নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন মানুষ যখন অন্যায় করেন সে অন্যায় কে ন্যায় অর্থাৎ ১০০ ভাগ সঠিক পদক্ষেপ মনে করেই করেন। এই সঠিক পদক্ষেপে তার কোন ভুল নাই দুনিয়া ভুল হতে পারে সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে পূর্ব দিকে অস্ত যাওয়ার ভুল করতে পারে কিন্তু তিনি যেহেতু ফেরেশতার চেয়েও অধিক ভালো মানুষ সে ভুল কিংবা অন্যায় করেন না করতে পারেন না।
যদি একান্তই নিজের ভুল চোখে আংগুল দিয়ে তার নিজের আংগুলই ধরিয়ে দেয় তখন সেই অন্যায়ের সপক্ষে এক লক্ষ যুক্তি দাঁড় করাতে তিনি সক্ষম হন।
এখন চলছে স্বার্থের যুগ মানুষ চরম খারাপ নিজের স্বার্থ উদ্ধারে এরা যে কোন খারাপ কাজ করতে পারে হ্যান ত্যান বেশিরভাগ লোকজন একে অপরকে এই সকল কথা বলে চাপের মধ্যে রাখতে রাখতে করেন ঐটাই যা অপরের দোষ হিসেবে ঢোল পিটিয়ে বলতেই থাকেন।
কিন্তু এরা ধরা খায় কোন খানে? যেখানে তাদের দূর্বলতা; তার থেকে ক্ষমতাবান কোন মানুষ, লোকলজ্জার ভয়, সতীর্থদের জেনে যাবার ভয়, তখন তাদের তর্জন গর্জন কই! গলা দিয়ে দুই একটা মিউ মিউ যা ও বের হয় তাও অত্যাধিক নিচু আওয়াজে।
করোনা থেকে আরোগ্যে লাভ করে আমার Department এর আপা এসে মাথা খারাপের মতন আচরন করছেন কাড়ি কাড়ি খাবার এনে টেবিলে রাখছেন ( করোনার পর নাকি বেশী বেশী খেতে হয় তাই এই আয়োজন) আমাকে খেতে বলছেন বার বার, মাস্ক খুলে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরছেন, তাকে মাস্ক পড়তে অনুরোধ করায় আমাকে কড়া গলায় বললেন যে তিনি তো মাস্ক পড়বেনই না কারন তার ইমিউনিটি এখন হাই; সাথে আমিও যেনো না পড়ি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষ মাস্ক পড়তে পড়তে করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, আর আমিও খুব দ্রুত সেই দলে যাচ্ছি এবং আমার ছোট বাবুটা আর কি সেভ থাকবে! সাথে ঠোঁট উল্টিয়ে হাসি, বাবুর কথা এই প্রসংগে আনায় আমি ভেতরে ভেতরে খুবই কষ্ট পেলাম, উনার বয়স পঞ্চাশ বিয়ে করেননি, সন্তান কি জিনিস উনাকে বোঝাতে যাওয়া অনর্থক।
আমি কত কষ্ট সহ্য করতে পারি নতুন এই আপা তো জানেন না; কাজেই আমি তার কথা এবং আমার গায়ে ঢলে পড়া আমার Desk এ গায়ে পড়ে এটা ওটা ঘাঁটাঘাঁটি করা ও তার বাড়ি থেকে আনা খাবার না খাওয়ার জন্য ইফটিজিং হজম করলাম আরো এক সপ্তাহ। তারপর বাধ্য হয়েই management এ জানালাম।
উনি মাস্ক না পড়া সহ আমার সাথে করা অন্যান্য কর্মকাণ্ডের জন্য বিশ্রী ভাবে ধমক খেলেন অপমানিত হলেন। তারপর মিউ মিউ করলেন এবং লজ্জা ঢাকতে হেসে উড়িয়ে দেবার চেষ্টা করলেন কিন্তু রুলস এখন মানছেন এটা ভালো ব্যাপার।
এক শুভাকাঙ্ক্ষী আপুকে এই ঘটনাটা জানিয়ে জানতে চাইলাম আমি যা করেছি তা ঐ অন্ধের দলের মত অন্যায় হলো কি না, তিনি বললেন তুমি যা করেছো তোমার সেফটির জন্য করেছ এতে কোন অন্যায় হয়নি, যাক তাই যেন হয়।
ছবিতে আমি, তুলে দিয়েছেন অচেনা বৃদ্ধ মালী তিনি জীবনের প্রথম ছবি তোলা যায় এরকম মোবাইল হাতে নিয়েছিলেন, ছবি কিভাবে তোলা হয় আমি শিখিয়ে দিয়েছিলাম। উনার আফসোস সামনের দিকে ঘুরে তো ছবি তুললাম নাহ। সুখকর স্মৃতি।
২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৩
সামিয়া বলেছেন: হুম ধন্যবাদ
২| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: অনেক সময় মানুষ বুঝে সুজেই অন্যায় করে।
উনি বিয়ে করেন নি কেন?
