নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেঁচে আছি তাই তো
নিঃশ্বাস নিতে হচ্ছে,
কথা বলতে হচ্ছে,
কাজ করতে হচ্ছে,
উঠতে বসতে মানুষ জনের কথা শুনতে হচ্ছে।
বেঁচে আছি বলেই
কষ্ট পেতে হয়
কষ্ট পেয়ে হাসতে হয়
হাসিমুখে ভুল গুন মেনে নিতে হয়।
বেঁচে আছি বলেই
হাটি, কথা বলি , চোখের জল ফেলি,
মা কে সান্তনা দিয়ে বলি
আর কাঁদে না
এই দেখ
আমি তো বেঁচে আছি।
বেঁচে আছি বলেই
ধৈর্য ধরে থাকি
দিন দেখি
রাত দেখি
সকালে ব্যাগ গুছিয়ে
তড়িঘড়ি বের হই
অফিসে যাই।
বেঁচে আছি বলেই
যন্ত্রণা কি জিনিস অনুভব করতে পারি।
বেঁচে আছি তাই তো
এত সব কিছু হচ্ছে।
বেঁচে আছি
বলেই না।
০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০১
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
ম্যাড ফর সামু বলেছেন: বেঁচে আছি বলেই
প্রায় রোজ একবার
সামু'তে ফিরে আসি
যেদিন তা হবে না
সেদিন তো বাঁচব না আর!
০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০১
সামিয়া বলেছেন: সামু প্রেমিক
৩| ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
মাহমুদুর রহমান বলেছেন: মানুষের জীবন সমুদ্রের জীবনের মতো।সমুদ্রে যেমন জোয়ার ভাটা আছে তেমনি মানুষের জীবনেও আছে।
০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০২
সামিয়া বলেছেন: ভালো বলেছেন, অনেক ধন্যবাদ ।
৪| ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
সংগ্রামী_জীবন বলেছেন:
বেঁচে আছি বলেই
এসবের মধ্যখানে
এসব লুকিয়ে রাখার
অভিনয় করি।
বেঁচে আছি বলেই
নিজেকে নিজে
আপন মনে করি।।
০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৩
সামিয়া বলেছেন: চমৎকার বলেছেন ।
অনেক ধন্যবাদ
৫| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: বোন বহুদিন পর আপনার পোষ্ট পেলাম।
০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৩
সামিয়া বলেছেন: হুম। আশা করি ভালো আছেন।
৬| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৩:২৫
ল বলেছেন: এই বেঁচে থাকাটাই ভাগ্য বিধাতার কাছ থেকে পরম পাওয়া।
০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৪
সামিয়া বলেছেন: জী ধন্যবাদ
৭| ১৪ ই জুন, ২০১৯ রাত ১০:০৫
খায়রুল আহসান বলেছেন: এত কিছুর পরেও, সবাইকে নিয়ে এই বেঁচে থাকাটা কতই না আনন্দের! আলহামদুলিল্লাহ!
সুন্দর কবিতা লিখেছেন। + +
বিলম্বিত অভিনন্দন!
৮| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৬
ডার্ক ম্যান বলেছেন: সুপার
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent