নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''কি জানি কি হয়েছে আমার
হয়তো এবার বেড়েছে পাগলামি,
হয়তো এবার নোবেল পাবো বলেই,
ইচ্ছে ডানায় ভরেছে দুষ্টমি।''
পংতিমালার সাথে ছবির মিল নেই, এইখানে দেয়া ছবিগুলো একদিনের মধ্যেই তুলেছিলাম, একদিনে অনেক ছবি তুললে ছবি ভালো হয়না পরিশ্রম হয়, ক্লান্ত লাগে। ছবি তোলা শখের হলে ভালো, কিন্তু প্রফেশনাল ছবি তোলা অবশ্যই বিষাদ অভিজ্ঞতা। এইগুলো আমার শখে তোলা ছবি। আমি প্রফেশনাল ছবি দুইবার তুলেছিলাম, ফ্রি সার্ভিস ছিল সেটা। অভিজ্ঞতা ভালো ছিল না।
ছবিটি উত্তরা আজমপুর থেকে তুলেছি দুদিন আগে, ফুলের দোকানদার ভালো মানুষ তাকে বললাম ফুলের বালতিটা একটু রাস্তার দিকে রাখেন সে তাই ই করলো।
এই ছবিটা অফিসের লন এ তুলেছি, আমাদের অফিসে অনেক গাছ।
এটাও অফিসে তোলা
এটাও
উনি উনার ছবি তোলার পারমিশন দিয়েছিলেন এই শর্তে যে অবশ্যই তার কাছ থেকে বেলি ফুলের মালা কিনতে হবে, প্রথমে শর্ত ছিল একটি পরে বললেন না দুটি মালা নিতেই হবে। ছবি তুলেছি টি এস সি থেকে। তাহার চোখে মুখে সে কি মায়া, সামনের দুইটা দাঁত নেই, বয়স ৬ বছরের বেশি না।
এই ছবিটি বুড়িগঙ্গা থেকে তোলা, সারাক্ষন ভিড় লেগে থাকে , আমাকে অনেকে ভেবেছিল সাংবাদিক বলে আমাদের জন্য কিছু করেন দেখেন এই করোনার মধ্যে কেমন ঠেলাঠেলি ভিড়ের মধ্যে থাকি, এইটা কোন জীবন হইলো আমাদের! আপনেরা সাংবাদিক হইয়া এই কথাটুকু কি সরকারের কাছে জানাইতে পারেন না!?
বুড়িগঙ্গার ঐ পারে যে মার্কেটটা আছে ওইখানে তুলেছি ছবিটা,
বিড়ালটার মালিক নামাজ পড়ছেন। আর বিড়াল চুপচাপ দোকান পাহারা দিচ্ছেন, আমি ছবি তোলার সময় ও ওইখানে যতক্ষণ ছিলাম উনাকে নড়াচড়া অথবা ছোটাছুটি করতে দেখিনাই। এই ছবিগুলো ও বুড়িগঙ্গা থেকে তোলা।
১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৮
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ,
২| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৩
করুণাধারা বলেছেন: তৃতীয় ছবিটা একটু ঝাপসা লাগলো, বাকি ছবি গুলো চমৎকার। খুবই ভালো লাগলো।
১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৯
সামিয়া বলেছেন: তৃতীয় ছবিটা ঝাপসা নয় আপু, ওটায় পাতাগুলকে সাবজেক্ট হিসেবে ব্যাবহার করেছি। পাতা গুলো ক্লিয়ার আড় পেছনের মানুষ টা সহ বাকী সব ব্লার করা।
৩| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০২
ডার্ক ম্যান বলেছেন: ছবির সাথে কথার ফুলঝুরি।
১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৫
সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা
৪| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩২
নেওয়াজ আলি বলেছেন:
নন্দিত অনুভূতি প্রকাশ
১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৩
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবিগুলো।
১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু অফিসের ক্যালেন্ডার প্রতিযোগিতার জন্য ছবিগুলো তুলেছিলাম, যে তিনটা ছবি জমা দিয়েছি সেগুলো পাবলিস্ট করা নিষেধ তাই এখানে দেইনি, ভালো ব্যাপার হচ্ছে কনটেস্ট জিতেছি আলহামদুলিল্লাহ। প্রথম পুরস্কার 50 হাজার টাকা ছবি তুলে যে এতগুলো টাকা পাওয়া যায় এই প্রথম এক্সপেরিয়েন্স হবে।
৬| ১৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৬
মা.হাসান বলেছেন: সুন্দর ছবি। শেষের ছবিটা তোলার জন্য মনে হয় আপনাকেও নৌকায় চড়তে হয়েছে। লন ওয়ালা অফিস মনে হয় খুব বেশি নাই।
১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৩
সামিয়া বলেছেন: হ্যাঁ নৌকায় চড়েছি, নৌকায় চড়ে বুড়িগঙ্গার অপর পারে গিয়েছিলাম, সেখানে যে একসাথে জড়ো হয়ে থাকা নৌকা সেগুলোর ছবি তুলেছি এবং সেই নৌকার ছবির জন্যই আমি প্রতিযোগিতায় জিতেছি,অফিস আওয়ারে বের হয়েছিলাম, একদিনে ছবিগুলো তুলেছি, কাহিল অবস্থা। জেতার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে ওই দিন। অনেক ধন্যবাদ।
১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১১
সামিয়া বলেছেন: লন কাকে বলে আমাদের অফিসে এসে দেখে যান ভাইরে ভাই আধা মাইল করে পার হতে হয় দুইটা গেট ক্রস করে অফিসে ঢুকতে
৭| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৯
এম ডি মুসা বলেছেন: ভালো ছবি তুলছেন
১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৮| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৫
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর ছবি।
১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
সামিয়া বলেছেন: ধন্যবাদ আপু ছবি তুলেছিলাম অফিসের প্রতিযোগিতার জন্য উইনার হয়েছি মিষ্টির দাওয়াত রইলো
৯| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪
ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লাগলো ছবি ও তার প্রানবন্ত বর্ননা
১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকবেন
১০| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবি খুব সুন্দর হয়েছে।
১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
১১| ১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: আপনি আমার চেয়ে সুন্দর ছবি তোলেন।
১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৮
সামিয়া বলেছেন: এই মন্তব্যটা আপনার উদারতা, যত ভালো সুন্দর ছবি হোক না কেন কেউই এ কথা বলতে চাইবে না যে তার থেকে ভালো অন্যজন ছবি তুলতে পারে। প্রতিযোগিতার জন্য ছবি তুলেছিলাম, যদিও সাবমিট করা তিনটা ছবি published নিষেধ এবং এখানে সেই ছবিগুলো পাবলিস্ট করিনি, তবে ভালো ব্যাপার হচ্ছে i'm দি উইনার। অনেক ধন্যবাদ আবারো।
১২| ১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
আকন বিডি বলেছেন: ছবিগুলো সুন্দর।
আমার তোলা আমার বিড়ালের ছবি।
১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৭
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ, বাহ বিড়ালটা অনেক কিউট তো,
১৩| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৪
মিরোরডডল বলেছেন:
সবগুলো ছবিই ভালো কিন্তু অফিস লনের ছবিটা খুবই সুন্দর !
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২২
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সুন্দর ছবি ও বর্ণনায়।