাচিত।
১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৯
সামিয়া বলেছেন: ধন্যবাদ , এসি প্রেম বিদেশ প্রেম কত প্রেম যে আছে আমাদের।
৮| ১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মাস্কের বহুমুখী ব্যবহার সত্যি প্রসংশনীয়।
১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩০
সামিয়া বলেছেন: আসলেই, মন্তব্য এর জন্য ধন্যবাদ।
৯| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৮
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মাস্ক পরি অফিসে এসেই খুলে রাখি। কেমন যেন নিঃস্বাস বন্ধ হয়ে আসে। ঠান্ডা লাগা কমেনি কারন বার বার হাত ধুই, রাতে বাসায় ফিরে গোছল করি। বুয়া নাই নিজেই কাপড় ধুই । ঠান্ডা লাগা কমে নাই কিন্তু এমন ঠান্ডা কিন্তু লাগেনা যাতে অফিস ফাকি দিতে পারি। মাঝে মাঝে খুব ইচ্ছে করে ছুটি কাটাই ।
১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৪
সামিয়া বলেছেন: মাস্ক পড়ে সাফোকেশন এর সমস্যা অনেকের, তুলনামূলক পাতলা মাস্ক গুলো ইউজ করতে পারেন, অথবা ওয়ান টাইমের গুলো, আমি যেটা পড়ে আছি ছবিতে, আপনি একটা ছোট মোটো ওয়াশিং মেশিন কিনে নেন, আর হাত সম্ভব হলে গরম পানি মিক্সড করে ঠান্ডা ছাড়িয়ে ইউজ কৈরেন।ভালো থাকুন।
১০| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১০
নেওয়াজ আলি বলেছেন: মাক্সের ভালো গুণাবলী আছে তবুও কেউ ব্যবহার করেত চায় না
১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৫
সামিয়া বলেছেন: অনেকে আসলে এসবে অভ্যস্ত না। কি আর করা।
ধন্যবাদ।
১১| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১৬
রানার ব্লগ বলেছেন: মাস্ক লাগানোর ফলে মন খুলে বকা দিতে পারছি।
১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৬
সামিয়া বলেছেন: Noted
এটা পয়েন্টে এড করা যেতে পারে।
১২| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩৮
রাজীব নুর বলেছেন: আপনি একজন বুদ্ধিমতি ব্লগার।
১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭
সামিয়া বলেছেন: আমি একজন ধৈর্য্শীল মানুষ।
১৩| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাল। মাস্কের অনেক উপকার আছে।
১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭
সামিয়া বলেছেন: আসলেই।
ধন্যবাদ।
১৪| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: চোখের চাহনি অসাধারণ! ভ্রুু গুলোকি ছবিতে এডিট করেছেন।
১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৮
সামিয়া বলেছেন: নারে ভাই ভ্রু আল্লায় দিছে অমন , আফ্রিকার বন।
১৫| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২১
অপু তানভীর বলেছেন: এখন মাস্ক পরে পরে এমন অবস্থা হয়েছে যে কোন একদিন মাস্ক ছাড়া বের হলে কেমন যেন অস্বস্তি লাগে । এমন সকালের হাটার সময়ে যখন পুরো রাস্তা ফাঁকা থাকে তখনই মাস্ক পরে বের হই ।
করোনা চলেও গেলেও ঠিক করেছি সব সময় মাস্ক পরেই বের হব। মাস্ক জিনিসটা বেশ ভাল ।
১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১
সামিয়া বলেছেন: মানুষ অভ্যাসের দাস।
হুম মাস্ক পড়া আসলেই ভালো, মাস্ক পড়া শুরু করার পর আমার আর ঠান্ডা লাগেনি।
১৬| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
মাথার উপর সোয়েটার কেনো? অনুমতি দিলে একটি কমপ্লিমেন্ট আপনার পাওনা আছে।
১৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৫
সামিয়া বলেছেন: এসির ঠাণ্ডা থেকে বাঁচতে ওড়না তো পাতলা , কমপ্লিমেন্টের জন্য কি অনুমতি লাগে নাকি
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫১
এম. হাবীব বলেছেন: রচনা: মাস্কের গুণাবলী ; প্রাপ্ত নাম্বার-১১০/১০০