২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৬
সামিয়া বলেছেন: উনার মতে কিভাবে কিভাবে যেনো হয়নি তবে উনার ইচ্ছে আছে বিয়ের।
৩| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভালো করেছো প্রিয় আপি
২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৪
সামিয়া বলেছেন: ধন্যবাদ প্রিয় আপু ভালো থেকো
৪| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৬
কবিতা পড়ার প্রহর বলেছেন: সঠিক সিদ্ধান। কেউ ভালোয় ভালোয় না বুঝলে চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে হয়।
২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৮
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৫| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: করোনা থেকে আরোগ্যে লাভ করে আমার Department এর আপা এসে মাথা খারাপের মতন আচরন করছেন
আমিও বিষয়টা দেখেছি। মেজাজ বেশ খিটখিটে এবং কারণ ছাড়াই চটে যাচ্ছে।
২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:২২
সামিয়া বলেছেন: সাথে বিশ্ব জয় করে ফেলেছেন এই ভাব ।
৬| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৬
নেওয়াজ আলি বলেছেন: সঠিক সিদ্ধান্ত । কোন অন্যায় হয়নি
২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:২২
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৭| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ব্যক্তিগত বিষয়ও লেখার গুণে সকলের হয়ে যায়!
২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭
সামিয়া বলেছেন: প্রসংসা ধরে নিলাম।
৮| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭
মিরোরডডল বলেছেন:
লাস্ট উইকে একটা নিউজ পেলাম কাজিনের হাজব্যান্ড মারা গেছে । পরিবারের সবার করোনা হয়ে রিকভার করলেও একজন চলে গেলেন ।
আজ একটু আগেই নিউজ পেলাম আরেকজন কাজিনের হাজব্যান্ড চলে গেছে । একই স্টোরি ফ্যামিলির সবাই করোনা সারভাইব করলেও একজনকে নিয়ে গেলো । খুবই ইয়াং, নট ইভেন ফিফটি ।
যে যাই করুক, সেইফটি ফার্স্ট প্রায়োরিটি । ইউ ডিড দ্যা রাইট থিং আপু ।
২২ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৯
সামিয়া বলেছেন: দুঃখজনক এরকম অকাল মৃত্যু চাই না, আজকে তো বোধহয় 29 জন মারা গিয়েছেন , আল্লাহ সবাইকে হেফাজত করুক।
৯| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ৯:০১
চাঁদগাজী বলেছেন:
আপনি সঠিক কাজ করেছেন, খুবই সতর্ক থাকবেন।
২২ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪০
সামিয়া বলেছেন: সতর্ক তো থাকছিই, কিন্তু পরিবেশ-পরিস্থিতি সবকিছু বিপরীত।
১০| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৭
ভুয়া মফিজ বলেছেন: বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলে কিছু মানুষের সাময়িক ভিমরতি দেখা দেয়। এটা স্বাভাবিক। মনের উপরে প্রচন্ড চাপ, তারপরে হঠাৎ সেই চাপের অবসান......সবাই এই ধাক্কা ঠিকমতো সামলাতে পারে না। তবে আপনি বিষয়টাকে ভালোভাবেই হ্যান্ডেল করেছেন।
নতুন ক্যামেরাম্যানের তোলা ছবি খারাপ হয়নি।
০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫০
সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্য , শেষ লাইনটির জন্য ধন্যবাদ
১১| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন:
খুব দুঃখজনক হলেও সত্য সন্তানহীন মানুষ পিশাচ প্রকৃতির হয়ে থাকেন। এরা মানুষকে খুব কষ্ট দিয়ে কথা বলে থাকেন। এবং খুব হৈ হুল্লোড় আমুদে জীবন যাপন করেন।
২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫১
সামিয়া বলেছেন: কম বেশি সবাই তো নিজের ভালমন্দ ভালোই বোঝে, অন্যের বেলায় ভেঙ্গে পড়ে, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২১
আমি সাজিদ বলেছেন: আপনি ঠিক কাজটাই করেছেন।