নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

অর্পিতা রয়চৌধুরী

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩




যখন ভাঙ্গনের সময় হয়
অভিযোগের হাড়ি তখন উপচে পড়ে'' -- অর্পিতা রয়চৌধুরী


উনার সম্পর্কে জানলাম আজ সকালেই নিউজ পেপার দেখে জার্মানির রাজধানী বার্লিনের গেসুন্ড ব্রুনেন এলাকায় তমালিকা সিংহ নামে এক বাংলাদেশি ব্লগারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অর্পিতা রায়চৌধুরী নামে তিনি লেখালেখি করতেন

ব্লগার শব্দটার জন্যই তার সম্পর্কে জানার আগ্রহ থেকে সার্চ দিয়েছিলাম। উনি একজন নির্বাসিত লেখিকা, লেখকদের সংগঠন পেন জার্মানির উদ্যোগে বার্লিনে আশ্রয় নেয়া ব্লগার হিসেবে স্থানীয় বাঙালি কমিউনিটিতে পরিচিত ছিলেন। উনার আসল নাম তমালিকা সিংহ।

উনার কিছু লেখা পড়লাম। অত্যন্ত চমৎকার তার লেখনী। তার ফেইসবুক পেইজ দেখে মনে হল নিঃস্বার্থ দেশপ্রেমী এবং মানুষের যথাযথ মঙ্গল চাইতেন। উনি নির্বাসিত লেখিকা কেন ছিলেন মাথায় আসছে না নির্বাসিত হবার মতন তেমন লেখা অনলাইনে চোখে পড়েনি।

শেষ আপডেট পর্যন্ত জানলাম তার মৃত্যুর কারন কি পুলিশ বলতে পারছেন না, উনার বাড়ির বাথটাব থেকে ডেড বডি উদ্ধার করেছে পুলিশ, অর্পিতার এক বাঙ্গালী প্রতিবেশী গত চার পাঁচ দিন অর্পিতার ঘরে আলো জ্বলতে দেখেনি বলে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয়।

মেয়েটির মায়াবী মুখমণ্ডল বিষণ্ণ কিছু লেখা মন খারাপ করে দিচ্ছে। নিঃসঙ্গতা মানুষকে খুব সহজেই ধ্বংস করে দেয়।
তার অসাধারণ একটি লেখা----
মরিয়া প্রমান করিল চুনি; তার মৃত্যু নাই


অগোছালো আর এলোমেলো একটা জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশকে গুছিয়ে লিখবার প্রয়াস মাত্র। লেখাটা চালিয়ে যাবো, যেভাবে জীবনটাকে চালিত করে চলেছি। কিন্তু কেউ এর কোন সমাপ্তি আশা করবেননা। কারণ একদিন জীবনটা সমাপ্ত হবে, অথচ অসমাপ্ত লেখাটাকে শেষ করবার জন্য সেদিন আর কোথাও আমি থাকবোনা...
----- অর্পিতা রয়চৌধুরী



Rest in peace Arpita RoyChoudhury

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

অগ্নি সারথি বলেছেন: আমিও দেখলাম সকালে ডয়েচ ভেলে তে! দুঃখজনক।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

সামিয়া বলেছেন: হুমম---

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: আমিও আজই সকালে ডয়চে ভ্যালে'র সংবাদ শিরোনামে খবরটা দেখলাম। লেখিকার লেখার লিঙ্কটি দেয়ার জন্য ধন্যবাদ। পড়ে দেখবো।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

সামিয়া বলেছেন: রেস্ট ইন পিচ অর্পিতা ----------

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

ঢাবিয়ান বলেছেন: এত অকালে প্রান ঝড়ে যাওয়াটা খুব মর্মান্তিক

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

সামিয়া বলেছেন: আসলেই----------

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগ দিবসের প্রাক্কালে একজন ব্লগারের মৃত্যু সংবাদ দুঃখজনক।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

সামিয়া বলেছেন: হুম।।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

পবিত্র হোসাইন বলেছেন: রেস্ট ইন পিস :(

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

সামিয়া বলেছেন: :(

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: :(

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

সামিয়া বলেছেন: :(

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


নতুন কিছু জানলে জানাবেন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

সামিয়া বলেছেন: তেমন কোন আপডেট পাইনি :(

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


দুঃখজনক ঘটনা
আমি মর্মাহত!

