নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

এইখানে এইভাবে একইভাবে দিন

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৪



একই দৃশ্য বার বার বার বার দেখার পর আর ভালো লাগেনা তা যত‌ সুন্দর ই হোক না কেন। গত বছর আমি কাশবন দেখার জন্য ব্যাকুল হয়ে ছিলাম কিন্তু দিয়া বারি রাস্তা ঘাট ভালো না বলে ঐ দিকে যাওয়ার সাহস পাই নাই আমার বাসার কাছাকাছি থাকা সত্ত্বেও।

এখন‌ যেইখানে অফিস সেইখানে কাশবনের মরুভূমি, তাকালে মনে হয় মাইলের পর মাইল তুষার পড়তেছে। সাদা আর সাদা সব দিকে, তার মাঝখানে আমাদের কর্মস্থল আশেপাশে কিছু নাই আর। আমি তাই আমার কর্মস্থলের নাম দিয়েছি কাশিমপুর জেলখানা।
যাইহোক জেলখানার চারপাশের কাশবন‌ শুরুতে আমাদের মুগ্ধ করলেও এখন আর ওসবের দিকে আমরা তাকাই না, যাওয়ার আর আশার পথে চক্ষু বন্ধ করে গাড়ির মধ্যে ঝিম ধরে থাকি। একি জিনিস আর কত ভালো লাগে!?

একটা মেয়েকে তার ২৩ তম জন্মদিনে উইশ করার পর সে বললো তার শেষবারের মতন একটা জন্মদিন উৎসব হয়েছিল, তার হাজবেন্ড তাকে diamond এর হার উপহার দিয়েছিল surprisingly. এটাই ছিল তার জীবনের একমাত্র জন্মদিন উৎসব যদিও সে ঐবার জন্মদিন উৎসব করতে রাজি ছিল না। এখন সে বিধবা তার একটি ছেলে সন্তান আছে।

ভালো ব্যাপার জীবনে একবারই ঘটে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: কাশিমপুর জেলখানা/য় শুধু এই শরতে যেতে চাই! ;) ;)

১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

সামিয়া বলেছেন: আসেন ঘুরে যান।

২| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৯

ঢাবিয়ান বলেছেন: ফেসবুকেতো প্রতি বছর ঝড় তোলে দিয়াবারীর কাশবন। দুরের বসে দেখতে ভালই লাগে। আপনি কি অনেক দূর থেকে তুলেছেন?

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩০

সামিয়া বলেছেন: এইটা দিয়া বাড়ির ছবি না , হ্যাঁ দূর থেকে তোলা।

৩| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কাশিম পুর যেতে হলে তো আগে একটা কিছু করতে হবে।এটাতো আর মুর্শিদাবাদের কাশিম পুর না!

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৮

সামিয়া বলেছেন: এজ এ গেস্ট কোন এমপ্লয়ির রেফারেন্স লাগবে আর কিছু করতে হবে না।

৪| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২১

আকন বিডি বলেছেন: ভালো ব্যাপার অনেকবার ঘটে। তবে কম।

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৮

সামিয়া বলেছেন: হুম, আপনি সঠিক, আমার কথায় ভুল ছিল। ধন্যবাদ

৫| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কাশিমপুর যেতে হলে তো একটা আকাম করতে হবে !!
চুরি না ডাকাতি করবো আপু !!

১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৯

সামিয়া বলেছেন: এই কাশিম পুর আসার জন্য আপনার পরিচিত মানুষ লাগবে কোন আকাম করতে হবে না

৬| ১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১০

আকন বিডি বলেছেন: ম্যাডাম কোন মন্তব্য এর কারনে কি আমার উপর রাগ করেছেন?

১৯ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

সামিয়া বলেছেন: কই না তো, এরকম মনে হওয়ার কারণ কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.