নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যেদিন ঝরে পড়েছিলাম,
চারপাশের পরিপাটি বাড়িগুলো
স্টাচুর মতন দাঁড়িয়ে দেখছিল
আমায়,
কারো ঝরে পড়া সবসময় আনন্দের।
আমার হৃদয় নির্বিকার ছিল,
ছিল ব্যথিত প্রচুর,
অশ্রু বিন্দুর অনিচ্ছায় আসা যাওয়া ছিল
তিন শতাব্দী ধরে।
আমার ভেঙ্গে পড়ার দিন
কাউকে কিছু জানতে দিইনি
তবুও
কতজন জানলো ব্যাপারটা!
মুখে শান্তনা
ভেতরে তিরস্কার নিয়ে,
পত্রিকায় পত্রিকায় লোক দেখানো শোকের বিজ্ঞাপন।
আহা!
কি এক লজ্জা আমার
অন্তিম সময়ে বলুন তো!!
যেদিন আমি ধ্বংস হলাম
স্ব শব্দে;
দীর্ঘশ্বাসে।
কেউ সেইদিন
শোক রচনা করেনি,
অথচ
মুখে মুখে কত আহাজারি!!
এমনটাই হয়;
জীবন নিছক ভ্রান্তির খেলা
আর মানুষ মাত্রই স্বার্থপর।
১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
সামিয়া বলেছেন: না সেরকম কিছু না
২| ১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে। সম্ভবত আপনি ইতি সামিয়া। অনেকদিন পর আপনার লেখা পড়লাম।
১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮
সামিয়া বলেছেন: হ্যাঁ অনেকদিন পর এক বছর আট মাস পর কি খবর সবার?
৩| ১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫
রাজীব নুর বলেছেন: কবিতা পড়লেই বুঝা যায় আপনি অভিজ্ঞ মানুষ।
১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫১
সামিয়া বলেছেন: আমি ভাই খেটে খাওয়া মানুষ। অভিজ্ঞ কথাটা বুঝলাম না।
৪| ১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬
রাজীব নুর বলেছেন: বোন ব্লগার 'ঠাকুরমাহমুদ' কে অনেকদিন ধরে ব্লগে দেখছি না। তার বিষয়ে কিছু জানেন।
১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
সামিয়া বলেছেন: আমার কি চেনার কথা? Silly question...
৫| ১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর !!
কবিতায় ভালোলাগা।
১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
সামিয়া বলেছেন: হ্যাঁ অনেকদিন পর, মিস ইউ অল।
ধন্যবাদ আপু
৬| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০৮
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা ।
২০ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৪
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
অনেক ভয়ংকর অভিজ্ঞতা?