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

সামিয়া বলেছেন: হুম--------

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

কথার ফুলঝুরি! বলেছেন: দুঃখজনক ঘটনা ।

নিঃসঙ্গতা মানুষকে খুব সহজের ধ্বংস করে দেয় :(

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

সামিয়া বলেছেন: হুম --------

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪১

চাঙ্কু বলেছেন: ব্লগার পরিচয় দেওয়াটাই দেখি এখন রিস্কি!!

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

সামিয়া বলেছেন: :(

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: ঘটনা জানার পর প্রচন্ড মন খারাপ হয়েছে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

সামিয়া বলেছেন: আমারও ----

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

অপু দ্যা গ্রেট বলেছেন:





বুঝলাম না এত এত ক্ষোভ নিয়ে মানুষ বেচে থাকে কিভাবে ?

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

সামিয়া বলেছেন: বেঁচে তো থাকেনি অকালে ঝরে গেলেন -------------

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: নি:সঙগতা এবং নির্বাসন মানুষকে ধংস করে দেয়। তিনি ওপারে ভাল থাকুন

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

সামিয়া বলেছেন: :(

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

জাহিদ অনিক বলেছেন:

মন খারাপ করে দিলো অর্পিতা রয়চৌধুরী

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

সামিয়া বলেছেন: :(

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগ দিবসের প্রাক্কালে একজন ব্লগারের মৃত্যু সংবাদ দুঃখজনক।
...........................................................................................
আমি সংবাদটি পত্রিকায় পড়েছি ,কিন্ত ব্লগ দিবসে এখবরটা দেয়া ঠিক হবে
কিনা ভাবছিলাম ।
.............................................................................................
নিঃসঙ্গতা মানুষকে খুব সহজেই ধ্বংস করে দেয়।
এজন্যই মানুষের জীবনে ভালবাসা অপরিহার্য ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

সামিয়া বলেছেন: হ্যাঁ ভালোবাসা এবং কাছের মানুষ; পরিবারের সাপোর্ট অত্যন্ত জরুরী।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

ইসিয়াক বলেছেন: দুঃখজনক সংবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

সামিয়া বলেছেন: :(

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি তো ওনার ক্ষোভের কথা বলিনি ।

আসে পাশের মানে আমাদের আসে পাশে যারা আছেন তারা এতো ক্ষোভ নিয়ে বেচে আছেন কিভাবে ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

জুন বলেছেন: খুবই দুঃখজনক

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

সামিয়া বলেছেন: হুম----------

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২০

বলেছেন: বড় পীড়িত হলাম।




শেষ কথাটি বড় জ্বালাময়ী ---

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

সামিয়া বলেছেন: শুরুর কথাটা ও------------

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: সামিয়া,




একজন ব্লগারের এমন অসময়ের মৃত্যুর খবর জানিয়ে বিষাদগ্রস্থ করলেন।

অর্পিতা রয়চৌধুরী সম্পর্কে তেমন কিছু জানা নেই তবে শক্তিমান তা তাঁর লেখা এই দু'টো লাইনেই বোঝা যায়-
যখন ভাঙ্গনের সময় হয়
অভিযোগের হাড়ি তখন উপচে পড়ে''

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৩

কালীদাস বলেছেন: খবরটা দেখেছিলাম তখন। শেয়ারের জন্য থ্যাংকস। পরে আর কোন আপডেট পেয়েছেন?

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

সামিয়া বলেছেন: ধারণা করা হচ্ছে উনি আত্মহত্যা করেছেন, অনেক দিন পর আশা করি ভালো আছেন।
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.