নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

সামিয়ার ৩টি (পড়তে ভাললাগবে না) কবিতা

১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫১



এই জনম

আমি তো অত ভাবি না আর
কথায় কথায় কষ্ট নেই না মনে,
এখন তো রং চিনি
চেহারার
লাল নীল হালকা বেগুনী,
ভালো বলে যা কিছু আছে
তা আসলে অর্থের দখলে।

এখন তো সব জানি
জ্ঞান বিজ্ঞানের সূত্র মতে
নিঃস্বার্থ কিছু নাই আর
সব যাদুর ভেলকি।
সেই ভেলকি দিয়া
সমস্তই ক্ষমতা
তাদের
তামাম দুনিয়া।
এখন শক্ত হাতে
কলিজাটারে নিরাপদে
আকড়ে রাখাই
অনেক ব্যয়বহুল
সূর্যের তাপে ওটা পুড়তেছে রোজ।

শেষ আশ্রয় হলোনা

বাদশা আকবরের কাছে গেলাম,
বুক ভরা আশা নিয়ে
আমার দুঃখের কাহিনী শুনিয়ে
তার বিশাল রাজ্যের এক কোনায়
এক বিন্দু জলের সম
শেষ আশ্রয়ের ভরসা পেতে।।

সে তার রাজ্যের অযুত-নিযুত সুখের
রচনা শুনিয়ে আমাকে বিদায় দিল।।

নিরাপদ জীবন চাই

ঘরবাড়ি আর নাই আমার,
ঘরবাড়ির নামে যা আছে তা হলো যুদ্ধের ময়দান।
বাবারে বাবা এমন জীবন কে চায়!
আমি তো কোনদিন চাই নাই!
স্বজ্ঞানে অথবা অজ্ঞানে।

এইখানে এই একতরফা যুদ্ধে
শত্রু পক্ষ গিজগিজ
ময়দানে ময়দানে,
তাদের আছে ঢাল-তলোয়ার
যুদ্ধ কুঠার! বল্লম, খঞ্জর।

কারো কারো আছে অশ্বসজ্জাবিশিষ্ট
দৃষ্টিনন্দন ঘোড়া।
সোনার লেস দিয়ে;
সবুজ ইংলিশ ব্রড কাপড়ের পোশাক পড়িয়ে;
কারুকার্যখচিত বেল্ট দিয়ে;
মহিষের চামড়ার স্বর্ণমণ্ডিত গম্বুজ আর
বিষাক্ত তরবারি আর ইংলিশ পিস্তল,
সেজেগুজে তারে নিয়ে দাঁড়িয়ে;
আক্রমণ তাদের শিরায় শিরায়।

আমার ডানে বামে
কোটি কোটি তীরন্দাজ তৈরি
দিন রাত কখন একটা ভুল করি,
সাথে সাথে মৃত্যুদন্ড।

তারপরও বেশিদিন বাঁচবার
আশা লালন করি মনে।
না, কাউকে সে কথা্ বলিনি,
জানতে পারলে
ক্ষেপনাস্ত্র দিয়ে উড়িয়ে দেবে আমায়।

অযুত নিযুত কোটি মাইলের বিস্তীর্ণ পরিখা;
আর কয়েকশো ফুট উচ্চতার দুর্গ সমেত
রাজপ্রাসাদ গড়ার স্বপ্ন দেখি আজকাল,
যুদ্ধের ময়দান আর কত ভাল লাগে।


মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ লেগেছে আপি

এই তো আমাদের সংসার যুদ্ধের ময়দান
আমরা ঢাল তলোয়ার ছাড়াও লড়ি

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

সামিয়া বলেছেন: হ্যাঁ জীবন মানেই যুদ্ধ, ঠিক বলেছেন আপু।

২| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩

চাঁদগাজী বলেছেন:


১ম কবিতা: এই জনম

হায়েনার সাথে বসবাস

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

সামিয়া বলেছেন: আমাদের চারপাশের পরিবেশ প্রেক্ষাপট এমনই, কেউ বোঝে কেউ বোঝে না।

৩| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

খায়রুল আহসান বলেছেন: পড়তে তো ভালই লাগলো!
কঠিনের সাথে যে সহজে মিশে রয়, সে কঠিনের চেয়ে দীর্ঘায়ু হয়।

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

সামিয়া বলেছেন: অসাধারণ একটি বাক্য বলেছেন খুব ভালো লাগলো,

৪| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২১

নেওয়াজ আলি বলেছেন: ভালো লেগেছে লেখা

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

সামিয়া বলেছেন: তাই ! কী আশ্চর্য ! আমিতো ভাবলাম সবাই কবিতার উপর বিরক্ত!!

৫| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: ভুল বলেছেন। পড়তে আমার ভালো লেগেছে।
সুন্দর কবিতা। আবেগ আছে। ভাষা সুন্দর।

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

সামিয়া বলেছেন: আপনি তো লেখালেখির বস মানুষ :) আপনার কাছ থেকে এই মন্তব্যে কৃতজ্ঞতা।

৬| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮

ফয়সাল রকি বলেছেন: ভালো বলে যা কিছু আছে
তা আসলে অর্থের দখলে
<<< ঠিক কথা।

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

সামিয়া বলেছেন: 1 কোটি পার্সেন্ট সত্য কথা লিখছি :)

৭| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

কালো যাদুকর বলেছেন: তিনটে কবিতাই ভাল লেগেছে। আপনার কবিতায় আমাদের ইতিহাসের একটা প্রভাব আছে। আপনি কি ইতিহাস পছন্দ করেন?

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

সামিয়া বলেছেন: হ্যাঁ ইতিহাস খুব ভালো লাগে

৮| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন তো রং চিনি
চেহারার
লাল নীল হালকা বেগুনী,


অসাধারন

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

সামিয়া বলেছেন: বিশ্বাস করেন ভাই ব্লগে সবাই কবিতার উপর এত বিরক্ত থাকে যে, আমি ভাবছিলাম আমার এই পোস্ট কেউ পড়বেই না :)

৯| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: সামিয়া,




চমৎকার হয়েছে সব ক'টি কবিতাই। কঠিন বাস্তব থেকে নিয়ে আসা সব কথা।

ভালো লেগেছে -

"এখন তো রং চিনি
চেহারার..."


"এইখানে এই একতরফা যুদ্ধে
শত্রুপক্ষ গিজগিজ
ময়দানে ময়দানে ..."

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৩

সামিয়া বলেছেন: আপনার মন্তব্যে সবসময় অনুপ্রাণিত হই অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন

১০| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: বিশ্বাস করেন ভাই ব্লগে সবাই কবিতার উপর এত বিরক্ত থাকে যে, আমি ভাবছিলাম আমার এই পোস্ট কেউ পড়বেই না

ব্যাক্তিগত ভাবে আমিও কবিতা ফ্রেন্ডলি নই।

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২৮

সামিয়া বলেছেন: তাহলে তো বিরাট ব্যাপার আপনার কমেন্ট মানে। ধন্যবাদ অনুপ্রেরণায়।

১১| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০২

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনন্য রচনাশৈলী হে সুপ্রিয়। শুভেচ্ছা রইলো অবিরত।

২৬ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৬

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.